ETV Bharat / state

Saayoni Ghosh: 'মিঠুনদার অভিনয় নিয়ে কিছু বলব না', প্রজাপতি বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সায়নীর - Saayoni Ghosh Commented on Prajapati Controversy

প্রজাপতি ইস্যুতে মুখে কুলুপ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh Commented on Prajapati Controversy) ৷ নন্দনে সিনেমা হলে মুক্তি পায়নি মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা প্রজাতি ৷ তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

Saayoni Ghosh
বংশিহারি একটি সভায় সায়নি ঘোষ
author img

By

Published : Dec 29, 2022, 7:21 AM IST

Updated : Dec 29, 2022, 12:52 PM IST

প্রজাপতি ইস্যুতে মুখে কুলুপ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের

বংশীহারি, 28 ডিসেম্বর: "মিঠুনদার অভিনয় নিয়ে কিছু বলব না ৷" বুধবার বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন গিয়ে এমনটাই বললেন অভিনেত্রী সায়নী ঘোষ (TMC Leader Saayoni Ghosh) ৷ সম্প্রতি নন্দনে মুক্তি পায়নি মিঠুন চক্রবর্তীর অভিনীত 'প্রজাপতি' ৷ সেই প্রসঙ্গেই তৃণমূল নেতা কুণাল ঘোষ 'মহাগুরু'র অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এরইমধ্যে প্রজাপতি বিতর্কে কার্যত মিঠুন চক্রবর্তীর পাশেই দাঁড়ালেন যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ।

এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Dakshin Dinajpur News) । সেই সভাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে । কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে মন্তব্য করার ক্ষমতা অভিনেত্রী সায়নী ঘোষের নেই।"

আরও পড়ুন: 'প্রজাপতি' বিতর্কে নাম না-করে কুণালকে 'জোকার' বলে কটাক্ষ সুজনের

পাশপাশি তিনি আরও উল্লেখ করেন, পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল । সেটা বিরোধীরাও ভালো করে জানে । তাই তাঁরা নানা ভাবে চক্রান্ত করার চেষ্টা করবে । কিন্তু কোনও চেষ্টাই ধোপে টিকবে না । তাঁর কথায়,"যারা কাজের ছেলে তাদের অবিলম্বে দলীয় কমিটিতে দায়িত্ব দেওয়া হোক । তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক দল যেখানে 10 হাজার ছেলে কাজের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে । যুবদের মাঠে নেমে কাজ করার পরামর্শ দেন । এই সভাতেই পরিবারতন্ত্রের কথা বলে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন সায়নী । এদিন সভা মঞ্চে প্রবেশের পর যুব কর্মীদের উদ্দেশ্যে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে উজ্জীবিত করতেও দেখা গিয়েছে নেত্রীকে । বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম মাঠে একটি জনসভায় যোগদান করবেন সায়নী ।

প্রজাপতি ইস্যুতে মুখে কুলুপ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের

বংশীহারি, 28 ডিসেম্বর: "মিঠুনদার অভিনয় নিয়ে কিছু বলব না ৷" বুধবার বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন গিয়ে এমনটাই বললেন অভিনেত্রী সায়নী ঘোষ (TMC Leader Saayoni Ghosh) ৷ সম্প্রতি নন্দনে মুক্তি পায়নি মিঠুন চক্রবর্তীর অভিনীত 'প্রজাপতি' ৷ সেই প্রসঙ্গেই তৃণমূল নেতা কুণাল ঘোষ 'মহাগুরু'র অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এরইমধ্যে প্রজাপতি বিতর্কে কার্যত মিঠুন চক্রবর্তীর পাশেই দাঁড়ালেন যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ।

এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Dakshin Dinajpur News) । সেই সভাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে । কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে মন্তব্য করার ক্ষমতা অভিনেত্রী সায়নী ঘোষের নেই।"

আরও পড়ুন: 'প্রজাপতি' বিতর্কে নাম না-করে কুণালকে 'জোকার' বলে কটাক্ষ সুজনের

পাশপাশি তিনি আরও উল্লেখ করেন, পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল । সেটা বিরোধীরাও ভালো করে জানে । তাই তাঁরা নানা ভাবে চক্রান্ত করার চেষ্টা করবে । কিন্তু কোনও চেষ্টাই ধোপে টিকবে না । তাঁর কথায়,"যারা কাজের ছেলে তাদের অবিলম্বে দলীয় কমিটিতে দায়িত্ব দেওয়া হোক । তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক দল যেখানে 10 হাজার ছেলে কাজের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে । যুবদের মাঠে নেমে কাজ করার পরামর্শ দেন । এই সভাতেই পরিবারতন্ত্রের কথা বলে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন সায়নী । এদিন সভা মঞ্চে প্রবেশের পর যুব কর্মীদের উদ্দেশ্যে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে উজ্জীবিত করতেও দেখা গিয়েছে নেত্রীকে । বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম মাঠে একটি জনসভায় যোগদান করবেন সায়নী ।

Last Updated : Dec 29, 2022, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.