কুমারগঞ্জ, 7 জানুয়ারি : কুমারগঞ্জে গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গতরাতেই কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মহাবুর মিঞা, গৌতম বর্মণ, ও পঙ্কজ বর্মণকে গ্রেপ্তার করেছে ৷ তিনজনেরই বয়স 22-24-এর মধ্যে ৷ কালভার্টের নিচ থেকে শিয়াল-কুকুর ওই কিশোরীর দেহ টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে এসেছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ ঘটনার প্রতিবাদে গাজোল হিলি 512 নম্বর জাতীয় সড়কের ফুলবাড়িতে পথ অবরোধ করে ৷ বিক্ষোভ দেখায় পড়ুয়া ও ক্ষুব্ধ স্থানীয়রা ৷
আরও পড়ুন : হায়দরাবাদের ছায়া কুমারগঞ্জে, কালভার্টে উদ্ধার অর্ধদগ্ধ নারীদেহ
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে পঙ্কজ ওই যুবতির প্রেমিক ছিল ৷ তারা স্বীকার করে ওই যুবতিকে ধর্ষণ করে খুনের পর তার গায়ে আগুন লাগিয়ে দেয় ৷ আজ ধৃত তিনজনকেই বালুরঘাট জেলা আদলতে তোলে পুলিশ ৷ তবে, আদালতের কোনও আইনজীবীই তাদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দেন ৷ অন্যদিকে, পুলিশ মর্গে যান তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব ৷ মালদা রেঞ্জের DIG প্রসূণ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থান পরিদর্শনে যান ৷
আরও পড়ুন : কুমারগঞ্জে কিশোরী খুনের ঘটনায় আটক 2, তৃতীয়জনের খোঁজে পুলিশ
বালুরঘাট আদালতের আইনজীবী অমরনাথ ঘোষ বলেন, গতকাল কুমারগঞ্জে যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ ঘটনায় ধৃত তিনজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে আইনজীবীরা তাদের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়ে দেন ৷ বিষয়টি বার অ্যাসোসিয়েশনকে লিখিতভাবেও জানানো হয়েছে বলেও জানান তিনি ৷ ঘটনাটি নিয়ে রাজনৈতিক ফায়দা যাতে না তোলা হয়, সে দিকে নজর রাখতে অনুরোধ করেছেন অর্পিতা ঘোষ ৷ বলেন, "বিষয়টি মানবিকতার সঙ্গে দেখা উচিত ৷ রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ কেউ ঝাঁপিয়ে পড়তে পারেন ৷ তবে, এখানে রাজনীতি ভুলে সকলকে পরিবারের পাশে দাঁড়ানো উচিত ৷"