বালুরঘাট, 15 মে: লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো সহ একাধিক দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন । গতকাল বিকেলে জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন বাম দলের শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন । বালুরঘাট সহ অন্যান্য ব্লক গুলিতে একই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
লকডাউনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আটকে আছেন । তাঁরা জেলায় ফিরতে চাইলেও তাঁদের ফেরার কোনও ব্যবস্থা করা হচ্ছে না । লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে এদিন বিকেলে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ফিরিয়ে আনা সহ তাদের কোরোনা টেস্ট করা, বিনামূল্যে রেশন ব্যবস্থা, কর্মহীন শ্রমিকদের অনুদান, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ও শ্রমিকদের কর্মসংস্থান সহ মোট পাঁচ দফা দাবিতে এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের বিভিন্ন শাখা সংগঠন।
এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে সামাজিক দূরত্ব মেনে INTUC, CITU, UTUC, TUCC কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গতভাবে কংগ্রেস এবং বিভিন্ন বাম দলের শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা অবস্থান করেন।
এবিষয়ে বাম শ্রমিক সংগঠন CITU-য়ের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক শিশির দে বলেন, " জেলায় প্রায় 40 হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন । এদের মধ্যে অনেকেই এখনো আসতে পারেনি । তাঁদের শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরিয়ে আনা সহ দুস্থ মানুষদের মধ্যে কোরোনা টেস্ট করাতে হবে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের সাড়ে সাত হাজার টাকা করে অনুদানের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, কর্মসংস্থানের দাবি সহ মোট নয়দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে তাঁদের দাবি পত্র জমা দিয়েছেন । এদিন বালুরঘাট সহ অন্যান্য ব্লক গুলিতে BDO ও মহকুমাশাসকের কাছে একই দাবিতে ডেপুটেশন দেয়।"
অন্যদিকে, বেঙ্গালুরুতে আটকে থাকা জেলার নার্সিং স্টুডেন্টদের বাড়ি ফেরানোর দাবিতে জেলাশাসক ও BDO-দের ডেপুটেশন দেয় RSP-র ছাত্র সংগঠন PSU । অবিলম্বে বেঙ্গালুরুতে আটকে থাকা পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা ।