ETV Bharat / state

মেয়ের খুনির ফাঁসি চান, প্রশাসনের সাহায্য নিতে অস্বীকার পরিবারের - Murder

মেয়েকে যারা খুন করেছে, তাদের ফাঁসি চান নির্যাতিতার বাবা ৷

গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিস প্রশাসনের দেওয়া সাহায্য নিতে অস্বীকার মৃত নির্যাতিতার বাবার ।।
author img

By

Published : Sep 14, 2019, 7:31 PM IST

গঙ্গারামপুর, 14 সেপ্টেম্বর : গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় যুবতির ৷ পোশাক ছিল ছেঁড়া ৷ গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গিরপুরে এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য ৷ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিশ প্রশাসন মৃতের পরিবারের সঙ্গে দেখা করে ৷ নির্যাতিতার গ্রামে যান গঙ্গারামপুর ব্লকের BDO অঙ্কিত আগরওয়াল ও IC পূর্ণেন্দুকুমার কুণ্ডু ৷ যুবতির পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অভাব অভিযোগ শোনেন । ব্লক প্রশাসন দুঃস্থ পরিবারকে কিছু সাহায্য করতে যায় । যুবতির বাবা ব্লক প্রশাসন এবং থানার এই সাহায্য নিতে অস্বীকার করেন প্রথমে ৷ তবে পরবর্তীতে সাহায্য নিতে রাজি হলেও তাঁর দাবি, মেয়ের খুনির ফাঁসি চাই ।

মাটির ঘর ৷ মেঝেতে পলিথিনের শিটই বিছানা ৷ 100 দিনের প্রকল্পে কাজ করার জন্য চাকরির কার্ড, সরকারি আবাস যোজনায় কোনও দিনও নাম ওঠেনি পরিবারটির । বর্তমানে দুঃস্থ পরিবার চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে । গঙ্গারামপুর ব্লক প্রশাসন সূত্রে খবর, দুঃস্থ পরিবারের পাশে থাকার জন্য 12 কেজি চাল, পরিবারের সকলের জন্য জামাকাপড় ও পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ।

BDO নির্দেশ দিয়েছেন প্রধানকে ৷ খুব তাড়াতাড়ি পরিবারটির জব কার্ড করে দেওয়ার জন্য বলা হয়েছে প্রশাসনের তরফে । মৃতের কাকা বলেন, ''আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে । আমরা প্রশাসনের সাহায্য গ্রহণ করছি তবে যে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তার ফাঁসির দাবি জানিয়েছি পরিবারের তরফে ।''

গঙ্গারামপুর ব্লকের BDO অঙ্কিত আগরওয়াল বলেন, ''আমি ও গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দুবাবু গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্লকের তরফ থেকে সামান্য সাহায্য করেছি । এছাড়া আমি প্রধানকে নির্দেশ দিয়েছি পরিবারে যারা কাজ করতে পারবেন তাঁদের নামে জব কার্ড করে দিতে । দুঃস্থ পরিবারের প্রতি আমি খেয়াল রাখছি ৷''

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যুবতি ৷ অভিযোগ, তাই সাগরেদদের সঙ্গে পরিকল্পনা করে গণধর্ষণ করা হয় যুবতিকে ৷ খুনও করা হয় ৷ গত শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর পতিরাম এলাকায় আত্মীয়ের বাড়ি যাবেন বলে রওনা দেন । তারপর বাড়ি ফেরেননি । পরদিন অর্থাৎ শনিবার সকালে নদীর পাশ থেকে গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় ৷

গঙ্গারামপুর, 14 সেপ্টেম্বর : গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় যুবতির ৷ পোশাক ছিল ছেঁড়া ৷ গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গিরপুরে এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য ৷ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিশ প্রশাসন মৃতের পরিবারের সঙ্গে দেখা করে ৷ নির্যাতিতার গ্রামে যান গঙ্গারামপুর ব্লকের BDO অঙ্কিত আগরওয়াল ও IC পূর্ণেন্দুকুমার কুণ্ডু ৷ যুবতির পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অভাব অভিযোগ শোনেন । ব্লক প্রশাসন দুঃস্থ পরিবারকে কিছু সাহায্য করতে যায় । যুবতির বাবা ব্লক প্রশাসন এবং থানার এই সাহায্য নিতে অস্বীকার করেন প্রথমে ৷ তবে পরবর্তীতে সাহায্য নিতে রাজি হলেও তাঁর দাবি, মেয়ের খুনির ফাঁসি চাই ।

মাটির ঘর ৷ মেঝেতে পলিথিনের শিটই বিছানা ৷ 100 দিনের প্রকল্পে কাজ করার জন্য চাকরির কার্ড, সরকারি আবাস যোজনায় কোনও দিনও নাম ওঠেনি পরিবারটির । বর্তমানে দুঃস্থ পরিবার চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে । গঙ্গারামপুর ব্লক প্রশাসন সূত্রে খবর, দুঃস্থ পরিবারের পাশে থাকার জন্য 12 কেজি চাল, পরিবারের সকলের জন্য জামাকাপড় ও পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ।

