হিলি, 23 নভেম্বর: মদ্যপান করার প্রতিবাদে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হিলির থানার বাঙালিপুর এলাকায় । মৃতের নাম ইলিশা এক্কা (35) । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ । এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পাউলুস নাগ পলাতক । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে । অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে হিলি থানার পুলিশ ।
হিলি থানার বাঙালিপুর এলাকার পাউলুস নাগের সঙ্গে বালুরঘাট থানার পরাণপুর এলাকার ইলিশা এক্কার বিবাহ হয় প্রায় আঠারো বছর আগে । তাদের তিন কন্যাসন্তান রয়েছে । পাউলুস কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে । অভিযোগ, রোজই মদ্যপান করে এসে বাড়ি গন্ডগোল করত পাউলুস । এর জেরে সংসারের অশান্তি লেগে থাকত । সেই মতো গতকাল রাতেও মদ্যপান করে এসে বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু করে । সারারাত বচসা চলে স্বামী স্ত্রীর মধ্যে । এরপর ভোররাত প্রায় 4টে নাগাদ বাঁশ দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে । মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েকবার মাথায় বাঁশ দিয়ে আঘাতও করে পাউলুস । ভোরের আলো ফুটতেই বাড়ির সামনে ইলিশার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । এদিকে বিষয়টি জানাননি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনার পরই এলাকা থেকে গা ঢাকা দেয় পাউলুস । পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।
এবিষয়ে মৃতের মেয়ে কাজলি নাগ জানান, মদ্যপ অবস্থায় এসে তার বাবা মায়ের সাথে বচসা শুরু করে । দু'জনের মধ্যে রাতভর বচসা চলতে থাকে । ভোররাতে বাঁশ দিয়ে পিটিয়ে মাকে খুন করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় বাবা । এবিষয়ে হিলি থানার OC টাসি থিরিং শেরপা বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তের খোঁজ চলছে । পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।