ETV Bharat / state

"বহিরাগত জেলা সভাপতি মানি না", দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ক্ষোভ - biplab mitra

লোকসভা ভোটে হারের পর তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিপ্লব মিত্রকে । তাঁর বদলে সেই পদে আনা হয়েছে দলের পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষকে । বিষয়টি নিয়ে দলে ক্ষোভ ছড়িয়েছে বলে জানা গেছে ।

বিপ্লব মিত্র
author img

By

Published : May 28, 2019, 10:13 PM IST

Updated : May 28, 2019, 10:24 PM IST

গঙ্গারামপুর, 28 মে : এবার লোকসভা ভোটে গঙ্গারামপুর পঞ্চায়েত, পৌরসভা ও বিধানসভায় লিড পেয়েছে BJP । তাই ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভা আসনে লিড পেলেও হেরে যেতে হয় তৃণমূল কংগ্রেস পার্থী অর্পিতা ঘোষকে । অথচ এই দু'টি এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও পৌরসভা তৃণমূলের দখলে । এই বিপর্যয়ের জন্য দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে । বিপ্লবের ভাই প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান । তাঁরা দু'জনই অর্পিতা ঘোষের মনোনয়ন নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ।

লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি হওয়ায় জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দেওয়ার পর দলের অন্দরে শুরু হয়েছে ক্ষোভ । খবর ছড়িয়েছে বিপ্লব ও তাঁর ভাই প্রশান্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে BJP-তে যোগদান করতে পারেন । প্রশান্ত বলেন, "আমাদের সেনাপতি বিপ্লব মিত্র জেলায় ফিরে রাজনৈতিক অবস্থান ঠিক করবেন । বহিরাগত কাউকে আমরা জেলা সভাপতি হিসেবে মানি না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শনিবার রাত থেকেই গঙ্গারামপুর শহরে বিপ্লববাবুর বাড়িতে তাঁর অনুগামী তৃণমূলকর্মীরা ভিড় জমাতে শুরু করেন । বিপ্লববাবু প্রার্থী না হওয়ায় BJP তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে লোকসভা ভোটের আগে জানিয়েছিলেন প্রশান্তবাবু । তিনি আজ জানান, BJP-তে যোগ দেওয়ার জন্য BJP-র হেভিওয়েট নেতারা তাঁদের সঙ্গে কথা বলছেন । বিপ্লববাবু বর্তমানে চিকিৎসার জন্য রয়েছেন কলকাতায় । তিনি না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন প্রশান্তবাবুসহ অন্যান্য তৃণমূল কর্মীরা । এই বিষয়ে অর্পিতা ঘোষকে প্রশ্ন করতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন ।

গঙ্গারামপুর, 28 মে : এবার লোকসভা ভোটে গঙ্গারামপুর পঞ্চায়েত, পৌরসভা ও বিধানসভায় লিড পেয়েছে BJP । তাই ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভা আসনে লিড পেলেও হেরে যেতে হয় তৃণমূল কংগ্রেস পার্থী অর্পিতা ঘোষকে । অথচ এই দু'টি এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও পৌরসভা তৃণমূলের দখলে । এই বিপর্যয়ের জন্য দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে । বিপ্লবের ভাই প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান । তাঁরা দু'জনই অর্পিতা ঘোষের মনোনয়ন নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ।

লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি হওয়ায় জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দেওয়ার পর দলের অন্দরে শুরু হয়েছে ক্ষোভ । খবর ছড়িয়েছে বিপ্লব ও তাঁর ভাই প্রশান্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে BJP-তে যোগদান করতে পারেন । প্রশান্ত বলেন, "আমাদের সেনাপতি বিপ্লব মিত্র জেলায় ফিরে রাজনৈতিক অবস্থান ঠিক করবেন । বহিরাগত কাউকে আমরা জেলা সভাপতি হিসেবে মানি না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শনিবার রাত থেকেই গঙ্গারামপুর শহরে বিপ্লববাবুর বাড়িতে তাঁর অনুগামী তৃণমূলকর্মীরা ভিড় জমাতে শুরু করেন । বিপ্লববাবু প্রার্থী না হওয়ায় BJP তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে লোকসভা ভোটের আগে জানিয়েছিলেন প্রশান্তবাবু । তিনি আজ জানান, BJP-তে যোগ দেওয়ার জন্য BJP-র হেভিওয়েট নেতারা তাঁদের সঙ্গে কথা বলছেন । বিপ্লববাবু বর্তমানে চিকিৎসার জন্য রয়েছেন কলকাতায় । তিনি না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন প্রশান্তবাবুসহ অন্যান্য তৃণমূল কর্মীরা । এই বিষয়ে অর্পিতা ঘোষকে প্রশ্ন করতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন ।

