গঙ্গারামপুর, 2 জুন : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি । অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে । অভিযুক্তদের নাম বাবুল রায় ও প্রভাস সরকার । অভিযুক্তরা বর্তমানে 'জয়শ্রীরাম' বলছে বলে অভিযোগ । গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাতোর এলাকার ঘটনা । আক্রান্তের নাম আমন রায়(45) । আক্রান্ত ব্যক্তিকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন । ঘটনায় মোট নয়জনের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তের দাদা পবন রায়।
আমন রায় পেশায় কৃষক । তিনি তৃণমূলের সক্রিয় কর্মী । গতকাল সন্ধ্যায় এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসস্ত্র সহ আমন রায়ের দাদা পবন রায়ের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । ঘটনায় আমন রায় প্রতিবাদ করতে এলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । আমনের ডান কাঁধে গুলি লাগে । এমন কী তাঁর বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।
অভিযুক্তরা প্রথমে CPI(M) কর্মী ছিল । পরে তারা তৃণমূলে যোগ দেয় । কিন্তু কয়েকদিন ধরেই তারা নাকি 'জয়শ্রীরাম' বলছে বলে অভিযোগ আমন রায়ের । যদিও BJP-র তরফ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে । পাল্টা অভিযোগ তুলেছে BJP । BJP-র গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকার বলেন, "তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা । বিপ্লব মিত্রকে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরানোর পরই এই কোন্দল চরম আকার নিয়েছে । নিজেদের কোন্দল ঢাকতে BJP-র নামে মিথ্যা অভিযোগ করছে ।"
ঘটনার বিষয়ে আক্রান্ত আমন রায় বলেন, গতকাল সন্ধ্যায় আমাকে লক্ষ্য করে গুলি চালায় বাবুল রায় ও প্রভাস সরকার । তাঁরা প্রথমে CPI(M) করত । পরে তারা তৃণমূলে যোগ দেয়। কয়েকদিন ধরে আবার 'জয়শ্রীরাম' বলছে।
আক্রান্তের দাদা পবন রায় ও গ্রামবাসী বাপি দাস বলেন, বেশ কিছুদিন ধরেই নন্দনপুরের কাঁটাতোর এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে বাবলু ও প্রভাস । গতকাল আমন রায়কে লক্ষ্য করে গুলি চালায় তারা । তৃণমূল করলেও এখন তারা যেহেতু 'জয়শ্রীরাম' বলছে তাই এমন ঘটনা ঘটিয়েছে । পুলিশে অভিযোগ করা হয়েছে । পুলিশে ঘটনার ব্যাপারে অভিযোগ করা হয়েছে ।
গঙ্গারামপুর থানার পুলিশ জানায়, তদন্ত শুরু করা হয়েছে ।