ETV Bharat / state

কুমারগঞ্জ গণধর্ষণে গ্রেপ্তার প্রেমিক-সহ 3 - দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে দেওয়া হল যুবতির দেহ ৷ গত মাসে হায়দরাবাদেও ঠিক একইভাবে উদ্ধার হয়েছিল এক যুবতির দেহ ৷ তাঁকেও গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ রাজ্যে হায়দরাবাদ গণধর্ষণের পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ দিনাজপুরবাসী ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷ 24 ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ ৷

ধৃত তিন
ধৃত তিন
author img

By

Published : Jan 7, 2020, 9:23 PM IST

কুমারগঞ্জ, 7 জানুয়ারি : কুমারগঞ্জে গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গতরাতেই কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মহাবুর মিঞা, গৌতম বর্মণ, ও পঙ্কজ বর্মণকে গ্রেপ্তার করেছে ৷ তিনজনেরই বয়স 22-24-এর মধ্যে ৷ কালভার্টের নিচ থেকে শিয়াল-কুকুর ওই কিশোরীর দেহ টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে এসেছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ ঘটনার প্রতিবাদে গাজোল হিলি 512 নম্বর জাতীয় সড়কের ফুলবাড়িতে পথ অবরোধ করে ৷ বিক্ষোভ দেখায় পড়ুয়া ও ক্ষুব্ধ স্থানীয়রা ৷

আরও পড়ুন : হায়দরাবাদের ছায়া কুমারগঞ্জে, কালভার্টে উদ্ধার অর্ধদগ্ধ নারীদেহ

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে পঙ্কজ ওই যুবতির প্রেমিক ছিল ৷ তারা স্বীকার করে ওই যুবতিকে ধর্ষণ করে খুনের পর তার গায়ে আগুন লাগিয়ে দেয় ৷ আজ ধৃত তিনজনকেই বালুরঘাট জেলা আদলতে তোলে পুলিশ ৷ তবে, আদালতের কোনও আইনজীবীই তাদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দেন ৷ অন্যদিকে, পুলিশ মর্গে যান তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব ৷ মালদা রেঞ্জের DIG প্রসূণ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থান পরিদর্শনে যান ৷

আরও পড়ুন : কুমারগঞ্জে কিশোরী খুনের ঘটনায় আটক 2, তৃতীয়জনের খোঁজে পুলিশ

বালুরঘাট আদালতের আইনজীবী অমরনাথ ঘোষ বলেন, গতকাল কুমারগঞ্জে যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ ঘটনায় ধৃত তিনজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে আইনজীবীরা তাদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দেন ৷ বিষয়টি বার অ্যাসোসিয়েশনকে লিখিতভাবেও জানানো হয়েছে বলেও জানান তিনি ৷ ঘটনাটি নিয়ে রাজনৈতিক ফায়দা যাতে না তোলা হয়, সে দিকে নজর রাখতে অনুরোধ করেছেন অর্পিতা ঘোষ ৷ বলেন, "বিষয়টি মানবিকতার সঙ্গে দেখা উচিত ৷ রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ কেউ ঝাঁপিয়ে পড়তে পারেন ৷ তবে, এখানে রাজনীতি ভুলে সকলকে পরিবারের পাশে দাঁড়ানো উচিত ৷"

কুমারগঞ্জ, 7 জানুয়ারি : কুমারগঞ্জে গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গতরাতেই কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মহাবুর মিঞা, গৌতম বর্মণ, ও পঙ্কজ বর্মণকে গ্রেপ্তার করেছে ৷ তিনজনেরই বয়স 22-24-এর মধ্যে ৷ কালভার্টের নিচ থেকে শিয়াল-কুকুর ওই কিশোরীর দেহ টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে এসেছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ ঘটনার প্রতিবাদে গাজোল হিলি 512 নম্বর জাতীয় সড়কের ফুলবাড়িতে পথ অবরোধ করে ৷ বিক্ষোভ দেখায় পড়ুয়া ও ক্ষুব্ধ স্থানীয়রা ৷

আরও পড়ুন : হায়দরাবাদের ছায়া কুমারগঞ্জে, কালভার্টে উদ্ধার অর্ধদগ্ধ নারীদেহ

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে পঙ্কজ ওই যুবতির প্রেমিক ছিল ৷ তারা স্বীকার করে ওই যুবতিকে ধর্ষণ করে খুনের পর তার গায়ে আগুন লাগিয়ে দেয় ৷ আজ ধৃত তিনজনকেই বালুরঘাট জেলা আদলতে তোলে পুলিশ ৷ তবে, আদালতের কোনও আইনজীবীই তাদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দেন ৷ অন্যদিকে, পুলিশ মর্গে যান তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব ৷ মালদা রেঞ্জের DIG প্রসূণ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থান পরিদর্শনে যান ৷

