ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল - corona news updates

আজ 23 জনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । এনিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্ত 108 ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 20, 2020, 10:38 PM IST

বালুরঘাট, 20 জুন : সকালে 3 জনের পর দক্ষিণ দিনাজপুরে নতুন করে 20 জনের শরীরে কোরোনার খোঁজ মিলল । আক্রান্তের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলেও সূত্রে খবর । এনিয়ে জেলায় একশো পেরোল কোরোনা আক্রান্তের সংখ্যা ।

আক্রান্তদের বাড়ি হরিরামপুর, গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ ব্লকের নানা এলাকায় । আক্রান্ত 20 জনের মধ্যে 11 জনের বাড়িই হরিরামপুর ব্লকে । চারজনের বাড়ি গঙ্গারামপুর ব্লকে এবং বাকি ছ'জনের বাড়ি কুমারগঞ্জ ব্লকে । জেলা বিভাগ সূত্রে খবর, নতুন আক্রান্তদের মধ্যে হরিরামপুরের তিনজন স্বাস্থ্য কর্মী রয়েছেন । কোরেনা সন্দেহে গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল । আজ তার রিপোর্ট আসে । সেই অনুযায়ী নতুন করে আরও 20 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে । এর আগে আজ সকালেই তিনজনের কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় । এদের মধ্যে দুজন বালুরঘাটের শংকরপুর এবং চিঙ্গিশপুর গ্রামের বাসিন্দা । একজন গঙ্গারামপুরের বাসিন্দা । আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে । এনিয়ে আজ মোট 23 জন কোরোনায় আক্রান্ত হলেন । সবমিলিয়ে এপর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 108।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আজই সব থেকে বেশি কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । পাশাপাশি আজ বিকেল পর্যন্ত 70 জন সুস্থ হয়ে উঠেছেন ।ক্রমবর্ধমান এই সংক্রমণ নিয়ে জিজ্ঞেস করা হলে, কোনওরকম মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকরা ।

বালুরঘাট, 20 জুন : সকালে 3 জনের পর দক্ষিণ দিনাজপুরে নতুন করে 20 জনের শরীরে কোরোনার খোঁজ মিলল । আক্রান্তের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলেও সূত্রে খবর । এনিয়ে জেলায় একশো পেরোল কোরোনা আক্রান্তের সংখ্যা ।

আক্রান্তদের বাড়ি হরিরামপুর, গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ ব্লকের নানা এলাকায় । আক্রান্ত 20 জনের মধ্যে 11 জনের বাড়িই হরিরামপুর ব্লকে । চারজনের বাড়ি গঙ্গারামপুর ব্লকে এবং বাকি ছ'জনের বাড়ি কুমারগঞ্জ ব্লকে । জেলা বিভাগ সূত্রে খবর, নতুন আক্রান্তদের মধ্যে হরিরামপুরের তিনজন স্বাস্থ্য কর্মী রয়েছেন । কোরেনা সন্দেহে গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল । আজ তার রিপোর্ট আসে । সেই অনুযায়ী নতুন করে আরও 20 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে । এর আগে আজ সকালেই তিনজনের কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় । এদের মধ্যে দুজন বালুরঘাটের শংকরপুর এবং চিঙ্গিশপুর গ্রামের বাসিন্দা । একজন গঙ্গারামপুরের বাসিন্দা । আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে । এনিয়ে আজ মোট 23 জন কোরোনায় আক্রান্ত হলেন । সবমিলিয়ে এপর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 108।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আজই সব থেকে বেশি কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । পাশাপাশি আজ বিকেল পর্যন্ত 70 জন সুস্থ হয়ে উঠেছেন ।ক্রমবর্ধমান এই সংক্রমণ নিয়ে জিজ্ঞেস করা হলে, কোনওরকম মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.