ETV Bharat / state

ধর্ষণের পর খুন, অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ VHP-র ; লাঠিচার্জ

গঙ্গারামপুরে এক যুবতির অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ ৷ অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ৷

লাঠিচার্জ
author img

By

Published : Sep 13, 2019, 12:17 PM IST

Updated : Sep 13, 2019, 12:49 PM IST

গঙ্গারামপুর, 13 সেপ্টেম্বর : যুবতিকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে গঙ্গারামপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ৷ ফলে ব্যাপক যানজট তৈরি হয় ৷ আটকে পড়ে বহু বাস ও গাড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ৷ দীর্ঘক্ষণ অবরোধ না ওঠায় পুলিশ লাঠিচার্জ করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, লাঠির ঘায়ে তাদের কয়েকজন কর্মী জখম হয়েছে ৷ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ৷

7 সেপ্টেম্বর গঙ্গারামপুরে এক যুবতির অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে ওই যুবতিকে খুন করা হয়েছে ৷ ঘটনার তিনদিন পর ওই যুবতির পরিবার দেহ শনাক্ত করে । জানা যায়, যুবতির বাড়ি গঙ্গারামপুর থানা এলাকাতেই ৷ ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের হয় ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি ৷

এই সংক্রান্ত আরও খবর : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, পুলিশ বলছে যুবতিকে গণধর্ষণ করে খুন

অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজ সকাল ন'টা থেকে গাজোল-হিলি 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিশ্ব হিন্দু পরিষদ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ আসেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুণ্ডু, দক্ষিণ দিনাজপুরের SDPO বিপুল ব্যানার্জি ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংজেন ভুটিয়া ৷ মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স ৷ কিন্তু, দীর্ঘক্ষণ অরবোধ না ওঠায় লাঠিচার্জ করে পুলিশ ৷ কয়েকজনকে আটক করা হয় ৷ সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ৷ শেষপর্যন্ত সাড়ে 10টা নাগাদ অবরোধ উঠে যায় ৷

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : যুবতিকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও গঙ্গারামপুরে

বিশ্ব হিন্দু পরিষদ নেতা শুকলাল ঘোষের হুঁশিয়ারি, "আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামব । এভাবে লাঠিচার্জ করে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না পুলিশ ৷ " যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ৷

গঙ্গারামপুর, 13 সেপ্টেম্বর : যুবতিকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে গঙ্গারামপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ৷ ফলে ব্যাপক যানজট তৈরি হয় ৷ আটকে পড়ে বহু বাস ও গাড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ৷ দীর্ঘক্ষণ অবরোধ না ওঠায় পুলিশ লাঠিচার্জ করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, লাঠির ঘায়ে তাদের কয়েকজন কর্মী জখম হয়েছে ৷ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ৷

7 সেপ্টেম্বর গঙ্গারামপুরে এক যুবতির অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে ওই যুবতিকে খুন করা হয়েছে ৷ ঘটনার তিনদিন পর ওই যুবতির পরিবার দেহ শনাক্ত করে । জানা যায়, যুবতির বাড়ি গঙ্গারামপুর থানা এলাকাতেই ৷ ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের হয় ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি ৷

এই সংক্রান্ত আরও খবর : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, পুলিশ বলছে যুবতিকে গণধর্ষণ করে খুন

অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজ সকাল ন'টা থেকে গাজোল-হিলি 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিশ্ব হিন্দু পরিষদ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ আসেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুণ্ডু, দক্ষিণ দিনাজপুরের SDPO বিপুল ব্যানার্জি ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংজেন ভুটিয়া ৷ মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স ৷ কিন্তু, দীর্ঘক্ষণ অরবোধ না ওঠায় লাঠিচার্জ করে পুলিশ ৷ কয়েকজনকে আটক করা হয় ৷ সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ৷ শেষপর্যন্ত সাড়ে 10টা নাগাদ অবরোধ উঠে যায় ৷

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : যুবতিকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও গঙ্গারামপুরে

বিশ্ব হিন্দু পরিষদ নেতা শুকলাল ঘোষের হুঁশিয়ারি, "আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামব । এভাবে লাঠিচার্জ করে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না পুলিশ ৷ " যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ৷

Intro:যুবতী ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে গঙ্গারামপুরে পথ অবরোধ বিশ্ব হিন্দু পরিষদের, অবরোধ তুলতে পুলিশের ব্যাপক লাঠি চার্জ।।

গঙ্গারামপুর, ১৩ সেপ্টেম্বর: গঙ্গারামপুরে যুবতী ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের। শুক্রবার সকাল ন'টা থেকে গঙ্গারামপুর থানার মহারাজপুরের পথ অবরোধ শুরু করে বিশ্ব হিন্দু পরিষদের শিতাধিক সদস্যরা। পথ অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় হিন্দু পরিষদের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জের ঘটনা অস্বীকার করা হয়েছে। অবরোধ উঠে যাওয়ার পর যান চলাচল শুরু হয়। 

প্রসঙ্গত, গত ৭ সেপ্টম্বর অর্থাৎ শনিবার সকালে গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুরে পাঠানপাড়ার নদীর ধারে এক যুবতীর অর্ধনগ্ন ও রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর যুবতী ধর্ষণ ও খুনে জড়িত যুবক পিন্টু সরকারের নামে মৃতার পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে। ঘটনার তিনদিন পর ওই যুবতীর পরিবার দেহ শনাক্ত করার পর পরিচয় জানতে পারে পুলিশ। মৃত যুবতীর নাম জবা রায়। বাড়ি গঙ্গারামপুর থানার সিংফরকা গ্রামে। পরিবারের লোকেরা দেহ শনাক্তের পর মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে গঙ্গারামপুর থানায়। যদিও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।
এদিন ওই যুবতীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজোল হিলি ৫১২ নক্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, এসডিপিও বিপুল ব্যানার্জি ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংজেন ভুটিয়া সহ বিশাল পুলিশ বাহিনী। আসে কম ব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পরও অবরোধ না তোলায় পুলিশ অবরোধ তুলতে লাঠি চার্জ করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। লাঠির ঘায়ে বেশ কয়েকজন আহত হয়। কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নেমে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুকলাল ঘোষ জানান, আসামীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। কিভাবে পুলিশ লাঠিচার্জ করে তাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেনা। 

অন্য দিকে লাঠি চার্জের কথা অস্বীকার করার পাশাপাশি এবিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কেউ সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি।Body:Gangarampur Conclusion:Gangarampur
Last Updated : Sep 13, 2019, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.