ETV Bharat / state

বালুরঘাটে বিক্ষোভ বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের - price hike of petrol disel

সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হবে যদি রেল ও অন্যান্য সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ করে দেওয়া হয় । তারই প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের ৷

left front agitation
author img

By

Published : Jul 4, 2020, 5:11 AM IST

বালুরঘাট, 3 জুলাই : বেসরকারিকরণ ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল INTTUC, CITU সহ একাধিক শ্রমিক সংগঠন । একাধিক দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল তারা ।

বিক্ষোভকারীদের বক্তব্য, বিশ্ব বাজারে পেট্রলের দামের তুলনায় অনেক বেশি দাম এই দেশে ধার্য করা হচ্ছে । এমনকী কয়েকটি শহরে পেট্রলের দামকে ছাড়িয়ে গেছে ডিজ়েলের দাম । এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে । এটা কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক শোষণ ছাড়া আর কিছু নয় ।

তাদের আরও দাবি, রেল ও অন্য দপ্তরগুলিতেও বেসরকারিকরণ বন্ধ করতে হবে । বেসরকারিকরণ হলে এতে রেলের ভাড়া বৃদ্ধি পাবে । অন্যান্য অনেক খাতে মানুষের অর্থ ব্যয় বৃদ্ধি পাবে । সাধারণ মানুষ হয়রানির শিকার হবে ।

এবিষয়ে RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি বলেন, “কোরোনা আবহে ও লকডাউনের আড়ালে দেশের সমস্ত বড় সরকারি বিভাগগুলিকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে । এর ফলে সরকারি কর্মীরা তাদের কাজের নিশ্চয়তা হারাবে । তা ছাড়া দেশজুড়ে শ্রমিক শোষণ চলছে । শ্রমিকরা তাদের ন্যূনতম পারিশ্রমিক পাচ্ছেন না । তার উপর পেট্রলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করে চলেছে কেন্দ্রীয় সরকার । এই সব জনবিরোধী ভ্রান্ত নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পথে নেমেছি ।”

বিক্ষোভ সমাবেশে ছিলেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি, RSP নেতা বিমলেন্দু সরকার, CITU নেতা শিশির দে এবং কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব সহ অন্য ট্রেড ইউনিয়নের সদস্যরা ।

বালুরঘাট, 3 জুলাই : বেসরকারিকরণ ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল INTTUC, CITU সহ একাধিক শ্রমিক সংগঠন । একাধিক দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল তারা ।

বিক্ষোভকারীদের বক্তব্য, বিশ্ব বাজারে পেট্রলের দামের তুলনায় অনেক বেশি দাম এই দেশে ধার্য করা হচ্ছে । এমনকী কয়েকটি শহরে পেট্রলের দামকে ছাড়িয়ে গেছে ডিজ়েলের দাম । এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে । এটা কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক শোষণ ছাড়া আর কিছু নয় ।

তাদের আরও দাবি, রেল ও অন্য দপ্তরগুলিতেও বেসরকারিকরণ বন্ধ করতে হবে । বেসরকারিকরণ হলে এতে রেলের ভাড়া বৃদ্ধি পাবে । অন্যান্য অনেক খাতে মানুষের অর্থ ব্যয় বৃদ্ধি পাবে । সাধারণ মানুষ হয়রানির শিকার হবে ।

এবিষয়ে RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি বলেন, “কোরোনা আবহে ও লকডাউনের আড়ালে দেশের সমস্ত বড় সরকারি বিভাগগুলিকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে । এর ফলে সরকারি কর্মীরা তাদের কাজের নিশ্চয়তা হারাবে । তা ছাড়া দেশজুড়ে শ্রমিক শোষণ চলছে । শ্রমিকরা তাদের ন্যূনতম পারিশ্রমিক পাচ্ছেন না । তার উপর পেট্রলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করে চলেছে কেন্দ্রীয় সরকার । এই সব জনবিরোধী ভ্রান্ত নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পথে নেমেছি ।”

বিক্ষোভ সমাবেশে ছিলেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি, RSP নেতা বিমলেন্দু সরকার, CITU নেতা শিশির দে এবং কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব সহ অন্য ট্রেড ইউনিয়নের সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.