BDO নির্দেশ দিয়েছেন প্রধানকে ৷ খুব তাড়াতাড়ি পরিবারটির জব কার্ড করে দেওয়ার জন্য বলা হয়েছে প্রশাসনের তরফে । মৃতের কাকা বলেন, ''আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে । আমরা প্রশাসনের সাহায্য গ্রহণ করছি তবে যে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তার ফাঁসির দাবি জানিয়েছি পরিবারের তরফে ।''

গঙ্গারামপুর ব্লকের BDO অঙ্কিত আগরওয়াল বলেন, ''আমি ও গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দুবাবু গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্লকের তরফ থেকে সামান্য সাহায্য করেছি । এছাড়া আমি প্রধানকে নির্দেশ দিয়েছি পরিবারে যারা কাজ করতে পারবেন তাঁদের নামে জব কার্ড করে দিতে । দুঃস্থ পরিবারের প্রতি আমি খেয়াল রাখছি ৷''

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যুবতি ৷ অভিযোগ, তাই সাগরেদদের সঙ্গে পরিকল্পনা করে গণধর্ষণ করা হয় যুবতিকে ৷ খুনও করা হয় ৷ গত শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর পতিরাম এলাকায় আত্মীয়ের বাড়ি যাবেন বলে রওনা দেন । তারপর বাড়ি ফেরেননি । পরদিন অর্থাৎ শনিবার সকালে নদীর পাশ থেকে গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় ৷

Intro:গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিস প্রশাসনের দেওয়া সাহায্য নিতে অস্বীকার মৃত নির্যাতিতার বাবার ।।
গঙ্গারামপুর ; 14সেপ্টেম্বর ;- শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিস প্রশাসন শিংফরকা গ্রামে নৃশংস ভাবে মৃত যুবতীর পরিবারে সমবেদনা জানান। এদিন যুবতীর গ্রামে যান গঙ্গারামপুর ব্লকের বিডিও অঙ্কিত আগারওয়াল ও আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু ,যুবতীর পরিবারের সাথে দেখা করে তাঁদের অভাব অভিযোগ শোনেন। ব্লক প্রশাসন দুঃস্থ পরিবারকে কিছু সাহায্য সাহায্য করেন। মৃত যুবতীর পরিবার এতটাই দুঃস্থ তাদের অবস্থা দেখে প্রশাসনিক কর্তাব্যাক্তিরা পরিবারের পাশে না দাঁড়িয়ে পারলেন না।তবে যুবতির বাবাবলরাম রায় ব্লক প্রশাসন এবং থানার এই সাহায্য নিতে অস্বীকার করেছে,তবে অনেক বুঝানোর পরে ব্লক প্রশাসনের দেওয়া সাহায্য স্বিকার করেছে ,তবে বলরাম রায়ের ব্লক প্রশাসন এবং গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটায় দাবী তার মেয়ে জবা রায়ের খুনির ফাসি চাই ।
পাটশোলার কুড়ে ঘরে মাটির ঘরের মেঝেতে পলিথিন পেতে থাকেন মৃত যুবতীর পরিবারের সকলে , পরিবারের কারো নামে নেই ১০০ দিনের প্রকল্পে কাজ করার জন্য জবকার্ড,সরকারি আবাস যোজনায় কোনো দিনও নাম ওঠেনি পরিবারটির । বর্তমানে দুঃস্থ পরিবারটি চরম সীমার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। গঙ্গারামপুর ব্লক প্রশাসন সূত্রে জানাগিয়েছে দুঃস্থ পরিবারের পাশে থাকার জন্য বারো কেজি চাল , পরিবারের সকলের জন্য জামাকাপড় ও পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। বিডিও নির্দেশ দিয়েছেন প্রধানকে খুব তাড়াতাড়ি পরিবারটির জবকার্ড করে দেওয়ার জন্য।
মৃতের কাকা পরিমল রায় বলেন আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে ,আমরা প্রশাসনের সাহায্য গ্রহণ করছি তবে যে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তার ফাঁসির দাবি জানিয়েছি পরিবারের তরফে।
গঙ্গারামপুর ব্লকের বিডিও অঙ্কিত আগারওয়াল বলেন আমি ও গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু বাবু গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্লকের তরফ থেকে সামান্য সাহায্য করা হয়েছে। এছাড়া আমি প্রধান সাহেব কে নির্দেশ দিয়েছি পরিবারে যারা কাজ করতে পারবেন তাদের নামে জব কার্ড করে দিতে।দুঃস্থ পরিবারের প্রতি আমি নজর রাখছি ,এখানকার মেয়েরা যাতে কোনো ভুল পথে পরিচালিত না হয় তার জন্য প্রধানকে বলা হয়েছে নজর রাখার জন্য।
Body:গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিস প্রশাসনের দেওয়া সাহায্য নিতে অস্বীকার মৃত নির্যাতিতার বাবার ।।Conclusion:গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর পুলিস প্রশাসনের দেওয়া সাহায্য নিতে অস্বীকার মৃত নির্যাতিতার বাবার ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.