ETV Bharat / state

টাঙ্গন নদীতে নৌকাডুবি, তলিয়ে গেল দাদু-নাতি

গঙ্গারামপুর মহকুমার বংশীহারীতে নৌকাডুবিতে তলিয়ে গেল 2 জন।

tangan river
টাঙ্গন নদীতে নৌকা ডুবি
author img

By

Published : Aug 4, 2020, 3:55 AM IST

বংশীহারী, 4 অগাস্ট : নদীতে নৌকা ডুবে তলিয়ে গেল 2 জন। সোমবার ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতের অধীনে শিশুপুকুর এলাকায়। নিখোঁজ দুজনের নাম মুন্ডা সরেন(50),আকাশ হাঁসদা(8) । সম্পর্কে দাদু-নাতি ।

গতকাল শিশুপুকুর গ্রামের কয়েকজন বাসিন্দাকে নিয়ে টাঙ্গন নদী পার হওয়ার সময় মাঝনদীতে উলটে যায় ডিঙি নৌকা। ঘটনায় ছয় জন উদ্ধার হলেও তলিয়ে যায় শিশুসহ এক ব্যক্তি। উদ্ধারকাজ চালাচ্ছেন ডিজ়াস্টার ম্যানেজমেন্টের সদস্যরা ।

পুলিশ সূত্রে খবর আজ সকালবেলায় বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের শিশুপুকুর থেকে একটি ডিঙি নৌকা টাঙ্গন নদী পার হচ্ছিল 8 জন যাত্রী নিয়ে ৷ নদীর ওপারের গ্রাম দলবাড়ি যাওয়ার উদ্দেশে ৷ কিন্তু মাঝনদীতে নৌকাটি ডুবে যায় ৷ 6 যাত্রী কোনওমতে সাঁতার দিয়ে প্রাণে বাঁচলেও বাকি দুজন যাত্রী অর্থাৎ দাদু-নাতি তলিয়ে যায় । এলাকার লোকজন সঙ্গে সঙ্গে খোজাখুঁজির চেষ্টা করলেও তাদের জল থেকে উদ্ধার করতে পারেনি ।

ঘটনার খবর পেয়ে আসেন বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিত সরকার সহ ব্লকের BDO সুদেষ্ণা পাল । জলে নামানো হয় সিভিল ডিফেন্সের লোকজনকে । অনেক খোজাখুঁজির চেষ্টা করেও না পাওয়ায় অবশেষে রায়গঞ্জ থেকে ডিজ়াস্টার ম্যানেজমেন্টর সদস্যরা ঘটনাস্থানে পৌঁছান ৷ এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি ৷

গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল বলেন, "দলবাড়ি যাওয়ার সময় টাঙ্গন নদীতে খুব স্রোত থাকার কারণে মাঝ নদীতে নৌকা ডুবে যায় । এলাকার লোকজন ছুটে এসে তাদের বাঁচানোর চেষ্টা করলেও বিফলে যায় এবং তাদের উদ্ধার করতে পারেনি । আমি নিজে উদ্যোগ নিয়ে রায়গঞ্জ থেকে ডিজ়াস্টার ম্যানেজমেন্টর সদস্যদের আনিয়ে তল্লাশির ব্যবস্থা করেছি । আশা করছি খুব তাড়াতাড়ি তাদের উদ্ধার করতে পারব ।"

বংশীহারী, 4 অগাস্ট : নদীতে নৌকা ডুবে তলিয়ে গেল 2 জন। সোমবার ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতের অধীনে শিশুপুকুর এলাকায়। নিখোঁজ দুজনের নাম মুন্ডা সরেন(50),আকাশ হাঁসদা(8) । সম্পর্কে দাদু-নাতি ।

গতকাল শিশুপুকুর গ্রামের কয়েকজন বাসিন্দাকে নিয়ে টাঙ্গন নদী পার হওয়ার সময় মাঝনদীতে উলটে যায় ডিঙি নৌকা। ঘটনায় ছয় জন উদ্ধার হলেও তলিয়ে যায় শিশুসহ এক ব্যক্তি। উদ্ধারকাজ চালাচ্ছেন ডিজ়াস্টার ম্যানেজমেন্টের সদস্যরা ।

পুলিশ সূত্রে খবর আজ সকালবেলায় বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের শিশুপুকুর থেকে একটি ডিঙি নৌকা টাঙ্গন নদী পার হচ্ছিল 8 জন যাত্রী নিয়ে ৷ নদীর ওপারের গ্রাম দলবাড়ি যাওয়ার উদ্দেশে ৷ কিন্তু মাঝনদীতে নৌকাটি ডুবে যায় ৷ 6 যাত্রী কোনওমতে সাঁতার দিয়ে প্রাণে বাঁচলেও বাকি দুজন যাত্রী অর্থাৎ দাদু-নাতি তলিয়ে যায় । এলাকার লোকজন সঙ্গে সঙ্গে খোজাখুঁজির চেষ্টা করলেও তাদের জল থেকে উদ্ধার করতে পারেনি ।

ঘটনার খবর পেয়ে আসেন বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিত সরকার সহ ব্লকের BDO সুদেষ্ণা পাল । জলে নামানো হয় সিভিল ডিফেন্সের লোকজনকে । অনেক খোজাখুঁজির চেষ্টা করেও না পাওয়ায় অবশেষে রায়গঞ্জ থেকে ডিজ়াস্টার ম্যানেজমেন্টর সদস্যরা ঘটনাস্থানে পৌঁছান ৷ এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি ৷

গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল বলেন, "দলবাড়ি যাওয়ার সময় টাঙ্গন নদীতে খুব স্রোত থাকার কারণে মাঝ নদীতে নৌকা ডুবে যায় । এলাকার লোকজন ছুটে এসে তাদের বাঁচানোর চেষ্টা করলেও বিফলে যায় এবং তাদের উদ্ধার করতে পারেনি । আমি নিজে উদ্যোগ নিয়ে রায়গঞ্জ থেকে ডিজ়াস্টার ম্যানেজমেন্টর সদস্যদের আনিয়ে তল্লাশির ব্যবস্থা করেছি । আশা করছি খুব তাড়াতাড়ি তাদের উদ্ধার করতে পারব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.