ETV Bharat / state

BJP ছেড়ে এলেন তিনজন, দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদ আবার তৃণমূলের

author img

By

Published : Jul 13, 2019, 5:29 PM IST

Updated : Jul 13, 2019, 6:51 PM IST

আজ সাংবাদিকদের অর্পিতা ঘোষ জানান, পঞ্চানন বর্মণ, ইরা রায় ও গৌরী মালি আজ তৃণমূলে যোগ দেন । এই তিনজন দলে ফিরে আসায় জেলাপরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস । তাঁর দাবি, তলে তলে কয়েকজন আরও তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । কয়েকদিনের মধ্যে আরও তিনজন ফিরবেন । ফলে তাঁদের সংখ্যা হবে 14 ।

ফের তৃণমূলে যোগ তিন সদস্যর

বালুরঘাট, 13 জুলাই : BJP ছেড়ে ফের তৃণমূলে যোগদানের হিড়িক চলছেই । এবার দক্ষিণ দিনাজপুর । গত 24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রর হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 10 জন তৃণমূল কংগ্রেস সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন । কিন্তু, যোগ দেওয়ার উনিশ দিনের মাথায় আজ তারা BJP ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন । ফলে 18 আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা হল 11 । ফলে সংখ্যা গরিষ্ঠতা পেল তারা । তবে সংখ্যা গরিষ্ঠতা পেলেও অস্বস্তি কাটছে না তৃমমূল শিবিরে । কারণ, BJP-তে 10 জন যোগ দেওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, নির্বাচিত সদস্যদের ভয় দেখিয়ে BJP-তে যোগ দেওয়ানো হয়েছে । আজ তা কার্যত নাকচ করে দেন তৃণমূলে ফিরে আসা একজন । পঞ্চানন বর্মণ নামের ওই সদস্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, BJP তাদের ভয় দেখায়নি । তারা বিভ্রান্ত হয়ে BJP-তে যোগ দিয়েছিলেন । দলে কিছু সমস্যা ছিল । সেগুলো মিটিয়ে নেওয়া হয়েছে । পঞ্চাননবাবু যখন একথা বলছেন তখন তাঁর পাশে বসে রয়েছেন জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ও বাচ্চু হাঁসদা, শুভাশিস পালের মতো নেতারা ।

TMC
এই তিন সদস্য ফিরে এলেন তৃণমূলে

আজ সাংবাদিকদের অর্পিতা ঘোষ জানান, পঞ্চানন বর্মণ, ইরা রায় ও গৌরী মালি আজ তৃণমূলে যোগ দেন । এই তিনজন দলে ফিরে আসায় জেলাপরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস । তাঁর দাবি, তলে তলে কয়েকজন আরও তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । কয়েকদিনের মধ্যে আরও তিনজন ফিরবেন । ফলে তাঁদের সংখ্যা হবে 14 । এখন BJP-তে রয়েছেন সাতজন । অর্পিতা ঘোষের কথা সত্যি হলে মাত্র চারজন থাকবেন পদ্ম শিবিরে । যাদের নিয়ে এত কাণ্ড সেই গৌরী মালি, পঞ্চানন বর্মণ ও ইরা রায় জানান, তাদের ভয় দেখিয়ে BJP দিল্লিতে নিয়ে যায়নি । তাঁরা স্বেচ্ছায় গেছিলেন । কিছু বিভ্রান্তি ছিল । দিল্লি থেকে ফেরার পর তাঁরা আলোচনা করে ফের তৃণমূলে আসেন ।

TMC
অর্পিতা ঘোষের সঙ্গে তিন সদস্য

এনিয়ে BJP নেতা বিপ্লব মিত্র জানান, কারও মাথায় বন্দুক রেখে আবার কাউকে খুনের মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে । পুলিশ প্রশাসন ওদের হাতে রয়েছে । তাই যা খুশি করছে । তবে এই অবস্থার পরিবর্তন হবে । তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে । তাঁর আরও সংযোজন, "তৃণমূলের জেলা সভাপতি দাবি করেছিলেন ওই তিনজন সদস্যকে জোর করে BJP-তে যোগ দেওয়ানো হয়েছিল । সবার সামনেই ওই তিন সদস্য জেলা সভাপতিকে মিথ্যা প্রমাণ করেছেন । পরিষ্কার বলেছেন, জোর করে বা ভয় দেখিয়ে তাদের BJP-তে যোগদান করানো হয়নি ।"

