ETV Bharat / state

গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র চোরা বাইক-সহ দুই দুষ্কৃতী গ্রেপ্তার - গঙ্গারামপুর থানা

গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দুই যুবককে বেচাকেনার সময় ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ সহ দুটি চোরাই বাইক ও নগদ চার হাজার টাকা ।

Gangarampur
গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র চোরা বাইকসহ দুই দুষ্কৃতী গ্রেপ্তার
author img

By

Published : Jul 4, 2020, 9:44 PM IST

গঙ্গারামপুর, 4 জুলাই : আগ্নেয়াস্ত্র বেচাকেনার সময়দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ । সেই সঙ্গে ধৃতদের কাছথেকে দুটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছেগঙ্গারামপুর থানার পুলিশ ।

পুলিশসূত্রে খবর, ধৃতদেরএকজনের নাম মহম্মদ আশিক(20) ৷বাড়ি মালদা জেলার মানিকচক থানার কুমরি এলাকায় । অপরজন জয়নাল আবেদীন (30) ৷ বাড়ি গঙ্গারামপুর থানার নেহেম্বাএলাকায় । জানা গেছে মহম্মদ আশিক চোরাই বাইকে করে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসেগঙ্গারামপুরে বিক্রি করার জন্যে । সেই মতো গতকাল রাত্রি 11:30 টা নাগাদ গঙ্গারামপুর কিষাণ মান্ডিএলাকায় ঘোরাফেরা করতে থাকে আশিক ৷ তার কিছুক্ষণের মধ্যে জয়নাল আবেদিন আরও একটিচোরাই বাইক নিয়ে হাজির হয় সেখানে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশদুই যুবককে সেই সময় ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটিপাইপগান এক রাউন্ড কার্তুজ সহ দুটি চোরাই বাইক ও নগদ চার হাজার টাকা । আজগঙ্গারামপুর মহকুমা আদালতে তাঁদের তোলা হয় ৷

এই বিষয়ে গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুন্ডু জানান গতকাল রাতে কিষানমাণ্ডী এলাকায় দুজন আসে চোরায় বাইক নিয়ে । তাদের মধ্যে অস্ত্র আদান প্রদান হচ্ছিল ,গোপন সূত্রে গঙ্গারামপুর থানার পুলিশ খবর পায় এবংতাদের আটক করে নিয়ে আসে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান এক রাউন্ডকার্তুজ সহ ২টি চোরাই বাইক ও নগদ ৪হাজার টাকা । আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় । বিচারক তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।

গঙ্গারামপুর, 4 জুলাই : আগ্নেয়াস্ত্র বেচাকেনার সময়দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ । সেই সঙ্গে ধৃতদের কাছথেকে দুটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছেগঙ্গারামপুর থানার পুলিশ ।

পুলিশসূত্রে খবর, ধৃতদেরএকজনের নাম মহম্মদ আশিক(20) ৷বাড়ি মালদা জেলার মানিকচক থানার কুমরি এলাকায় । অপরজন জয়নাল আবেদীন (30) ৷ বাড়ি গঙ্গারামপুর থানার নেহেম্বাএলাকায় । জানা গেছে মহম্মদ আশিক চোরাই বাইকে করে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসেগঙ্গারামপুরে বিক্রি করার জন্যে । সেই মতো গতকাল রাত্রি 11:30 টা নাগাদ গঙ্গারামপুর কিষাণ মান্ডিএলাকায় ঘোরাফেরা করতে থাকে আশিক ৷ তার কিছুক্ষণের মধ্যে জয়নাল আবেদিন আরও একটিচোরাই বাইক নিয়ে হাজির হয় সেখানে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশদুই যুবককে সেই সময় ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটিপাইপগান এক রাউন্ড কার্তুজ সহ দুটি চোরাই বাইক ও নগদ চার হাজার টাকা । আজগঙ্গারামপুর মহকুমা আদালতে তাঁদের তোলা হয় ৷

এই বিষয়ে গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুন্ডু জানান গতকাল রাতে কিষানমাণ্ডী এলাকায় দুজন আসে চোরায় বাইক নিয়ে । তাদের মধ্যে অস্ত্র আদান প্রদান হচ্ছিল ,গোপন সূত্রে গঙ্গারামপুর থানার পুলিশ খবর পায় এবংতাদের আটক করে নিয়ে আসে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান এক রাউন্ডকার্তুজ সহ ২টি চোরাই বাইক ও নগদ ৪হাজার টাকা । আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় । বিচারক তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.