ETV Bharat / state

জেলায় RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ - Toto drivers showed agitation in demand of extention of date

RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানো ও কী ভাবে সরকারি সুবিধায় ই-রিকশা কিনতে পারবেন টোটো চালকরা, এই দাবিতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালক ।

টোটো
author img

By

Published : Aug 29, 2019, 11:45 PM IST

বালুরঘাট, 29 অগাস্ট : RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানো ও কী ভাবে সরকারি সুবিধায় ই-রিকশা কিনতে পারবেন টোটো চালকরা, এই দাবিতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালক । ভবন ঘেরাওয়ের পাশাপাশি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তাঁরা । এরপর নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকদের কাছে । সকাল এগারোটায় শুরু হয়ে বিক্ষোভ চলে বিকেল সাড়ে চারটে পর্যন্ত । পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ অবরোধ ওঠে ।

বালুরঘাট পৌরসভার অনুমোদিত শহর ও শহরাঞ্চলের মোট 1130 টি টোটো রয়েছে । এর মধ্যে কিছু TIN নম্বর দেওয়া আছে এবং বাকিতে BM ও BM-1 নম্বর দেওয়া আছে । বালুরঘাট ব্লক সহ গোটা জেলাজুড়ে টোটোর সংখ্যা কমপক্ষে 10 থেকে 15 হাজার । দিনদিন এই সংখ্যাটা আরও বাড়ছে । বর্তমানে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে । এরপরই ফের নতুন করে টোটো বন্ধের জন্য নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন ।

প্রায় মাস চারেক আগে জেলা আঞ্চলিক পরিবহন কেন্দ্রের পক্ষ থেকে প্রথমবার নির্দেশিকা জারি করা হয় । যেখানে বলা হয়েছিল, বালুরঘাট পৌরসভার অনুমোদিত যেসব টোটোর TIN ও BM নম্বর রয়েছে তাদের টোটোর পরিবর্তে ই-রিকশা কিনতে হবে । এবং ই-রিকশাতে RTO নম্বর লাগাতে হবে । 31 মে-র মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে নির্দেশিকায় উল্লেখ ছিল । তবে সে সময় লোকসভা নির্বাচন চলায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায় । লোকসভা নির্বাচন পার হতেই জুলাই মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয় । যেখানে বলা হয় 1 সেপ্টেম্বরের মধ্যে টোটোর বদলে ই-রিকশা চালাতে হবে । পরিবহন দপ্তরের নির্দেশ অনুসারেই 1 তারিখ থেকে টোটো বন্ধ করতে হবে বলে জানানো হয় ।

toto
জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ

কথা মতো আগামী মাস থেকেই টোটোর বদলে রাস্তায় দেখা যাবে ই-রিকশা । ইতিমধ্যে বেশ কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে । আগামী মাসের প্রথম থেকেই টোটো বন্ধে ধরপাকড় শুরু করবে প্রশাসন । এদিকে পুজোর আগে জেলা প্রশাসনের এমন নির্দেশিকায় অস্বস্তিতে পড়েছেন জেলার টোটো চালকরা । এই অবস্থায় টোটো চালকরা জেলা প্রশাসনের কাছে আরও কিছু সময়ের আবেদন জানিয়েছেন । টোটো বন্ধের সময়সীমা যাতে বাড়ানো যায় এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও সরব হয়েছেন । ইতিমধ্যে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা । আজ সকালে গঙ্গারামপুর রামপুর ফুলবাড়ি এলাকার প্রায় 300-400 টোটো চালক জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা ।

বালুরঘাট, 29 অগাস্ট : RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানো ও কী ভাবে সরকারি সুবিধায় ই-রিকশা কিনতে পারবেন টোটো চালকরা, এই দাবিতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালক । ভবন ঘেরাওয়ের পাশাপাশি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তাঁরা । এরপর নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকদের কাছে । সকাল এগারোটায় শুরু হয়ে বিক্ষোভ চলে বিকেল সাড়ে চারটে পর্যন্ত । পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ অবরোধ ওঠে ।

বালুরঘাট পৌরসভার অনুমোদিত শহর ও শহরাঞ্চলের মোট 1130 টি টোটো রয়েছে । এর মধ্যে কিছু TIN নম্বর দেওয়া আছে এবং বাকিতে BM ও BM-1 নম্বর দেওয়া আছে । বালুরঘাট ব্লক সহ গোটা জেলাজুড়ে টোটোর সংখ্যা কমপক্ষে 10 থেকে 15 হাজার । দিনদিন এই সংখ্যাটা আরও বাড়ছে । বর্তমানে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে । এরপরই ফের নতুন করে টোটো বন্ধের জন্য নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন ।

