ETV Bharat / state

বালুরঘাটে চাঁদা তুলে রাস্তা মেরামতি গ্রামবাসীর - বালুরঘাট জলঘর গ্রাম পঞ্চায়েত

প্রশাসনের উপর ভরসা নেই, তাই বর্ষার আগে নিজেরাই চাঁদা তুলে হিমপাইপ বসিয়ে রাস্তা মেরামতি করল গ্রামের লোকজন। আজ বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগরে এক সমাজসেবীর উদ্যোগে রাস্তা মেরামতির কাজ সম্পন্ন করে গ্রামবাসী।

বালুরঘাটে রাস্তা মেরামতি
বালুরঘাটে রাস্তা মেরামতির কাজে গ্রামবাসীরা
author img

By

Published : Jun 9, 2020, 12:04 PM IST

বালুরঘাট, 9 জুন : দোরগোড়ায় বর্ষা। বেহাল রাস্তার জন্য ফের নরকযন্ত্রণায় ভুগতে হবে। তাই এবার প্রশাসনের উপর ভরসা না করে চাঁদা তুলে গ্রামের একমাত্র রাস্তা মেরামতির কাজ শুরু করল স্থানীয় বাসিন্দারা । আজ সকাল থেকে রাস্তার উপর হিমপাইপ বসিয়ে মাটি দিয়ে রাস্তা মেরামতি করে তারা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকার।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছিল জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর, চককাশি, রাধানগর, গুপিনগর এলাকার বাসিন্দারা। বালুরঘাট শহরে বা হাটে-বাজারে যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। তাই বাধ্য হয়ে এই এলাকার মানুষদের ঘুর পথে দুই থেকে তিন কিলোমিটার বাড়তি রাস্তায় যাতায়াত করতে হয়। এছাড়াও রাস্তায় থাকা কাশিয়াখাঁড়ির উপর রয়েছে একটি অস্থায়ী বাঁশের সাঁকো। তাতে চলাচলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা এবং বর্ষার সময় জল বেড়ে গেলে নৌকাপথে চলাচল করতে হয় গ্রামবাসীদের। অন্যদিকে কুয়ারণ এলাকা দিয়ে যোগাযোগের রাস্তাটিও বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামতি করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। পাকা রাস্তা তো দূরের কথা। সামনেই বর্ষা। এর ফলে যাতায়াত করা আরও অসুবিধা হবে। তাই বাধ্য হয়ে এদিন এলাকার সমাজসেবী কনক মণ্ডলের উদ্যোগে গঙ্গাসাগরের বাসিন্দারা নিজেরাই রাস্তা মেরামত করে। কুয়ারন এলাকার একটি ডোবায় হিমপাইপ বসিয়ে ট্রাক্টরে করে মাটি ফেলে রাস্তা মেরামত করা হয়।

এদিকে রাস্তা হওয়ায় সংযুক্ত হল জলঘর ও চকভৃগু দুটি গ্রাম পঞ্চায়েত। নতুন রাস্তা তৈরির ফলে চলাচলে তিন কিলোমিটার রাস্তা কমে যাওয়ায় খুশি এলাকার পাঁচটি গ্রামের মানুষ।

এবিষয়ে সমাজসেবী কনক মণ্ডল জানান, ''বেহাল রাস্তার জন্য অনেকটা ঘুরে বালুরঘাট শহরে বা অন্য জায়গায় যেতে হত। বেহাল রাস্তা মেরামতির জন্য তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। অবশেষে এদিন তিনি চাঁদা তুলে নfচু জায়গায় হিমপাইপ বসিয়ে রাস্তা মেরামতি করেন। রাস্তা মেরামতিতে গ্রামবাসীরা হাত লাগান। বেহাল জায়গায় হিমপাইপ বসিয়ে দুটো এলাকাকে যুক্ত করা হয়েছে। এর ফলে এলাকাবাসীর সুবিধা হবে।''