TMC
তৃণমূলে যোগ দেওয়ার পর

বালুরঘাট, 13 জুলাই : BJP ছেড়ে ফের তৃণমূলে যোগদানের হিড়িক চলছেই । এবার দক্ষিণ দিনাজপুর । গত 24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রর হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 10 জন তৃণমূল কংগ্রেস সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন । কিন্তু, যোগ দেওয়ার উনিশ দিনের মাথায় আজ তারা BJP ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন । ফলে 18 আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা হল 11 । ফলে সংখ্যা গরিষ্ঠতা পেল তারা । তবে সংখ্যা গরিষ্ঠতা পেলেও অস্বস্তি কাটছে না তৃমমূল শিবিরে । কারণ, BJP-তে 10 জন যোগ দেওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, নির্বাচিত সদস্যদের ভয় দেখিয়ে BJP-তে যোগ দেওয়ানো হয়েছে । আজ তা কার্যত নাকচ করে দেন তৃণমূলে ফিরে আসা একজন । পঞ্চানন বর্মণ নামের ওই সদস্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, BJP তাদের ভয় দেখায়নি । তারা বিভ্রান্ত হয়ে BJP-তে যোগ দিয়েছিলেন । দলে কিছু সমস্যা ছিল । সেগুলো মিটিয়ে নেওয়া হয়েছে । পঞ্চাননবাবু যখন একথা বলছেন তখন তাঁর পাশে বসে রয়েছেন জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ও বাচ্চু হাঁসদা, শুভাশিস পালের মতো নেতারা ।

TMC
এই তিন সদস্য ফিরে এলেন তৃণমূলে

আজ সাংবাদিকদের অর্পিতা ঘোষ জানান, পঞ্চানন বর্মণ, ইরা রায় ও গৌরী মালি আজ তৃণমূলে যোগ দেন । এই তিনজন দলে ফিরে আসায় জেলাপরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস । তাঁর দাবি, তলে তলে কয়েকজন আরও তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । কয়েকদিনের মধ্যে আরও তিনজন ফিরবেন । ফলে তাঁদের সংখ্যা হবে 14 । এখন BJP-তে রয়েছেন সাতজন । অর্পিতা ঘোষের কথা সত্যি হলে মাত্র চারজন থাকবেন পদ্ম শিবিরে । যাদের নিয়ে এত কাণ্ড সেই গৌরী মালি, পঞ্চানন বর্মণ ও ইরা রায় জানান, তাদের ভয় দেখিয়ে BJP দিল্লিতে নিয়ে যায়নি । তাঁরা স্বেচ্ছায় গেছিলেন । কিছু বিভ্রান্তি ছিল । দিল্লি থেকে ফেরার পর তাঁরা আলোচনা করে ফের তৃণমূলে আসেন ।

TMC
অর্পিতা ঘোষের সঙ্গে তিন সদস্য

এনিয়ে BJP নেতা বিপ্লব মিত্র জানান, কারও মাথায় বন্দুক রেখে আবার কাউকে খুনের মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে । পুলিশ প্রশাসন ওদের হাতে রয়েছে । তাই যা খুশি করছে । তবে এই অবস্থার পরিবর্তন হবে । তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে । তাঁর আরও সংযোজন, "তৃণমূলের জেলা সভাপতি দাবি করেছিলেন ওই তিনজন সদস্যকে জোর করে BJP-তে যোগ দেওয়ানো হয়েছিল । সবার সামনেই ওই তিন সদস্য জেলা সভাপতিকে মিথ্যা প্রমাণ করেছেন । পরিষ্কার বলেছেন, জোর করে বা ভয় দেখিয়ে তাদের BJP-তে যোগদান করানো হয়নি ।"

TMC
তৃণমূলে যোগ দেওয়ার পর
Intro:বিপ্লব গড়ে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন তিন জেলা পরিষদ সদস্য; ফের সংখ্যাগরিষ্ঠতায় অর্পিতারা।।

