ETV Bharat / state

বংশীহারীতে আশাকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে গত এক মাস ধরে চলছে কালাজ্বরের প্রচার । গত 2 মার্চ দুপুরবেলা সুরজ ঘাঁটি এলাকায় কালাজ্বরের প্রচার করার জন্য সুব্রত ব্যাপারি (23) নামে এক যুবকের বাড়িতে যান এক আশাকর্মী । তখন সুব্রত ওই আশাকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 6, 2020, 11:34 AM IST

বংশীহারী, 6 মার্চ : কালাজ্বরের প্রচারে যাওয়া এক আশাকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ৷ ঘটনাটি বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মিরাহাটি এলাকার ৷

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে গত এক মাস ধরে চলছে কালাজ্বরের প্রচার । আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জমে থাকা জল ও নোংরা আবর্জনা যেন না জমে থাকে, তা নিয়ে প্রচার করছেন । 2 মার্চ দুপুরে সুরজ ঘাঁটি এলাকায় কালাজ্বরের প্রচার করার জন্য সুব্রত ব্যাপারি (23) নামে এক যুবকের বাড়ি যান এক আশাকর্মী । বাড়িতে একা থাকার সুযোগে সুব্রত ওই আশা কর্মীকে বলে যে, তার বাবা অসুস্থ ও ঘন ঘন জ্বর আসছে ৷ সব শুনে সেই আশাকর্মী তার বাবার জন্য হাসপাতালের স্লিপ দেবে বলে বাড়ির ভিতরে ঢোকেন ৷ অভিযোগ, তখনই ঘরের দরজা বন্ধ করে দেয় ওই যুবক, ধর্ষণের চেষ্টা করে তাঁকে ৷

ওই মহিলা জানিয়েছেন, কোনওরকমে ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন তিনি ৷ চিৎকার করতে শুরু করেন ৷ চিৎকার শুনে সহকর্মী ও আশপাশের গ্রামের লোকজন ছুটে আসেন । ঘটনার খবর জানা মাত্রই গ্রামবাসীরা ওই যুবককে ঘরে ধরতে গেলে সেখান থেকে সে পালিয়ে যায় । বংশীহারী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । তার প্রতিবাদে আশাকর্মীরা গতকাল বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বংশীহারী থানায় যায় ৷ থানাও ঘেরাও করে ।

বংশীহারী, 6 মার্চ : কালাজ্বরের প্রচারে যাওয়া এক আশাকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ৷ ঘটনাটি বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মিরাহাটি এলাকার ৷

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে গত এক মাস ধরে চলছে কালাজ্বরের প্রচার । আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জমে থাকা জল ও নোংরা আবর্জনা যেন না জমে থাকে, তা নিয়ে প্রচার করছেন । 2 মার্চ দুপুরে সুরজ ঘাঁটি এলাকায় কালাজ্বরের প্রচার করার জন্য সুব্রত ব্যাপারি (23) নামে এক যুবকের বাড়ি যান এক আশাকর্মী । বাড়িতে একা থাকার সুযোগে সুব্রত ওই আশা কর্মীকে বলে যে, তার বাবা অসুস্থ ও ঘন ঘন জ্বর আসছে ৷ সব শুনে সেই আশাকর্মী তার বাবার জন্য হাসপাতালের স্লিপ দেবে বলে বাড়ির ভিতরে ঢোকেন ৷ অভিযোগ, তখনই ঘরের দরজা বন্ধ করে দেয় ওই যুবক, ধর্ষণের চেষ্টা করে তাঁকে ৷

ওই মহিলা জানিয়েছেন, কোনওরকমে ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন তিনি ৷ চিৎকার করতে শুরু করেন ৷ চিৎকার শুনে সহকর্মী ও আশপাশের গ্রামের লোকজন ছুটে আসেন । ঘটনার খবর জানা মাত্রই গ্রামবাসীরা ওই যুবককে ঘরে ধরতে গেলে সেখান থেকে সে পালিয়ে যায় । বংশীহারী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । তার প্রতিবাদে আশাকর্মীরা গতকাল বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বংশীহারী থানায় যায় ৷ থানাও ঘেরাও করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.