হিলি, 11 ডিসেম্বর : পুরোনো বিবাদের জেরে তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃত ব্যক্তির নাম আলিম মণ্ডল(40)। পেশায় তিনি কৃষক। তিনি শ্রীকৃষ্ণপুর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটে হিলি ব্লকের 3 নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে। ঘটনায় জখম হয়েছেন আরও এক। গুরুতর জখম অবস্থায় আছিরুল মণ্ডল (22) নামে ওই যুবককে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয়। এছাড়াও ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থানে যায় হিলি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।
জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জ়িরো পয়েন্ট বরাবর জামালপুর এলাকার মসজিদে নমাজ় পড়তে যায় ভারতীয় বাসিন্দারা। অভিযোগ, সেই সময় পুরোনো বিবাদের জেরে তাঁদের ওপর চড়াও হয় বাংলাদেশের একদল দুষ্কৃতী। ভারতীয়দের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে ওই দুষ্কৃতী দল। এরপরে ঘটনাস্থানে উপস্থিত ভারতীয়রা প্রতিরোধ করতে গেলে তাদের ওপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনাস্থান থেকে আলিম মণ্ডল ও আছিরুল মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। কিন্তু হাসপাতালে আনার পথে রাস্তায় মৃত্যু হয় আলিম মণ্ডলের। এদিকে জখম আছিরুলকে নিয়ে হিলি গ্রামীণ হাসপাতালে পৌঁছালে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হিলি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মসলেম মণ্ডল বলেন, "পুরোনো বিবাদ জেরে বাংলাদেশের দুষ্কৃতীরা আলি মণ্ডলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে।" দোষীদের শাস্তির দাবি জানান তিনি ।
এবিষয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জামালপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুখজনক ঘটনা। বাংলাদেশ থেকে এসে কোনও ভারতীয়কে মেরে যাবে এনিয়ে বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে, অভিযুক্তদের শাস্তির জন্য। এবিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী মৃতের পরিবারকে সমবেদনা জানান এবং অভিযুক্তদের শাস্তির দাবি করেন। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।