ETV Bharat / state

বালুরঘাটে RSP, BJP-র ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - blurghat

রাতের অন্ধকারে BJP ও RSP-র দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বিরোধীদের এই অভিযোগের পালটা তৃণমূলের অভিযোগ, বিভিন্ন এলাকায় তাদের ফ্ল্যাগ, ফ্লেক্স ছিঁড়ে দিয়ে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে BJP।

BJPর ফ্ল্যাগ
author img

By

Published : Apr 21, 2019, 8:13 PM IST

Updated : Apr 21, 2019, 8:54 PM IST

বালুরঘাট, 21 এপ্রিল: রাতের অন্ধকারে বালুরঘাটের যুবশ্রী মোড়ের কাছে BJP-র ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে দুষ্কৃতীরা । অন্যদিকে বেশ কয়েকটি জায়গায় বামফ্রন্টের দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন, পতাকা ছিঁড়ে দিয়েছে । দু'ক্ষেত্রেই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বামেদের পার্টি অফিসে তৃণমূল তাদের দলীয় পতাকা হটিয়ে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে । তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । তাদের পালটা অভিযোগ, বিভিন্ন এলাকায় তাদের দলীয় পতাকা খুলে দেওয়া হয়েছে । ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে বামফ্রন্ট ও BJP । অন্যদিকে পালটা থানায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল । পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ।

ভিডিয়োয় দেখুন


আজ যুবশ্রী মোড়ের বিভিন্ন এলাকায় BJP-র দলীয় পতাকা নর্দমায় পড়ে থাকতে দেখা যায় । বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার সহ জেলা নেতৃত্ব । ঘটনায় অভিযোগ দায়ের করা হয় জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে । RSP-র তরফে অভিযোগ, সাধনা মোড়ের কাছে যে জেলা দপ্তর আছে সেখানে তাদের দলীয় পতাকা গায়েব করে দেওয়া হয়েছে । শহরের 10 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে সমস্ত পতাকা সরিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে । এছাড়াও 10 নম্বর, 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে । ছিঁড়ে ফেলা হয়েছে বড় বড় ফ্লেক্স ।

এইপ্রসঙ্গে BJP প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, "আমাদের ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দিয়েছে । কিন্ত RSP বা অন্য দলের ফ্ল্যাগে হাত দিচ্ছে না । শুধুমাত্র BJP-র ফ্ল্যাগ ফেলে দিচ্ছে । এর আগেও এই ঘটনা ঘটেছে । প্রশাসন যে কী করছে বুঝতে পারছি না । কারা করেছে তা পরিস্থিতি দেখেই আঁচ করতে পারছেন সবাই ।"

অন্যদিকে তৃণমূলের বালুরঘাট শহর কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বলেন, "BJP এবং বামপন্থীরা বাজার গরম করার জন্য মিথ্যা অভিযোগ করছে । নিজেরাই পোস্টার ছিঁড়ে এইসব করছে । শহরের বিভিন্ন এলাকায় আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে বিরোধীরা । সেখানে তাদের ফ্ল্যাগ লাগিয়েছে । তাই আজ আমরা থানায় অভিযোগ করেছি ।"

বালুরঘাট, 21 এপ্রিল: রাতের অন্ধকারে বালুরঘাটের যুবশ্রী মোড়ের কাছে BJP-র ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে দুষ্কৃতীরা । অন্যদিকে বেশ কয়েকটি জায়গায় বামফ্রন্টের দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন, পতাকা ছিঁড়ে দিয়েছে । দু'ক্ষেত্রেই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বামেদের পার্টি অফিসে তৃণমূল তাদের দলীয় পতাকা হটিয়ে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে । তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । তাদের পালটা অভিযোগ, বিভিন্ন এলাকায় তাদের দলীয় পতাকা খুলে দেওয়া হয়েছে । ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে বামফ্রন্ট ও BJP । অন্যদিকে পালটা থানায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল । পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ।