Intro:বহিরাগত কাওকে আমরা জেলাসভাপতি হিসাবে মানি না ,দক্ষিণ দিনাজপুরে এই নিয়ে সরব বিপ্লব মিত্র অনুগামীরা ।।
গঙ্গারামপুর ; ২৮ মে ;- এবারের লোকসভা আসনে গংগারামপুর পঞ্চায়েত গুলিতে ও পুরসভায় বিজেপি সব ক'টি তে ব্যাপক লিড নেওয়ার ফলে তৃনমুল প্রার্থী ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে তার লিড নিয়ে স্রেফ বালুরঘাট ও গংগারামপুর বিধানসভার ভোটে লিড নিতে না পারায় হেরে যান। অথচ এই দুটি এলাকার বেশির ভাগ পঞ্চায়েত ও পুরসভা তৃনমুলের দখলে। এদিকে এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে গংগারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। তারা দুজনেই ভোটের প্রার্থীপদ ঘোষনার সময় অর্পিতা ঘোষের পুনরায় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রকে লোকসভার নির্বাচনে দলের ভরাডুবি হওয়ায় জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রের ডানা ছাঁটা হলে জেলা জুড়ে জোড় গুঞ্জন ছড়াতে থাকে বিপ্লব অনুগামীদের মধ্যে বিজেপিতে যোগদান নিয়ে । জেলা জুড়ে ছড়িয়ে পরে বিপ্লব মিত্র ও তার ভাই গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র দল বদল করে বিজেপিতে যোগদান করছেন কাউন্সিলারদের সঙ্গে নিয়ে। অবশেষে সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। আমরা তৃণমূলেই রয়েছি আমাদের সেনাপতি বিপ্লব মিত্র জেলায় ফিরে রাজনৈতিক অবস্থান ঠিক করবেন আমাদের ।বহিরাগত কাওকে আমরা জেলাসভাপতি হিসাবে মানি না
গত শনিবার রাত থেকেই গঙ্গারামপুর শহরে বিপ্লব মিত্রের বাড়িতে বিপ্লব অনুগামী তৃণমূল কর্মীরা ভিড় জমাতে শুরে করে দেন। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই তৃণমূল প্রার্থীর সঙ্গে বিপ্লব মিত্রের দ্বন্ধ প্রকাশ্যে এসে পড়ে । বিপ্লব মিত্র দলের প্রার্থী না হওয়ায় লোকসভা ভোটের মুখে কার্যত গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বিজেপি তাদের সাথে যোগাযোগ করছেন তা জানিয়েছিলেন।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারমান প্রশান্ত মিত্র জানান বিজেপির হেভিওয়েট নেতারা বিজেপিতে যাওয়ার জন্য কথা বলছেন। বিজেপিতে যাবার জল্পনা এখনো জীয়ে রেখে প্রশান্ত মিত্র জেলা তৃণমূলের সৈনিক বিপ্লব মিত্রের দিকে বল ঠেলে দিয়েছেন। বিপ্লব মিত্র না আশা পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হননি বিপ্লব ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান ।
এই বিষয়ে অর্পিতা ঘোষ কে প্রশ্ন করতে গেলে তিনি এই বিষয়টি নিয়ে অস্বীকার করেন ।

Body:বহিরাগত কাওকে আমরা জেলাসভাপতি হিসাবে মানি না ,দক্ষিণ দিনাজপুরে এই নিয়ে সরব বিপ্লব মিত্র অনুগামীরা ।।
গঙ্গারামপুর ; ২৮ মে ;- এবারের লোকসভা আসনে গংগারামপুর পঞ্চায়েত গুলিতে ও পুরসভায় বিজেপি সব ক'টি তে ব্যাপক লিড নেওয়ার ফলে তৃনমুল প্রার্থী ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে তার লিড নিয়ে স্রেফ বালুরঘাট ও গংগারামপুর বিধানসভার ভোটে লিড নিতে না পারায় হেরে যান। অথচ এই দুটি এলাকার বেশির ভাগ পঞ্চায়েত ও পুরসভা তৃনমুলের দখলে। এদিকে এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে গংগারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। তারা দুজনেই ভোটের প্রার্থীপদ ঘোষনার সময় অর্পিতা ঘোষের পুনরায় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রকে লোকসভার নির্বাচনে দলের ভরাডুবি হওয়ায় জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রের ডানা ছাঁটা হলে জেলা জুড়ে জোড় গুঞ্জন ছড়াতে থাকে বিপ্লব অনুগামীদের মধ্যে বিজেপিতে যোগদান নিয়ে । জেলা জুড়ে ছড়িয়ে পরে বিপ্লব মিত্র ও তার ভাই গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র দল বদল করে বিজেপিতে যোগদান করছেন কাউন্সিলারদের সঙ্গে নিয়ে। অবশেষে সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। আমরা তৃণমূলেই রয়েছি আমাদের সেনাপতি বিপ্লব মিত্র জেলায় ফিরে রাজনৈতিক অবস্থান ঠিক করবেন আমাদের ।বহিরাগত কাওকে আমরা জেলাসভাপতি হিসাবে মানি না
গত শনিবার রাত থেকেই গঙ্গারামপুর শহরে বিপ্লব মিত্রের বাড়িতে বিপ্লব অনুগামী তৃণমূল কর্মীরা ভিড় জমাতে শুরে করে দেন। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই তৃণমূল প্রার্থীর সঙ্গে বিপ্লব মিত্রের দ্বন্ধ প্রকাশ্যে এসে পড়ে । বিপ্লব মিত্র দলের প্রার্থী না হওয়ায় লোকসভা ভোটের মুখে কার্যত গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বিজেপি তাদের সাথে যোগাযোগ করছেন তা জানিয়েছিলেন।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারমান প্রশান্ত মিত্র জানান বিজেপির হেভিওয়েট নেতারা বিজেপিতে যাওয়ার জন্য কথা বলছেন। বিজেপিতে যাবার জল্পনা এখনো জীয়ে রেখে প্রশান্ত মিত্র জেলা তৃণমূলের সৈনিক বিপ্লব মিত্রের দিকে বল ঠেলে দিয়েছেন। বিপ্লব মিত্র না আশা পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হননি বিপ্লব ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান ।
এই বিষয়ে অর্পিতা ঘোষ কে প্রশ্ন করতে গেলে তিনি এই বিষয়টি নিয়ে অস্বীকার করেন ।

