ETV Bharat / state

বালুরঘাটে সেফ হাউজ়ের শৌচালয় অপরিষ্কার, অভিযোগ কোরোনামুক্তদের - south dinajpur

কোরোনা আক্রান্তদের সেফ হাউজ় ঠিক কতটা সেফ ৷ কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের অভিযোগ, অপরিষ্কার থাকছে শৌচালয় ৷ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, সমস্যা জানতে পারলেই তার সমাধান করছেন তাঁরা ৷

Toilets are unhygienic in Safe House at balurghat
সেফ হাউজ়ের শৌচালয় অপরিষ্কার
author img

By

Published : Jul 21, 2020, 4:23 AM IST

বালুরঘাট, 21 জুলাই : কোরোনায় আক্রান্তদের রাখা হয়েছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হাউজ়ে ৷ কিন্তু সেখানের শৌচালয় অপরিচ্ছন্ন । সুস্থ হয়ে ওঠার পর এমনই অভিযোগ তুলেছেন অনেকে৷ এমনকী সেফ হাউজ়ের শৌচালয় অপরিচ্ছন্ন থাকায় এক স্বাস্থ্যকর্মী কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছিলেন । যদিও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

পতিরামের বাসিন্দা প্রসেনজিৎ পাল জানান, তিনি 12 থেকে 17 তারিখ অবধি বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের কোরোনা সেফ হাউজ়ে চিকিৎসারত ছিলেন ৷ সেখানে থাকা - খাওয়া , চিকিৎসা ব্যবস্থা সবকিছু ঠিক থাকলেও, সেখানকার বাথরুম অপরিষ্কার ছিল ৷ তাঁর দাবি, ওই বাথরুম যেন দিনে একবার পরিষ্কার করা হয় ৷ তাহলে , চিকিৎসাব্যবস্থা পরিপূর্ণ হবে ৷

সেফ হাউজ়ের শৌচালয় অপরিষ্কার ! কী বলছেন কোরোনামুক্ত হওয়া ব্যক্তি

দক্ষিণ দিনাজপুরের কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হচ্ছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হাউজ়ে । বালুরঘাট শহর সংলগ্ন নাট্য উৎকর্ষ কেন্দ্রটি গত বছরই উদ্বোধন করা হয়েছিল । বর্তমানে সেটি ফাঁকা থাকায় এটিকে প্রথমে সারি হাসপাতাল ও পরে সেফ হাউজ় করা হয় । তবে অনেককে সেফ হাউজ় নয়, বাড়িতেই রেখে চিকিৎসা করা হচ্ছে । দক্ষিণ দিনাজপুরে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত 283 জন । আক্রান্তদের মধ্যে 223 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।

বর্তমানে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে 50-এর বেশি আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে । সেফ হাউজ়ে থাকা একজন কোরোনা আক্রান্ত রোগীর জন্য প্রত্যেকদিন সরকারের পক্ষ থেকে 150 টাকা বরাদ্দ করা হয়েছে । নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আক্রান্তদের দুবেলা খাবার দেওয়া হয় । শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে তাদের প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয় । তবে, খাবার ঠিকঠাক পেলেও তাদের অভিযোগ, নাট্য উৎকর্ষ কেন্দ্রের বেশিরভাগ শৌচালয় অপরিচ্ছন্ন । শুধুমাত্র সুস্থ হয়ে বাড়ি ফেরা আক্রান্তরা নয়, নাট্য উৎকর্ষ কেন্দ্রে বা সেফ হাউজ়ে যারা চিকিৎসাধীন ছিল তারাও শৌচালয় নিয়ে একাধিকবার স্বাস্থ্য বিভাগে অভিযোগ করেছেন । কয়েকদিন আগে তপনের এক স্বাস্থকর্মী শৌচালয় অপরিষ্কার থাকায় ঝামেলা করেছিলেন । সেসময় নাট্য উৎকর্ষ কেন্দ্রে থাকা অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিযোগ করার পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে এনিয়ে অভিযোগ করেছিলেন তিনি ৷ যদিও পরে সেই সমস্যা সমাধান করে জেলা স্বাস্থ্য বিভাগ ।

বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার কোরোনায় আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এবিষয়ে তিনি জানান, তাঁদের যেখানে চিকিৎসার জন্য রাখা হয়েছিল সেখানে খাবার ঠিকঠাকই দেওয়া হচ্ছিল । তবে অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল শৌচালয়গুলি । যা নিয়ে তাঁরাও অভিযোগ করেছিলেন । তবে অভিযোগ করার পরই সে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছিল । যেহেতু একসঙ্গে অনেক লোক থাকছে সেই জন্য এমনটা হতে পারে বলেও তিনি জানান । অন্যদিকে, বালুরঘাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আরও এক কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ তিনি বলেন, তিনি যখন ছিলেন সবই মোটামুটি ঠিকঠাকই ছিল । সরকারি নির্দেশ মোতাবেক খাবার দেওয়া হচ্ছিল । তবে বাথরুমে কিছু সমস্যা ছিল তা ঠিক করা হয় । অন্যদিকে, এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ছোটোখাটো কোনও সমস্যা জানতে পারলেই সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করছেন তাঁরা ।

