বালুরঘাট, 18 মার্চ : জাতীয় সড়কে নাকাচেকিং করে একটি বাসে তল্লাশি চালিয়ে তিন জন মহিলার কাছ থেকে 18 কেজি গাজা আটক করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের তালতলা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের উপর। গাজা উদ্ধার করার পাশাপাশি ওই তিন মহিলাদের আটক করে পতিরাম থানায় পুলিশ।
প্রসঙ্গত বুধবার জেলার বালুরঘাট থানা 22 কেজি গাজা উদ্ধার করেছিল। এদিন ফের জেলায় গাজা উদ্ধার হয় । হঠাৎ করে গাজা পাচারকারীরা এই জেলাকে করিডর হিসেবে ব্যবহ্যার করতে চাইছে বলে মনে করছে পুলিশ। এদিন যে তিনজন মহিলাকে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ । তাদের মধ্যে রীতা বর্মন ও শেফালী মহন্ত দুজনের বাড়ি হিলি থানার বালুপাড়া এলাকায় । অন্যজন হলেন হিলি থানার ত্রিমোহিনীর বাসিন্দা অষ্টমী সরকার। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ।
আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভাইপোর হাতে খুন কাকী ? দেহ উদ্ধারের পর তদন্তে পুলিশ
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ''পতিরামে নাকাচেকিং করে একটি বাস থেকে তল্লাশি চালিয়ে 18 কেজি গাজা সহ তিনজন মহিলাকে আটক করেছে পুলিশ । এদিন ওই তিন মহিলাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।" তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন ।