ETV Bharat / state

মদ্যপানের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুন - মদ খাওয়ার প্রতিবাদ

মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তা থেকেই শুরু বচসা । আর বচসার জেরেই স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ।

স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল স্বামী
author img

By

Published : Nov 23, 2019, 12:38 PM IST

হিলি, 23 নভেম্বর: মদ্যপান করার প্রতিবাদে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হিলির থানার বাঙালিপুর এলাকায় । মৃতের নাম ইলিশা এক্কা (35) । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ । এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পাউলুস নাগ পলাতক । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে । অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে হিলি থানার পুলিশ ।

হিলি থানার বাঙালিপুর এলাকার পাউলুস নাগের সঙ্গে বালুরঘাট থানার পরাণপুর এলাকার ইলিশা এক্কার বিবাহ হয় প্রায় আঠারো বছর আগে । তাদের তিন কন্যাসন্তান রয়েছে । পাউলুস কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে । অভিযোগ, রোজই মদ্যপান করে এসে বাড়ি গন্ডগোল করত পাউলুস । এর জেরে সংসারের অশান্তি লেগে থাকত । সেই মতো গতকাল রাতেও মদ্যপান করে এসে বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু করে । সারারাত বচসা চলে স্বামী স্ত্রীর মধ্যে । এরপর ভোররাত প্রায় 4টে নাগাদ বাঁশ দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে । মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েকবার মাথায় বাঁশ দিয়ে আঘাতও করে পাউলুস । ভোরের আলো ফুটতেই বাড়ির সামনে ইলিশার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । এদিকে বিষয়টি জানাননি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনার পরই এলাকা থেকে গা ঢাকা দেয় পাউলুস । পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল স্বামী

এবিষয়ে মৃতের মেয়ে কাজলি নাগ জানান, মদ্যপ অবস্থায় এসে তার বাবা মায়ের সাথে বচসা শুরু করে । দু'জনের মধ্যে রাতভর বচসা চলতে থাকে । ভোররাতে বাঁশ দিয়ে পিটিয়ে মাকে খুন করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় বাবা । এবিষয়ে হিলি থানার OC টাসি থিরিং শেরপা বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তের খোঁজ চলছে । পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

হিলি, 23 নভেম্বর: মদ্যপান করার প্রতিবাদে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হিলির থানার বাঙালিপুর এলাকায় । মৃতের নাম ইলিশা এক্কা (35) । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ । এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পাউলুস নাগ পলাতক । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে । অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে হিলি থানার পুলিশ ।

হিলি থানার বাঙালিপুর এলাকার পাউলুস নাগের সঙ্গে বালুরঘাট থানার পরাণপুর এলাকার ইলিশা এক্কার বিবাহ হয় প্রায় আঠারো বছর আগে । তাদের তিন কন্যাসন্তান রয়েছে । পাউলুস কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে । অভিযোগ, রোজই মদ্যপান করে এসে বাড়ি গন্ডগোল করত পাউলুস । এর জেরে সংসারের অশান্তি লেগে থাকত । সেই মতো গতকাল রাতেও মদ্যপান করে এসে বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু করে । সারারাত বচসা চলে স্বামী স্ত্রীর মধ্যে । এরপর ভোররাত প্রায় 4টে নাগাদ বাঁশ দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে । মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েকবার মাথায় বাঁশ দিয়ে আঘাতও করে পাউলুস । ভোরের আলো ফুটতেই বাড়ির সামনে ইলিশার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । এদিকে বিষয়টি জানাননি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনার পরই এলাকা থেকে গা ঢাকা দেয় পাউলুস । পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল স্বামী

এবিষয়ে মৃতের মেয়ে কাজলি নাগ জানান, মদ্যপ অবস্থায় এসে তার বাবা মায়ের সাথে বচসা শুরু করে । দু'জনের মধ্যে রাতভর বচসা চলতে থাকে । ভোররাতে বাঁশ দিয়ে পিটিয়ে মাকে খুন করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় বাবা । এবিষয়ে হিলি থানার OC টাসি থিরিং শেরপা বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তের খোঁজ চলছে । পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

Intro:স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী।।

হিলি, ২৩ নভেম্বর: বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার ভোরের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিলির থানার বাঙ্গালীপুর এলাকায়। মৃতার নাম ইলিশা এক্কা (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে হিলি থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী পাউলুস নাগ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশী শুরু করেছে হিলি থানার পুলিশ।

জানা গেছে, হিলি থানার বাঙালিপুর এলাকার পাউলুস নাগের সাথে বালুরঘাট থানার পরাণপুর এলাকার ইলিশা এক্কা বিবাহ হয় প্রায় আঠারো বছর আগে। তাদের তিন কন্যা সন্তান রয়েছে। পাউলুস কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে দিনগুজরান করত। অভিযোগ, রোজ দিনই মদ্যপান করে এসে বাড়ি গন্ডগোল করত অভিযুক্ত স্বামী পাউলুস। এর জেরে সংসারের অশান্তি লেগে থাকত। সেই মতো গতকাল রাতে মদ্যপান করে এসে বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু করে। সারা রাত বচসা চলে স্বামী স্ত্রীর মধ্যে। এরপর ভোররাত প্রায় ৪ টে নাগাদ বাঁশ দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েকবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে পাউলুস। ভোরের আলো ফুটতেই বাড়ির সামনে ইলিশার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। এদিকে বিষয়টি জানাননি হতেই এলাকাউ চাঞ্চল্য ছড়ায়। অন্য দিকে ঘটনারপরই এলাকা থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত ব্যক্তি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

এবিষয়ে মৃতার মেয়ে কাজলী নাগ জানান, মদ্যপ অবস্থায় এসে তার বাবা মায়ের সাথে বচসা শুরু করে। দু'জনের মধ্যে রাতভর বচসা চলতে থাকে। ভোররাতে বাঁশ দিয়ে কুপিয়ে মাকে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে
যায় বাবা।

এবিষয়ে হিলি থানার ওসি টাসি থিরিং শেরপা বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.