ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর অসন্তোষের পরেই অচলাবস্থা কাটাতে বৈঠক জেলা প্রশাসনের - The South Dinajpur district administration held meeting in Zilla Parishad Office

গতকাল গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার রিপোর্ট কার্ড খুবই খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলাশাসককে দ্রুত উন্নয়নের কাজ শুরু করে প্রতিমাসে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন । তারপরেই আজ জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিজ্ঞা সহ মোট ১৩ জন সদস্য ।

জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে তড়িঘড়ি বৈঠক জেলা প্রশাসনের
author img

By

Published : Nov 20, 2019, 8:12 PM IST

Updated : Nov 20, 2019, 8:17 PM IST

বালুরঘাট, 20 নভেম্বর : জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ আজ বৈঠকটি হয় জেলাশাসকের দপ্তরে ৷ সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ জেলা পরিষদের 13 জন সদস্য ৷ এছাড়া ছিলেন মেন্টর শুভাশিস পাল ও বালুরঘাট পৌরসভার প্রশাসক শংকর চক্রবর্তী ৷ জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে থাকা টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷

গতকাল গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার রিপোর্ট কার্ড খুবই খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলাশাসককে দ্রুত উন্নয়নের কাজ শুরু করে প্রতিমাসে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন । তারপরেই আজ জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিজ্ঞা সহ মোট ১৩ জন সদস্য । যদিও বৈঠকে ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ 5 BJP সদস্য । জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে রয়েছে প্রায় 27 কোটি টাকা । সেই টাকা কিভাবে খরচ করা যায় তা নিয়ে আলোচনা হয় ।

বৈঠকের পর শুভাশিস পাল ও ললিতা টিজ্ঞা জানান, এক সপ্তাহের মধ্যে বিভিন্ন কাজের টেন্ডার ছাড়া হবে । জেলা পরিষদের 13 কোটি টাকা ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 14 কোটি টাকা পড়ে রয়েছে । সেই টাকায় কাজ শুরু করা হবে ৷ অন্যদিকে, বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে BJP সদস্য তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া জানান, তাঁদের আজকের বৈঠকে ডাকা হয়নি । আগামী দিনে বৈঠকে ডাকলে তাঁরা যোগ দেবেন । তিনি বলেন, "জেলা পরিষদে অচলাবস্থা তৈরি করেছে শাসকদল । ইচ্ছে করে আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না ।"

অর্পিতা ঘোষ বলেন, "আজকের বৈঠকে অনেকটা সমস্যা কেটেছে । আটকে থাকা 40 টি কাজ দ্রুত শুরু হবে । জেলা প্রশাসনের গড়িমসির জন্যই জেলা পরিষদের কাজ থমকে ছিল । সাত দিনের মধ্যে জেলা পরিষদের আটকে থাকা সব কাজ শুরু হবে ৷"

বালুরঘাট, 20 নভেম্বর : জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ আজ বৈঠকটি হয় জেলাশাসকের দপ্তরে ৷ সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ জেলা পরিষদের 13 জন সদস্য ৷ এছাড়া ছিলেন মেন্টর শুভাশিস পাল ও বালুরঘাট পৌরসভার প্রশাসক শংকর চক্রবর্তী ৷ জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে থাকা টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷

গতকাল গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার রিপোর্ট কার্ড খুবই খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলাশাসককে দ্রুত উন্নয়নের কাজ শুরু করে প্রতিমাসে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন । তারপরেই আজ জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিজ্ঞা সহ মোট ১৩ জন সদস্য । যদিও বৈঠকে ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ 5 BJP সদস্য । জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে রয়েছে প্রায় 27 কোটি টাকা । সেই টাকা কিভাবে খরচ করা যায় তা নিয়ে আলোচনা হয় ।

বৈঠকের পর শুভাশিস পাল ও ললিতা টিজ্ঞা জানান, এক সপ্তাহের মধ্যে বিভিন্ন কাজের টেন্ডার ছাড়া হবে । জেলা পরিষদের 13 কোটি টাকা ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 14 কোটি টাকা পড়ে রয়েছে । সেই টাকায় কাজ শুরু করা হবে ৷ অন্যদিকে, বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে BJP সদস্য তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া জানান, তাঁদের আজকের বৈঠকে ডাকা হয়নি । আগামী দিনে বৈঠকে ডাকলে তাঁরা যোগ দেবেন । তিনি বলেন, "জেলা পরিষদে অচলাবস্থা তৈরি করেছে শাসকদল । ইচ্ছে করে আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না ।"

অর্পিতা ঘোষ বলেন, "আজকের বৈঠকে অনেকটা সমস্যা কেটেছে । আটকে থাকা 40 টি কাজ দ্রুত শুরু হবে । জেলা প্রশাসনের গড়িমসির জন্যই জেলা পরিষদের কাজ থমকে ছিল । সাত দিনের মধ্যে জেলা পরিষদের আটকে থাকা সব কাজ শুরু হবে ৷"

Intro:মুখ্যমন্ত্রীর নির্দেশ, জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে তড়িঘড়ি বৈঠকে বসল জেলা প্রশাসন।। 

বালুরঘাট, ২০ নভেম্বর: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুধবার তড়িঘড়ি জেলা পরিষদের ১৩ জন সদস্য সহ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষকে নিয়ে বৈঠক করেন জেলাশাসক নিখিল নির্মল। এদিন জেলা শাসকের দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে জেলা পরিষদের সদস্য ছাড়াও মেন্টর শুভাশিস পাল বালুরঘাট পৌরসভার প্রশাসক শংকর চক্রবর্তী উপস্থিত ছিলেন। জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে পড়ে থাকা টাকা কি করে উন্নয়নের কাজে ব্যবহার করা যায় তা নিয়েই মূলত এদিনের বৈঠক। 

প্রসঙ্গত, গতকাল গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার রিপোর্ট কার্ড খুবই খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্রুত উন্নয়ন মূলক কাজ শুরু করে প্রতিমাসে রিপোর্ট চেয়ে জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অচলাবস্থা কাটানোর জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। যারা কাজ করাতে চায় তাদের নিয়ে কাজ করার কথা বলেন। এর পরই তড়িঘড়ি এদিন জেলা শাসক দপ্তরে বৈঠকে বসেন জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিজ্ঞা সহ মোট ১৩ জন সদস্য। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ মেন্টর শুভাশিস পাল ও শংকর চক্রবর্তী। যদিও এ দিনের বৈঠকে হাজির ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ পাঁচ বিজেপি সদস্য। জেলা পরিষদের বিভিন্ন পান্ডে পড়ে থাকা প্রায় ২৭ কোটি টাকা কিভাবে খরচ করা যায় তা নিয়ে আলোচনা হয়। যদিও এদিনের বৈঠকে বিরোধী কোন জেলা পরিষদ সদস্য হাজির ছিলেন না। 

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ও সহকারি সভাধিপতি ললিতা টিজ্ঞা জানান, গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন জেলা পরিষদের অচলাবস্থা কাটিয়ে বিভিন্ন কাজ শুরু করতে হবে। সেই নিয়েই আজ জেলাশাসকের দপ্তরে বৈঠক হয়। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মূলত জেলা পরিষদের ১৩ কোটি টাকা ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ১৪ কোটি টাকা পড়ে রয়েছে তার কাজ শুরু করা হবে। 

অন্যদিকে বিজেপি সদস্য তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া জানান, তাদের আজকের বৈঠকে ডাকা হয়নি। আগামী দিনের বৈঠকে ডাকলে তারা সেখানে যোগ দেবেন। তিনি আরও বলেন অচলাবস্থা তৈরি করছে বর্তমান শাসক দলই। ইচ্ছে করে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ জানান, আজকের বৈঠকে অনেকটা সমস্যা কেটে গেছে। পাশ হওয়ার পর আটকে থাকা চল্লিশটি কাজ দ্রুত শুরু হবে। জেলা প্রশাসনের গরিমসির জন্যই জেলা পরিষদের কাজ থমকে ছিল বলে তিনি জানান। আগামী সাত দিনের মধ্যে জেলার পরিষদের কাজ শুরু হবে।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Nov 20, 2019, 8:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.