প্রায় মাস চারেক আগে জেলা আঞ্চলিক পরিবহন কেন্দ্রের পক্ষ থেকে প্রথমবার নির্দেশিকা জারি করা হয় । যেখানে বলা হয়েছিল, বালুরঘাট পৌরসভার অনুমোদিত যেসব টোটোর TIN ও BM নম্বর রয়েছে তাদের টোটোর পরিবর্তে ই-রিকশা কিনতে হবে । এবং ই-রিকশাতে RTO নম্বর লাগাতে হবে । 31 মে-র মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে নির্দেশিকায় উল্লেখ ছিল । তবে সে সময় লোকসভা নির্বাচন চলায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায় । লোকসভা নির্বাচন পার হতেই জুলাই মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয় । যেখানে বলা হয় 1 সেপ্টেম্বরের মধ্যে টোটোর বদলে ই-রিকশা চালাতে হবে । পরিবহন দপ্তরের নির্দেশ অনুসারেই 1 তারিখ থেকে টোটো বন্ধ করতে হবে বলে জানানো হয় ।

toto
জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ

কথা মতো আগামী মাস থেকেই টোটোর বদলে রাস্তায় দেখা যাবে ই-রিকশা । ইতিমধ্যে বেশ কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে । আগামী মাসের প্রথম থেকেই টোটো বন্ধে ধরপাকড় শুরু করবে প্রশাসন । এদিকে পুজোর আগে জেলা প্রশাসনের এমন নির্দেশিকায় অস্বস্তিতে পড়েছেন জেলার টোটো চালকরা । এই অবস্থায় টোটো চালকরা জেলা প্রশাসনের কাছে আরও কিছু সময়ের আবেদন জানিয়েছেন । টোটো বন্ধের সময়সীমা যাতে বাড়ানো যায় এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও সরব হয়েছেন । ইতিমধ্যে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা । আজ সকালে গঙ্গারামপুর রামপুর ফুলবাড়ি এলাকার প্রায় 300-400 টোটো চালক জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা ।

Intro:টোটো বন্ধ করে হাজার হাজার মানুষের জীবনজীবিকা বিপন্ন করা যাবে, টোটো চালকদের বিক্ষোভে দাঁড়িয়ে বললেন ভাঙ্গড় আন্দোলনের অন্যতম নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী।।

বালুরঘাট, ২৯ আগস্ট: টোটো বন্ধের সময়সীমা বাড়ানো ও কি ভাবে সরকারি সুবিধা পাইয়ে ই-রিক্সা কিনতে পারবেন তার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালক। টোটো চালক দের পাশে এসে দাঁড়ায় ভাঙ্গড় আন্দোলনের অন্যতম নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। দক্ষিণ দিনাজপুর জেলার টোটো চালকদের দুর্দশার কথা তুলে ধরেন জেলা শাসক ও জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকের কাছে। শুধুমাত্র ঘেরাও বিক্ষোভ নয় তাদের দাবিতে মানতে রাস্তা অবরোধ করে টোটো চালকরা। সকাল এগারোটা থেকে চলা বিক্ষোভ বিকেল সাড়ে চারটা অবধি চলে। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ অবরোধ ওঠে।

প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ হতে চলেছে টোটো। আগামী মাস থেকেই টোটোর বদলে রাস্তায় দেখা যাবে ই-রিক্সা। ইতিমধ্যে বেশ কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী মাসের প্রথম থেকেই টোটো বন্ধে ধরপাকড় শুরু করবে প্রশাসন। এদিকে পুজোর আগে জেলা প্রশাসনের এমন নির্দেশিকায় অস্বস্তিতে পড়েছেন জেলার টোটো চালকরা। এমত অবস্থায় টোটো চালকরা জেলা প্রশাসনের কাছে আরো কিছু সময়ের আবেদন জানিয়েছেন। টোটো বন্ধের সময়সীমা যাতে বাড়ানো যায় এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দল গুলোও সরব হয়েছেন। ইতিমধ্যে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। ইতিমধ্যে এদিন সকালে গঙ্গারামপুর রামপুর ফুলবাড়ি এলাকার প্রায় ৩০০-৪০০ টোটো চালক জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। টোটো চালকদের আন্দোলনে সামিল ছিলেন ভাঙ্গড় আন্দোলনের অন্যতম সদস্য বা নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী ও চন্দ্রকান্ত দাস। এদিকে বিক্ষোভ আন্দোলনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পরে টোটো চালক দের হয়ে প্রতিনিধিত্ব মূলক ভাবে জেলা শাসক ও জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গে দেখা করেন শর্মিষ্ঠা চৌধুরী। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ওঠে। তবে টোটো চালক লদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

এবিষয়ে শর্মিষ্ঠা চৌধুরী জানান, একতরফাভাবে হাজার হাজার মানুষের জীবনজীবিকা এভাবে বিপন্ন করে দেওয়া যায় না। এটা সরকারের পলিসিও হতে পারে না। এখন অব্দি একটা সিদ্ধান্ত আছে যে ১ তারিখে পর থেকে পুরনো টোটো চালানো যাবে না। সেইটা যাতে কোন হবে না হয়। এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত কি সমস্যা রয়েছে তার সমাধান কি রয়েছে তা না দেখেই একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথমত ১ তারিখের যে ডেডলাইন রয়েছে তা বন্ধ করতে হবে। এবং টোটো চালক দের কিভাবে সরকারি সাহায্য দেওয়া যায় তা দেখতে হবে। এই সব নিয়েই তিনি জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গে দেখা করেছেন। ওনার কাছ থেকে ইতিবাচক আশ্বাস পেয়েছেন। সবকিছুর পরও প্রশাসন তাদের জায়গাতে অনড় থাকলে সর্বাত্মকভাবে আন্দোলনে নামবেন তারা।

অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।


Body:Balurghat


Conclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.