বালুরঘাট, 21 জুলাই : কোরোনায় আক্রান্তদের রাখা হয়েছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হাউজ়ে ৷ কিন্তু সেখানের শৌচালয় অপরিচ্ছন্ন । সুস্থ হয়ে ওঠার পর এমনই অভিযোগ তুলেছেন অনেকে৷ এমনকী সেফ হাউজ়ের শৌচালয় অপরিচ্ছন্ন থাকায় এক স্বাস্থ্যকর্মী কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছিলেন । যদিও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

পতিরামের বাসিন্দা প্রসেনজিৎ পাল জানান, তিনি 12 থেকে 17 তারিখ অবধি বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের কোরোনা সেফ হাউজ়ে চিকিৎসারত ছিলেন ৷ সেখানে থাকা - খাওয়া , চিকিৎসা ব্যবস্থা সবকিছু ঠিক থাকলেও, সেখানকার বাথরুম অপরিষ্কার ছিল ৷ তাঁর দাবি, ওই বাথরুম যেন দিনে একবার পরিষ্কার করা হয় ৷ তাহলে , চিকিৎসাব্যবস্থা পরিপূর্ণ হবে ৷

সেফ হাউজ়ের শৌচালয় অপরিষ্কার ! কী বলছেন কোরোনামুক্ত হওয়া ব্যক্তি

দক্ষিণ দিনাজপুরের কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হচ্ছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হাউজ়ে । বালুরঘাট শহর সংলগ্ন নাট্য উৎকর্ষ কেন্দ্রটি গত বছরই উদ্বোধন করা হয়েছিল । বর্তমানে সেটি ফাঁকা থাকায় এটিকে প্রথমে সারি হাসপাতাল ও পরে সেফ হাউজ় করা হয় । তবে অনেককে সেফ হাউজ় নয়, বাড়িতেই রেখে চিকিৎসা করা হচ্ছে । দক্ষিণ দিনাজপুরে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত 283 জন । আক্রান্তদের মধ্যে 223 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।

বর্তমানে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে 50-এর বেশি আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে । সেফ হাউজ়ে থাকা একজন কোরোনা আক্রান্ত রোগীর জন্য প্রত্যেকদিন সরকারের পক্ষ থেকে 150 টাকা বরাদ্দ করা হয়েছে । নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আক্রান্তদের দুবেলা খাবার দেওয়া হয় । শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে তাদের প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয় । তবে, খাবার ঠিকঠাক পেলেও তাদের অভিযোগ, নাট্য উৎকর্ষ কেন্দ্রের বেশিরভাগ শৌচালয় অপরিচ্ছন্ন । শুধুমাত্র সুস্থ হয়ে বাড়ি ফেরা আক্রান্তরা নয়, নাট্য উৎকর্ষ কেন্দ্রে বা সেফ হাউজ়ে যারা চিকিৎসাধীন ছিল তারাও শৌচালয় নিয়ে একাধিকবার স্বাস্থ্য বিভাগে অভিযোগ করেছেন । কয়েকদিন আগে তপনের এক স্বাস্থকর্মী শৌচালয় অপরিষ্কার থাকায় ঝামেলা করেছিলেন । সেসময় নাট্য উৎকর্ষ কেন্দ্রে থাকা অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিযোগ করার পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে এনিয়ে অভিযোগ করেছিলেন তিনি ৷ যদিও পরে সেই সমস্যা সমাধান করে জেলা স্বাস্থ্য বিভাগ ।

বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার কোরোনায় আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এবিষয়ে তিনি জানান, তাঁদের যেখানে চিকিৎসার জন্য রাখা হয়েছিল সেখানে খাবার ঠিকঠাকই দেওয়া হচ্ছিল । তবে অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল শৌচালয়গুলি । যা নিয়ে তাঁরাও অভিযোগ করেছিলেন । তবে অভিযোগ করার পরই সে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছিল । যেহেতু একসঙ্গে অনেক লোক থাকছে সেই জন্য এমনটা হতে পারে বলেও তিনি জানান । অন্যদিকে, বালুরঘাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আরও এক কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ তিনি বলেন, তিনি যখন ছিলেন সবই মোটামুটি ঠিকঠাকই ছিল । সরকারি নির্দেশ মোতাবেক খাবার দেওয়া হচ্ছিল । তবে বাথরুমে কিছু সমস্যা ছিল তা ঠিক করা হয় । অন্যদিকে, এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ছোটোখাটো কোনও সমস্যা জানতে পারলেই সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.