আরও পড়ুন : কুমারগঞ্জে কিশোরী খুনের ঘটনায় আটক 2, তৃতীয়জনের খোঁজে পুলিশ

বালুরঘাট আদালতের আইনজীবী অমরনাথ ঘোষ বলেন, গতকাল কুমারগঞ্জে যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ ঘটনায় ধৃত তিনজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে আইনজীবীরা তাদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দেন ৷ বিষয়টি বার অ্যাসোসিয়েশনকে লিখিতভাবেও জানানো হয়েছে বলেও জানান তিনি ৷ ঘটনাটি নিয়ে রাজনৈতিক ফায়দা যাতে না তোলা হয়, সে দিকে নজর রাখতে অনুরোধ করেছেন অর্পিতা ঘোষ ৷ বলেন, "বিষয়টি মানবিকতার সঙ্গে দেখা উচিত ৷ রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ কেউ ঝাঁপিয়ে পড়তে পারেন ৷ তবে, এখানে রাজনীতি ভুলে সকলকে পরিবারের পাশে দাঁড়ানো উচিত ৷"

Intro:কুমারগঞ্জে যুবতিকে ধর্ষণ করে খুন করার ঘটনায় ৩ জনকে তোলা হল আদালতে, বালুরঘাটে অভিযুক্তদের হয়ে আইনজীবীরা লড়লেন না কোন মামলা।।

কুমারগঞ্জ, ৭ জানুয়ারি: কুমারগঞ্জ থানার সাফানগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকায় যুবতীকে নৃশংসভাবে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তিনজন মহাবুর মিয়াঁ(২৩), গৌতম বর্মণ(২৪) ও পঙ্কজ বর্মণকে(২২) গ্রেফতার করে। ধৃতদের মধ্যে পঙ্কজ ও গৌতমের বাড়ি তপনে ও মহাবুরের বাড়ি গঙ্গারামপুরের পঞ্চগ্রামে। ধৃতদের মধ্যে পঙ্কজ যুবতির প্রেমিক বলে জানা গেছে। ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে ওই যুবতিকে ধর্ষণ করে খুন করে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। ধৃতদের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে।

আজ ধৃত তিনজনকে পুলিশ বালুরঘাট জেলা আদালতে তোলে। এদিকে অভিযুক্ত তিনজন বা এই মামলার সঙ্গে যুক্তদের হয়ে বালুরঘাট আদালতের আইনজীবীরা কোন মামলা লড়বেন না বলে সাফ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তা বলয় মধ্য দিয়ে অভিযুক্ত তিনজনকে বালুরঘাট জেলা আদালতের তোলে পুলিশ। এদিকে আজ বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শুরু হয়। পুলিশ মর্গে যান তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ সহ অন্যান্য জেলাতেও নেতৃত্বরা। বিষয়টি খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে এই ঘটনায় আজ সকাল থেকে গাজোল হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ীতে পথরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক পড়ুয়া ও ক্ষুব্ধ জনতা। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। তারপর শুরু হয় যান চলাচল।  লএদিন কুমারগঞ্জ থানা ও ওই এলাকায় যান মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি। 

প্রসঙ্গত, সাফানগর থেকে গঙ্গারামপুরের অশোক গ্রাম যাওয়ার রাস্তার মাঝখানে বিশাল ফাঁকা মাঠ রয়েছে। সেই ফাঁকা মাঠের একটি কালভার্টের নিচে অজ্ঞাত এক কিশোরীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় গতকাল। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। কালভার্টের নিচে আগুন ধরিয়ে দেওয়া হলেও রাতের অন্ধকারে কুকুর শিয়াল দেহটি কালভার্টের বাইরে বের করে নিয়ে আসে। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানার পুলিশকে। পরে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। মৃত কিশোরীর বাড়ি গঙ্গারামপুরে পঞ্চগ্রামে বলে জানতে পারে পুলিশ।

এবিষয়ে বালুরঘাট আদালতের আইনজীবী অমরনাথ ঘোষ জানান, গতকাল কুমারগঞ্জে এক যুবতীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। সে ঘটনায় আজ অভিযুক্ত তিনজনকে বালুরঘাট জেলা জেলা আদালতে তোলা হয়েছে। তারা ঠিক করেছেন অভিযুক্ত তিনজন বা এই মামলার সঙ্গে যুক্ত কারো হয়েই তারা মামলা লড়বেন না। এই বিষয়টি বার অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে জানিয়েছেন। 

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, বিষয়টি মানবিকতার দিক থেকে দেখা উচিত। রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ কেউ ঝাঁপিয়ে পড়তে পারেন। তবে এখানে রাজনীতি ভুলে সকলকে পরিবারের পাশে দাঁড়ানো উচিত। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তা পুলিশ সুপারও ডিআইজির মুখে শুনেছেন তিনি বলে জানান। Body:Kumarganj Conclusion:Kumarganj
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.