Conclusion:বহিরাগত কাওকে আমরা জেলাসভাপতি হিসাবে মানি না ,দক্ষিণ দিনাজপুরে এই নিয়ে সরব বিপ্লব মিত্র অনুগামীরা ।।
গঙ্গারামপুর ; ২৮ মে ;- এবারের লোকসভা আসনে গংগারামপুর পঞ্চায়েত গুলিতে ও পুরসভায় বিজেপি সব ক'টি তে ব্যাপক লিড নেওয়ার ফলে তৃনমুল প্রার্থী ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে তার লিড নিয়ে স্রেফ বালুরঘাট ও গংগারামপুর বিধানসভার ভোটে লিড নিতে না পারায় হেরে যান। অথচ এই দুটি এলাকার বেশির ভাগ পঞ্চায়েত ও পুরসভা তৃনমুলের দখলে। এদিকে এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে গংগারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। তারা দুজনেই ভোটের প্রার্থীপদ ঘোষনার সময় অর্পিতা ঘোষের পুনরায় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রকে লোকসভার নির্বাচনে দলের ভরাডুবি হওয়ায় জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রের ডানা ছাঁটা হলে জেলা জুড়ে জোড় গুঞ্জন ছড়াতে থাকে বিপ্লব অনুগামীদের মধ্যে বিজেপিতে যোগদান নিয়ে । জেলা জুড়ে ছড়িয়ে পরে বিপ্লব মিত্র ও তার ভাই গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র দল বদল করে বিজেপিতে যোগদান করছেন কাউন্সিলারদের সঙ্গে নিয়ে। অবশেষে সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। আমরা তৃণমূলেই রয়েছি আমাদের সেনাপতি বিপ্লব মিত্র জেলায় ফিরে রাজনৈতিক অবস্থান ঠিক করবেন আমাদের ।বহিরাগত কাওকে আমরা জেলাসভাপতি হিসাবে মানি না
গত শনিবার রাত থেকেই গঙ্গারামপুর শহরে বিপ্লব মিত্রের বাড়িতে বিপ্লব অনুগামী তৃণমূল কর্মীরা ভিড় জমাতে শুরে করে দেন। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই তৃণমূল প্রার্থীর সঙ্গে বিপ্লব মিত্রের দ্বন্ধ প্রকাশ্যে এসে পড়ে । বিপ্লব মিত্র দলের প্রার্থী না হওয়ায় লোকসভা ভোটের মুখে কার্যত গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বিজেপি তাদের সাথে যোগাযোগ করছেন তা জানিয়েছিলেন।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারমান প্রশান্ত মিত্র জানান বিজেপির হেভিওয়েট নেতারা বিজেপিতে যাওয়ার জন্য কথা বলছেন। বিজেপিতে যাবার জল্পনা এখনো জীয়ে রেখে প্রশান্ত মিত্র জেলা তৃণমূলের সৈনিক বিপ্লব মিত্রের দিকে বল ঠেলে দিয়েছেন। বিপ্লব মিত্র না আশা পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হননি বিপ্লব ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান ।
এই বিষয়ে অর্পিতা ঘোষ কে প্রশ্ন করতে গেলে তিনি এই বিষয়টি নিয়ে অস্বীকার করেন ।

Last Updated : May 28, 2019, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.