বালুরঘাট, ১৩ জুলাই: গত ২৪ জুন দিল্লিতে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে ১০ জন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। বিজেপিতে যোগ দেওয়ার ১৯ দিনের মাথায় ফের তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। শনিবার দুপুরে বালুরঘাট পৌরসভার ক্ষণিকাতে এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ একথা জানান। পাশাপাশি এদিন তৃণমূলে যোগদানকারী তিন জেলা পরিষদের সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন অর্পিতা ঘোষ। অর্পিতা ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, শুভাশিস পাল সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

প্রসঙ্গত, গত ২৪ শে জুন দিল্লিতে গিয়ে বিপ্লব মিত্রের হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ ১০ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। বিজেপিতে যোগদানের দু'সপ্তাহ পর গত ৬ জুলাই জেলায় সকলে পা রাখেন। এদিকে বিজেপিতে যোগদানের পরেও জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন বিজেপিতে যোগদান কারী বেশ কয়েকজন তলে তলে তার সঙ্গে যোগাযোগ করছে। জেলায় ফিরলে তারা ফের তৃণমূলে যোগ দেবেন। এদিকে গত বৃহস্পতিবার সভাধিপতি লিপিকা রায় সহ মোট ৬ জন সদস্যকে নিয়ে জেলা পরিষদে যান বিপ্লব মিত্র। আজ আজ ফের বিজেপিতে যোগদানকারী ১০ সদস্যের মধ্যে পঞ্চানন বর্মণ, ইরা রায় ও গৌরী মালি তৃণমূলে যোগ দেন।

এদিকে আজ তিনজন বিজেপি থেকে দলে যোগ দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। মোট ১৮ সদস্যের মধ্যে বর্তমানে ১১ জন তৃণমূল ও ৭ জন রয়েছে। বিজেপিতে থাকা ৭ জনের মধ্যে আরও ২-৩ জন তৃণমূলে আসবে বলে দাবি অর্পিতার। এমনকি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিজেপি থেকে ফের তৃণমূলের দখলে আসল বলে অর্পিতা জানিয়েছেন।

এ বিষয়ে অর্পিতা ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপিতে যোগ দেওয়া তিনজন জেলা পরিষদের সদস্য আজ ফের তাদের সঙ্গে এল। আরো ২-৩ জন খুব শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন। জেলা পরিষদের মোট ১৮ সদস্যের মধ্যে ১৪ জন এই তৃণমূলের হবে। যারা বিজেপিতে গেছিল তাদেরকে ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছিল। সভাধিপতি বিজেপিতে থাকলেও সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলী জেলা পরিষদের ক্ষমতায় থাকবে। সভাধিপতি শুধু নাম কে বাস্তে থাকবেন। দীর্ঘদিন ধরে জেলা পরিষদে এই সমস্যা নিয়ে কাজ থমকে রয়েছে তা ফের শুরু করা হবে।

বিজেপি থেকে ফের তৃণমূলে আশা গৌরী মালি ও পঞ্চানন বর্মণ জানান, তাদেরকে ভয় দেখিয়ে দিল্লিতে নিয়ে যায়নি। তারা স্ব ইচ্ছায় এবং বিভিন্ন কারণে বিভ্রান্ত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দিল্লি থেকে ফেরার পর তারা আলোচনা করে ফের তৃণমূলে আসেন তারা। তৃণমূলে তৃণমূল নেতারা স্বস্তিতে রয়েছেন।

অন্যদিকে বিজেপি নেতা বিপ্লব মিত্র জানান, কাউকে গান পয়েন্টে বন্দুক রেখে কাউকে খুনের মামলা আবার কাউকে নিষিদ্ধ ফেনসিডিলের মামলা দেওয়ার ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন ওদের হাতে রয়েছে। তাই যা খুশি করছে। তবে এই দিন পরিবর্তন হবে। তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তিনি আরো বলেন তৃণমূলের জেলা সভাপতি যেটা দাবি করেছিলেন ওই তিনজন সদস্য কে জোর করে বিজেপি তে যোগ দেয়া হয়েছিল এবং দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সকলের সামনেই ওই তিন সদস্য জেলা সভাপতির কথা মিথ্যা প্রমাণ করেছেন। পরিষ্কার বলেছেন জোর করে বা ভয় দেখিয়ে তাদেরকে বিজেপিতে যোগদান করানো হয়নি। অতএব কে ভয় দেখিয়েছে পুরো বিষয়টা সকলের সামনেই পরিষ্কার।


Body:Balurghat


Conclusion:Blaurghat
Last Updated : Jul 13, 2019, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.