স্থানীয় বাসিন্দা মায়া রায় বলেন, ''বর্ষা আসছে। এর ফলে রাস্তা দিয়ে আর চলাচল করা যেত না। কারণ রাস্তার উপর দিয়ে জল যেত। এর ফলে অনেকটা ঘুরে তাদের যাতায়াত করতে হত। রাস্তাটি মেরামত করার ফলে সকলের সুবিধা হল।’ অন্যদিকে এবিষয়ে বালুরঘাটের BDO অনুজ শিকদার জানান, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি জানাতে পারবেন।''

বালুরঘাট, 9 জুন : দোরগোড়ায় বর্ষা। বেহাল রাস্তার জন্য ফের নরকযন্ত্রণায় ভুগতে হবে। তাই এবার প্রশাসনের উপর ভরসা না করে চাঁদা তুলে গ্রামের একমাত্র রাস্তা মেরামতির কাজ শুরু করল স্থানীয় বাসিন্দারা । আজ সকাল থেকে রাস্তার উপর হিমপাইপ বসিয়ে মাটি দিয়ে রাস্তা মেরামতি করে তারা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকার।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছিল জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর, চককাশি, রাধানগর, গুপিনগর এলাকার বাসিন্দারা। বালুরঘাট শহরে বা হাটে-বাজারে যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। তাই বাধ্য হয়ে এই এলাকার মানুষদের ঘুর পথে দুই থেকে তিন কিলোমিটার বাড়তি রাস্তায় যাতায়াত করতে হয়। এছাড়াও রাস্তায় থাকা কাশিয়াখাঁড়ির উপর রয়েছে একটি অস্থায়ী বাঁশের সাঁকো। তাতে চলাচলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা এবং বর্ষার সময় জল বেড়ে গেলে নৌকাপথে চলাচল করতে হয় গ্রামবাসীদের। অন্যদিকে কুয়ারণ এলাকা দিয়ে যোগাযোগের রাস্তাটিও বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামতি করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। পাকা রাস্তা তো দূরের কথা। সামনেই বর্ষা। এর ফলে যাতায়াত করা আরও অসুবিধা হবে। তাই বাধ্য হয়ে এদিন এলাকার সমাজসেবী কনক মণ্ডলের উদ্যোগে গঙ্গাসাগরের বাসিন্দারা নিজেরাই রাস্তা মেরামত করে। কুয়ারন এলাকার একটি ডোবায় হিমপাইপ বসিয়ে ট্রাক্টরে করে মাটি ফেলে রাস্তা মেরামত করা হয়।

এদিকে রাস্তা হওয়ায় সংযুক্ত হল জলঘর ও চকভৃগু দুটি গ্রাম পঞ্চায়েত। নতুন রাস্তা তৈরির ফলে চলাচলে তিন কিলোমিটার রাস্তা কমে যাওয়ায় খুশি এলাকার পাঁচটি গ্রামের মানুষ।

এবিষয়ে সমাজসেবী কনক মণ্ডল জানান, ''বেহাল রাস্তার জন্য অনেকটা ঘুরে বালুরঘাট শহরে বা অন্য জায়গায় যেতে হত। বেহাল রাস্তা মেরামতির জন্য তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। অবশেষে এদিন তিনি চাঁদা তুলে নfচু জায়গায় হিমপাইপ বসিয়ে রাস্তা মেরামতি করেন। রাস্তা মেরামতিতে গ্রামবাসীরা হাত লাগান। বেহাল জায়গায় হিমপাইপ বসিয়ে দুটো এলাকাকে যুক্ত করা হয়েছে। এর ফলে এলাকাবাসীর সুবিধা হবে।''

স্থানীয় বাসিন্দা মায়া রায় বলেন, ''বর্ষা আসছে। এর ফলে রাস্তা দিয়ে আর চলাচল করা যেত না। কারণ রাস্তার উপর দিয়ে জল যেত। এর ফলে অনেকটা ঘুরে তাদের যাতায়াত করতে হত। রাস্তাটি মেরামত করার ফলে সকলের সুবিধা হল।’ অন্যদিকে এবিষয়ে বালুরঘাটের BDO অনুজ শিকদার জানান, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি জানাতে পারবেন।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.