বালুরঘাট, 13 জুলাই : BJP ছেড়ে ফের তৃণমূলে যোগদানের হিড়িক চলছেই । এবার দক্ষিণ দিনাজপুর । গত 24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রর হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 10 জন তৃণমূল কংগ্রেস সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন । কিন্তু, যোগ দেওয়ার উনিশ দিনের মাথায় আজ তারা BJP ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন । ফলে 18 আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা হল 11 । ফলে সংখ্যা গরিষ্ঠতা পেল তারা । তবে সংখ্যা গরিষ্ঠতা পেলেও অস্বস্তি কাটছে না তৃমমূল শিবিরে । কারণ, BJP-তে 10 জন যোগ দেওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, নির্বাচিত সদস্যদের ভয় দেখিয়ে BJP-তে যোগ দেওয়ানো হয়েছে । আজ তা কার্যত নাকচ করে দেন তৃণমূলে ফিরে আসা একজন । পঞ্চানন বর্মণ নামের ওই সদস্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, BJP তাদের ভয় দেখায়নি । তারা বিভ্রান্ত হয়ে BJP-তে যোগ দিয়েছিলেন । দলে কিছু সমস্যা ছিল । সেগুলো মিটিয়ে নেওয়া হয়েছে । পঞ্চাননবাবু যখন একথা বলছেন তখন তাঁর পাশে বসে রয়েছেন জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ও বাচ্চু হাঁসদা, শুভাশিস পালের মতো নেতারা ।
আজ সাংবাদিকদের অর্পিতা ঘোষ জানান, পঞ্চানন বর্মণ, ইরা রায় ও গৌরী মালি আজ তৃণমূলে যোগ দেন । এই তিনজন দলে ফিরে আসায় জেলাপরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস । তাঁর দাবি, তলে তলে কয়েকজন আরও তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । কয়েকদিনের মধ্যে আরও তিনজন ফিরবেন । ফলে তাঁদের সংখ্যা হবে 14 । এখন BJP-তে রয়েছেন সাতজন । অর্পিতা ঘোষের কথা সত্যি হলে মাত্র চারজন থাকবেন পদ্ম শিবিরে । যাদের নিয়ে এত কাণ্ড সেই গৌরী মালি, পঞ্চানন বর্মণ ও ইরা রায় জানান, তাদের ভয় দেখিয়ে BJP দিল্লিতে নিয়ে যায়নি । তাঁরা স্বেচ্ছায় গেছিলেন । কিছু বিভ্রান্তি ছিল । দিল্লি থেকে ফেরার পর তাঁরা আলোচনা করে ফের তৃণমূলে আসেন ।
এনিয়ে BJP নেতা বিপ্লব মিত্র জানান, কারও মাথায় বন্দুক রেখে আবার কাউকে খুনের মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে । পুলিশ প্রশাসন ওদের হাতে রয়েছে । তাই যা খুশি করছে । তবে এই অবস্থার পরিবর্তন হবে । তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে । তাঁর আরও সংযোজন, "তৃণমূলের জেলা সভাপতি দাবি করেছিলেন ওই তিনজন সদস্যকে জোর করে BJP-তে যোগ দেওয়ানো হয়েছিল । সবার সামনেই ওই তিন সদস্য জেলা সভাপতিকে মিথ্যা প্রমাণ করেছেন । পরিষ্কার বলেছেন, জোর করে বা ভয় দেখিয়ে তাদের BJP-তে যোগদান করানো হয়নি ।"