ETV Bharat / state

"হার জিত তো আছেই", পরাজয়ের পর বলছেন অর্পিতা

দেশের জন্য BJP-র উত্থানকে হিটলারের জার্মানির সঙ্গে তুলনা করলেন অর্পিতা ঘোষ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 24, 2019, 4:21 AM IST

Updated : May 24, 2019, 7:34 AM IST

বালুরঘাট, 24 মে : BJP প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হারার বিষয়কে পেশাদার রাজনীতিকের মতো নিচ্ছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ । প্রতিক্রিয়ায় তিনি বলেন, "হার কেমনভাবে দেখব ? হার জিত তো আছেই । গতবার আমি জিতেছিলাম, একজন হেরেছিল । এবার আমি হেরেছি, আর একজন জিতেছে ।"

নিজের হারের থেকেও দেশজুড়ে BJP-র ব্যাপক উত্থানের বিষয়টি তাঁকে বেশি ভাবাচ্ছে । একথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের জন্য BJP-র এই উত্থানকে আমি ভয়ঙ্করভাবে দেখছি । আমার মনে হয় কোথাও যেন ভুল বুঝেছে মানুষ । যেমন হিটলার জার্মানি চালিয়েছেন তারই প্রতিফলন আগামীদিনে দেখা যাবে । যা দেশের জন্য খুবই বিপজ্জনক ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

গঙ্গারামপুর, তপন, বালুরঘাটে কী সমস্যা হল ? অর্পিতা ঘোষ বলেন, "বালুরঘাটে আমাদের পঞ্চায়েত ভালো হয়নি । কিন্তু গঙ্গারামপুরে প্রায় সব কটি পঞ্চায়েত আমাদের । তারপরও কেন হার তা নিয়ে একটি পর্যালোচনার দরকার আছে । তপনের 8 টি বালুরঘাটের অঞ্চল আছে, যেখানে আমাদের লোকসান হয়েছে । এছাড়া বালুরঘাট, গঙ্গারামপুর টাউন এলাকায় আমাদের লোকসান হয়েছে ।"

রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্তর্ঘাতের কারণেই হেরেছেন অর্পিতা । এনিয়ে অর্পিতা বলেন, "এখনই কিছু বলা সম্ভব নয় । নিজেদের বসতে হবে । ঠিক কী হয়েছে তা আমাদের দেখতে হবে । শুধুমাত্র হিন্দু ভোটের একটি চোরাস্রোত বলে উড়িয়ে দিলে ভুল হবে ।"

বালুরঘাট, 24 মে : BJP প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হারার বিষয়কে পেশাদার রাজনীতিকের মতো নিচ্ছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ । প্রতিক্রিয়ায় তিনি বলেন, "হার কেমনভাবে দেখব ? হার জিত তো আছেই । গতবার আমি জিতেছিলাম, একজন হেরেছিল । এবার আমি হেরেছি, আর একজন জিতেছে ।"

নিজের হারের থেকেও দেশজুড়ে BJP-র ব্যাপক উত্থানের বিষয়টি তাঁকে বেশি ভাবাচ্ছে । একথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের জন্য BJP-র এই উত্থানকে আমি ভয়ঙ্করভাবে দেখছি । আমার মনে হয় কোথাও যেন ভুল বুঝেছে মানুষ । যেমন হিটলার জার্মানি চালিয়েছেন তারই প্রতিফলন আগামীদিনে দেখা যাবে । যা দেশের জন্য খুবই বিপজ্জনক ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

গঙ্গারামপুর, তপন, বালুরঘাটে কী সমস্যা হল ? অর্পিতা ঘোষ বলেন, "বালুরঘাটে আমাদের পঞ্চায়েত ভালো হয়নি । কিন্তু গঙ্গারামপুরে প্রায় সব কটি পঞ্চায়েত আমাদের । তারপরও কেন হার তা নিয়ে একটি পর্যালোচনার দরকার আছে । তপনের 8 টি বালুরঘাটের অঞ্চল আছে, যেখানে আমাদের লোকসান হয়েছে । এছাড়া বালুরঘাট, গঙ্গারামপুর টাউন এলাকায় আমাদের লোকসান হয়েছে ।"

রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্তর্ঘাতের কারণেই হেরেছেন অর্পিতা । এনিয়ে অর্পিতা বলেন, "এখনই কিছু বলা সম্ভব নয় । নিজেদের বসতে হবে । ঠিক কী হয়েছে তা আমাদের দেখতে হবে । শুধুমাত্র হিন্দু ভোটের একটি চোরাস্রোত বলে উড়িয়ে দিলে ভুল হবে ।"

Intro:ত্রিস্তরীয় পঞ্চায়েতে তৃণমূলের পরও গঙ্গারামপুর থেকে এত কম লিড কেন? জেলা সভাপতির সঙ্গে বিশ্লেষণ শুরু তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।।

বালুরঘাট, ২৩ মে: প্রথম থেকে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এগিয়ে থাকলেও শেষে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ভোটে জয়ী হন। হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়জয়কার হল বিজেপির। তবে এই হারের পেছনে নাম না করে, জেলা সভাপতি বিপ্লব মিত্রকে পরোক্ষে দায়ী করেছেন অর্পিতা।

জানা গেছে, তৃণমূলের থেকে এবার প্রায় ৩৩ হাজার ৫৫৫ ভোটে বালুরঘাট লোকসভায় জয়ী হয় বিজেপি। গতবার এখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছিলেন ৪ লক্ষ ৯ হাজার ৬৪১ টি। দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছিল ৩ লক্ষ ২ হাজার ৬৭৭। সেবার তৃতীয়তে থাকা বিজেপি ভোট পায় ২ লক্ষ ২৪ হাজার ১৪ এবং চতূর্থ স্থানে থাকা কংগ্রেসের ভোট ছিল ৮০ হাজার ৭১৫ টি। এবার তৃণমূল প্রায় সওয়া চার লক্ষ ভোট পেয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছিল বটে। কিন্তু গতবারে দ্বিতীয় স্থানে থাকা বামেদের সেই ভোট ব্যাঙ্ক এক লক্ষর কোটা পূরণে ব্যর্থ। সেই জায়গায় বিজেপির ভোট বেড়ে এবার প্রায় সাড়ে চার লক্ষর উপড়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। কিন্তু এই হার নিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বিশ্লেষন শুরু করেছে। কেননা, বালুরঘাট, গঙ্গারামপুর তপন বিধানসভা এলাকাগুলি থেকে ভোট পেয়েছেন অনেক কম। ইটাহার, হরিরামপুর এবং কুমারগঞ্জ থেকে তাকে এগিয়ে নিয়ে গেছে। বালুরঘাটে ডাউন প্রায় ৩৮ হাজার ভোটে। গঙ্গারামপুরে ২২ হাজার ভোটে। দলের জেলা সভাপতির এলাকা থেকে ডাউন হবেন তা নিয়ে আক্ষেপ দেখা গেছে অর্পিতার। গণনা কেন্দ্র থেকেই সে নিয়ে তাকে বারবার ফোন করতে দেখা যায় বিপ্লব মিত্রকে। কেমন করে ওই এলাকা থেকে ভোট কমে গেছে তার প্রশ্ন তুলে ধরেন তিনি।

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, বালুরঘাটে ডাউন থাকবেন সেটা জানতেন। কিন্তু এতটা কম ভোট পাবেন তা ভাবতে পারেননি। গঙ্গারামপুর থেকে গতবার ২০ হাজারের বেশি ভোটে লিড ছিল। এবার সেখানে ডাউন ২২ হাজারের বেশি ভোটে। তিনি বলেন, প্রথম দিকে প্রার্থী হওয়া নিয়ে গঙ্গারামপুর থেকে তার বিরোধীতা হয়েছিল। সেটা একটা প্রভাব ফেলেছে। এই হার নিয়ে দলীয় ভাবে বিশ্লেষণ হবে। কি কারণে এমনটা হয়েছে তা বেরিয়ে আসবে। কেউ ছাড় পাবেনা দলীয়ভাবে।

এদিকে বিজেপির নির্বাচিত প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, তার এই জয় নিশ্চিত ছিল। আরো বেশি ভোটে জিতবেন বলে আশা করেছিলেন। তবে তৃণমূলের গোষ্ঠী সমস্যা কিনা সেটা তাদের ব্যাপার। মানুষ তৃণমূলের সাথে নেই এটা অনেক আগেই বুঝেছেন। পঞ্চায়েত ভোটে তার প্রমান পেয়েছেন।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : May 24, 2019, 7:34 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.