ETV Bharat / state

প্রকাশ্যে কাটমানি চাওয়ার ভিডিয়ো, ইস্তাফা দিলেন জেলা পরিষদের মেন্টর - মেন্টর পদ থেকে ইস্তফা

শুভাশিস পালকে শোকজ করতে চলেছে তৃণমূল । আগামী সপ্তাহের মধ্যেই জেলা পরিষদের মেন্টর পদে অন্য কাউকে বসানো হবে ।

subhashish pal
author img

By

Published : Jul 17, 2020, 5:43 PM IST

বালুরঘাট, 17 জুলাই : কাটমানি চাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তাফা দিলেন শুভাশিস পাল । ইস্তফার কথা ফেসবুক লাইভে নিজেই জানান তৃণমূলের এই নেতা । আজ রাজ্য পঞ্চায়েত দপ্তরে ই-মেল করে নিজের পদত্যাগপত্রটি পাঠিয়েছেন তিনি । আগামীকাল জেলাশাসকের কাছে ইস্তফার চিঠি দেবেন বলেও জানা গিয়েছে ।

অন্যদিকে, এই ঘটনায় শুভাশিস পালকে শোকজ করতে চলছে তৃণমূল । আগামী সপ্তাহের মধ্যেই জেলা পরিষদের মেন্টর পদে অন্য কাউকে বসানো হবে বলেও তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন ।

প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ওরফে সোনা পালের কাটমানি চাওয়ার একটি ভিডিয়ো প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় আগেই ভাইরাল হয়েছে । দলীয় নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আসতেই নড়েচড়ে বসে শাসক শিবির । সোনা পালের কাছে বিষয়টি জানতে চায় জেলা তৃণমূল। ভিডিয়োটি অসত্য বলে দাবি করলেও তিনি স্বপক্ষে কোনও উত্তর দিতে পারেননি বলে জানা গেছে । এরপরেই দল তাকে মেন্টর পদ থেকে ইস্তফা দিতে বলে ।

ফেসবুক লাইভে শুভাশিস পাল জানান, যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে পুরো ভিডিয়োটি নেই । সত্যিটা জানতে পুরো ঘটনার ভিডিয়োটি দেখানো হোক । বদনাম করতে এমনটা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । ঘটনার তদন্তের দাবিতে আগামীকাল FIR করে আইনি পথে যাবেন বলে জানিয়েছেন তিনি ।

এ'বিষয়ে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বলেন, “অভিযোগ অসত্য, সেটা তাঁকেই প্রমাণ করতে হবে । যতক্ষণ পর্যন্ত অভিযোগ মুক্ত না হচ্ছেন, ততক্ষণ তিনি কোনও পদে থাকবেন না । দলের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন ।”

বালুরঘাট, 17 জুলাই : কাটমানি চাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তাফা দিলেন শুভাশিস পাল । ইস্তফার কথা ফেসবুক লাইভে নিজেই জানান তৃণমূলের এই নেতা । আজ রাজ্য পঞ্চায়েত দপ্তরে ই-মেল করে নিজের পদত্যাগপত্রটি পাঠিয়েছেন তিনি । আগামীকাল জেলাশাসকের কাছে ইস্তফার চিঠি দেবেন বলেও জানা গিয়েছে ।

অন্যদিকে, এই ঘটনায় শুভাশিস পালকে শোকজ করতে চলছে তৃণমূল । আগামী সপ্তাহের মধ্যেই জেলা পরিষদের মেন্টর পদে অন্য কাউকে বসানো হবে বলেও তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন ।

প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ওরফে সোনা পালের কাটমানি চাওয়ার একটি ভিডিয়ো প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় আগেই ভাইরাল হয়েছে । দলীয় নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আসতেই নড়েচড়ে বসে শাসক শিবির । সোনা পালের কাছে বিষয়টি জানতে চায় জেলা তৃণমূল। ভিডিয়োটি অসত্য বলে দাবি করলেও তিনি স্বপক্ষে কোনও উত্তর দিতে পারেননি বলে জানা গেছে । এরপরেই দল তাকে মেন্টর পদ থেকে ইস্তফা দিতে বলে ।

ফেসবুক লাইভে শুভাশিস পাল জানান, যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে পুরো ভিডিয়োটি নেই । সত্যিটা জানতে পুরো ঘটনার ভিডিয়োটি দেখানো হোক । বদনাম করতে এমনটা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । ঘটনার তদন্তের দাবিতে আগামীকাল FIR করে আইনি পথে যাবেন বলে জানিয়েছেন তিনি ।

এ'বিষয়ে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বলেন, “অভিযোগ অসত্য, সেটা তাঁকেই প্রমাণ করতে হবে । যতক্ষণ পর্যন্ত অভিযোগ মুক্ত না হচ্ছেন, ততক্ষণ তিনি কোনও পদে থাকবেন না । দলের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.