ভিডিয়োয় দেখুন


আজ যুবশ্রী মোড়ের বিভিন্ন এলাকায় BJP-র দলীয় পতাকা নর্দমায় পড়ে থাকতে দেখা যায় । বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার সহ জেলা নেতৃত্ব । ঘটনায় অভিযোগ দায়ের করা হয় জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে । RSP-র তরফে অভিযোগ, সাধনা মোড়ের কাছে যে জেলা দপ্তর আছে সেখানে তাদের দলীয় পতাকা গায়েব করে দেওয়া হয়েছে । শহরের 10 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে সমস্ত পতাকা সরিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে । এছাড়াও 10 নম্বর, 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে । ছিঁড়ে ফেলা হয়েছে বড় বড় ফ্লেক্স ।

এইপ্রসঙ্গে BJP প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, "আমাদের ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দিয়েছে । কিন্ত RSP বা অন্য দলের ফ্ল্যাগে হাত দিচ্ছে না । শুধুমাত্র BJP-র ফ্ল্যাগ ফেলে দিচ্ছে । এর আগেও এই ঘটনা ঘটেছে । প্রশাসন যে কী করছে বুঝতে পারছি না । কারা করেছে তা পরিস্থিতি দেখেই আঁচ করতে পারছেন সবাই ।"

অন্যদিকে তৃণমূলের বালুরঘাট শহর কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বলেন, "BJP এবং বামপন্থীরা বাজার গরম করার জন্য মিথ্যা অভিযোগ করছে । নিজেরাই পোস্টার ছিঁড়ে এইসব করছে । শহরের বিভিন্ন এলাকায় আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে বিরোধীরা । সেখানে তাদের ফ্ল্যাগ লাগিয়েছে । তাই আজ আমরা থানায় অভিযোগ করেছি ।"

Intro:রাতের অন্ধকারে বাম বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ল দুস্কৃতিরা, অভিযোগের তির তৃণমূলের দিকে।।

বালুরঘাট, ২১ এপ্রিল: রাতের অন্ধকারে বালুরঘাট শহরের যুবশ্রী মোড় এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে তা নর্দমায় ফেলে দিল দুষ্কৃতিরা। অন্য দিকে বিজেপি নয় বামফ্রন্টেরও বেশ কয়েক জায়গায় দলীয় ফ্ল্যাগ ফেস্টুন, পতাকা ছেঁড়া ও বামেদের দলীয় কার্যালয়ে তৃণমূলের ফ্ল্যাগ লাগানোর অভিযোগ দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় দু’ক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। এদিকে ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে বাম ও বিজেপি। যদিও ঘটনার কথা অস্বীকার তৃণমূলের। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের।

জানা গেছে, রবিবার শহরের যুবশ্রী মোড় এলাকার বিভিন্ন জায়গায় লাগানো বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে তা নর্দমায় ফেলে দেওয়া হয়। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। আরএসপি তরফ অভিযোগ করে বলা হয় তাদের সাধনা মোড়ের জেলা দফতরের পতাকা গায়েব করে দেওয়া হয়েছে এবং শহরের ১০ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে সমস্ত পতাকা সরিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও ১০ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে বড় বড় ফ্লেক্স। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

এবিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান, এই ঘটনা কারা করেছে তা পরিস্থিতি দেখেই আঁচ করতে পারছেন সবাই। তিনি অভিযোগ করেন এই এলাকায় তাদের একাধিক ফ্ল্যাগ ফ্লেক্স লাগানো ছিল, যা রাতারাতি উদ্দেশ্য প্রনোদিত ভাবে শুধু তাদের টাই ছেঁড়া হয়েছে, বাকি দল গুলোর সব ঠিকঠাক রয়েছে, একি ভাবে ছেঁড়া হয়েছে বিজেপির ক্যাম্প অফিসও যা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ঘটনার উপযুক্ত ব্যাবস্থার দাবী করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

অন্য দিকে তৃণমূল শহর কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদার বলেন, ভোটের আগে বিরোধীরা মিলিত ভাবে গিমিক সৃষ্টি করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। গতকাল রাতে শহরের কেন্দ্রস্থল ডানলোপ মোর থেকে সাড়ে তিন নম্বর পর্যন্ত আমাদের প্রচুর পতাকা ও ফ্লেক্স গায়েব করা হয়েছে। এগুলো বিজেপি ও বামেরা হাতে হাত মিলিয়ে করছে বলে আমাদের বিশ্বাস। আমরা এই নিয়ে অভিযোগ জানিয়েছে।Body:BalurghatConclusion:Balurghat
Last Updated : Apr 21, 2019, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.