তপন, 26 জুন : সাত বছরেও এখনও শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া । অসম্পূর্ণই রয়ে গেছে । তাই দ্রুত নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার কাছে স্মারকলিপি জমা দিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ সকালে তপনে মন্ত্রীর বাসভবনেই স্মারকলিপি তুলে দেন চাকরিপ্রার্থীরা। এদিকে চাকরিপ্রার্থীদের দাবি দাওয়া বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলে বাচ্চু হাঁসদা জানিয়েছেন।
আপার প্রাইমারি পরীক্ষার জন্য 2014 সালে ফর্ম ফিল আপ হয় । গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও কয়েক হাজার পরীক্ষার্থী চাকরির জন্য আবেদন করেন । 2015 সালে হয় TET । 2016 সালে বের হয় TET-র ফলাফল । এর তিন বছর পর অর্থাৎ 2019 শুরু হয় ইন্টারভিউ । ওই বছরই প্রভিশনাল মেরিট লিস্ট বের হয় আদালতের নির্দেশে । এদিকে ইন্টারভিউয়ের রেজ়াল্ট বের হওয়ার পরও দীর্ঘ সাত মাস কেটে গেলেও এখনও নিয়োগ অধরা। এদিকে একটি চাকরির নিয়োগ প্রক্রিয়া 7 বছরেও শেষ না হওয়ায় দক্ষিণ দিনাজপুরের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার কাছে স্মারকলিপি জমা দেয় । বাচ্চু হাঁসদার বাড়িতে শতাধিক চাকরিপ্রার্থী জমায়েত হন । অনেক মহিলা সন্তানকে নিয়ে দ্রুত চাকরির দাবিতে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন । পরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।
এবিষয়ে চাকরিপ্রার্থী জাকিয়া পারভিন জানিয়েছেন, দীর্ঘ সাত বছরেও আপার প্রাইমারি চাকরির প্রক্রিয়া শেষ হয়নি। তাই চাকরিপ্রার্থীদের মধ্যে আজ কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করেছেন । আবার অনেকেই টোটো, ভ্যান চালিয়ে ও চানাচুর বিক্রি করে দিন অতিবাহিত করছেন । স্কুল সার্ভিস কমিশনের অনীহার জন্য আজ তাঁরা 7 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছেন। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত কেস নিষ্পত্তি করে স্বচ্ছভাবে ও গেজেট মেনে তাঁদের নিয়োগের দাবি জানিয়েছেন।
এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা আজ তাঁর কাছে দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন দিয়েছেন । এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছেও দ্রুত নিয়োগের জন্য দাবি জানিয়েছেন । চাকরিপ্রার্থীদের সেই দাবি মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন ।