ETV Bharat / state

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধি সরকারি আইনজীবী, অভিযোগ দায়ের BJP-র

বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকি জেলাশাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে BJP। গতকাল সন্ধ্যায় জেলাশাসক দীপাপ প্রিয়া পি-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে BJP-র জেলা সম্পাদক বাপি সরকার।

সরকারি আইনজীবী সুভাষ চাকি
author img

By

Published : Mar 21, 2019, 5:51 AM IST

বালুরঘাট, 21 মার্চ : সরকারি আইনজীবী হয়েও জেলাশাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকি। তাঁর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে BJP। গতকাল সন্ধ্যায় জেলাশাসক দীপাপ প্রিয়া পি-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে BJP-র জেলা সম্পাদক বাপি সরকার।

যদি এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি তৃণমূল কংগ্রেসের বালুরঘাট টাউন কমিটির সভাপতি ও সরকারি আইনজীবী সুভাষ চাকি। অন্যদিকে বিষয়টি ঠিক পরিষ্কার নয় জেলাশাসকের কাছেও। তাই রাজ্য নির্বাচনী আধিকারিককে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি।

গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। জেলাশাসকের মিনি কনফারেন্স হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকি। রাজনৈতিক সর্বদল বৈঠকে সরকারি আইনজীবীর উপস্থিত থাকাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। BJP-র পক্ষ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়।

ভিডিয়োয় শুনুন বাপি সরকারের বক্তব্য

এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, উনি বালুরঘাট টাউন কমিটির সভাপতি কি না আমার ঠিক জানা নেই। তবে তিনি বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী। একজন ব্যক্তি যিনি সরকারি পদে আছেন তিনি কী করে সর্বদলীয় বৈঠকে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন। এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মধ্যেই পড়ে। পর্যবেক্ষক এখনও জেলায় না আসায় আজ তিনি BJP-র পক্ষ থেকে জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

অন্যদিকে জেলাশাসক দীপাপ প্রিয়া পি জানান, পুরো বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনে জানানো হয়েছে। যেমন নির্দেশ আসবে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

বালুরঘাট, 21 মার্চ : সরকারি আইনজীবী হয়েও জেলাশাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকি। তাঁর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে BJP। গতকাল সন্ধ্যায় জেলাশাসক দীপাপ প্রিয়া পি-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে BJP-র জেলা সম্পাদক বাপি সরকার।

যদি এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি তৃণমূল কংগ্রেসের বালুরঘাট টাউন কমিটির সভাপতি ও সরকারি আইনজীবী সুভাষ চাকি। অন্যদিকে বিষয়টি ঠিক পরিষ্কার নয় জেলাশাসকের কাছেও। তাই রাজ্য নির্বাচনী আধিকারিককে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি।

গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। জেলাশাসকের মিনি কনফারেন্স হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকি। রাজনৈতিক সর্বদল বৈঠকে সরকারি আইনজীবীর উপস্থিত থাকাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। BJP-র পক্ষ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়।

ভিডিয়োয় শুনুন বাপি সরকারের বক্তব্য

এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, উনি বালুরঘাট টাউন কমিটির সভাপতি কি না আমার ঠিক জানা নেই। তবে তিনি বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী। একজন ব্যক্তি যিনি সরকারি পদে আছেন তিনি কী করে সর্বদলীয় বৈঠকে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন। এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মধ্যেই পড়ে। পর্যবেক্ষক এখনও জেলায় না আসায় আজ তিনি BJP-র পক্ষ থেকে জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

অন্যদিকে জেলাশাসক দীপাপ প্রিয়া পি জানান, পুরো বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনে জানানো হয়েছে। যেমন নির্দেশ আসবে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

Intro:সর্বদলীয় বৈঠক তৃণমূলের প্রতিনিধি সরকারি আইনজীবী সুভাষ চাকি, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ দায়ের বিজেপির।।

বালুরঘাট, ২১ মার্চ: সরকারি আইনজীবী হয়েও জেলা শাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। আর এতেই বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকির বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিজেপি। ঘটনায় বুধবার সন্ধ্যায় জেলা শাসকের কাছে সুভাষ চাকির বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানায় বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার। যদি ওই ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তৃণমূল কংগ্রেসের বালুরঘাট টাউন কমিটির সভাপতি তথা সরকারি আইনজীবী সুভাষ চাকি। অন্যদিকে বিষয়টি ঠিক পরিষ্কার নয় জেলা শাসকের কাছেও। তাই রাজ্য নির্বাচনী আধিকারিককে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। জেলা শাসকের মিনি কনফারেন্স হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বালুরঘাট টাউন কমিটির সভাপতি তথা বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকি। রাজনৈতিক সর্বদল বৈঠক এ সরকারি আইনজীবী উপস্থিত থাকায় বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও। এই অভিযোগ তুলে এদিন জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করে বিজেপি।

এ বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, উনি বালুরঘাট টাউন কমিটির সভাপতি কি না আমার ঠিক জানা নেই। তবে তিনি বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী এটা জানেন। একজন ব্যক্তি যিনি সরকারি পদে আছেন তিনি কি করে সর্বদলীয় বৈঠকে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে থাকতে পারেন। এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মধ্যেই পড়ে। অফ সার্ভার এখনো জেলায় না আসায় আজ তিনি বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করবেন না বলে সাফ জানিয়েছেন সুভাষ চাকি।

অন্যদিকে জেলা শাসক দীপাপ প্রিয়া পি জানান, এই বিষয়টি তাদের কাছেও এখনো পরিষ্কার নয়। পুরো বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনে জানানো হয়েছে। যেমন নির্দেশ পাবেন সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।



Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.