ETV Bharat / state

মদ্যপ অবস্থায় ডিউটিতে পুলিশকর্মী, সরব বিরোধীরা - মন্ত্রীর সভায় ডিউটি করতে এসে মদ্যপ পুলিশকর্মী

চন্দ্রিমা ভট্টাচার্যের সভার পাশে মদ্যপ অবস্থায় পড়ে পুলিশকর্মী ৷ নিন্দার ঝড় বিভিন্ন মহলে ৷

মদ্যপ পুলিশকর্মী
মদ্যপ পুলিশকর্মী
author img

By

Published : Jan 20, 2021, 12:58 PM IST

বংশীহারী, 20 জানুয়ারি : একদিকে চলছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সভা ৷ আর সেই সভা লাগোয়া একটি স্থানে জড়ো করে রাখা তৃণমূলের দলীয় পতাকার উপর মদ্যপ ও বেহুঁশ অবস্থায় পড়ে আছেন এক পুলিশকর্মী ৷ এক দু'বার উঠে দাঁড়ানোর চেষ্টাও করলেন । তবে লাভ হল না । যদিও ক্যামেরা দেখে তা বন্ধ করার কথা বলেন । তারপর অবস্থা বেগতিক দেখে টলতে টলতেই সেই স্থান ত্যাগ করেন তিনি ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে ।

যে পুলিশ প্রশাসনের হাতে শান্তিশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, সেই পুলিশের এই মদ্যপ অবস্থা দেখে নিন্দার ঝড় বিভিন্ন মহলে ৷ মদ্যপ ওই পুলিশকর্মীর নাম সুজিত চক্রবর্তী । বাড়ি বালুরঘাট শহরের আমবাগানপাড়া এলাকায় । তিনি বর্তমানে বালুরঘাটে কর্মরত রয়েছেন । বুনিয়াদপুর বাস স্টপে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দলীয় সভা ছিল ৷ সেখানেই তাঁর ডিউটি ছিল । কিন্তু অভিযোগ ওই পুলিশকর্মী আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিলেন । পুলিশের এমন অবস্থা দেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

বংশীহারী ব্লক বিজেপির জেলা কমিটির সদস্য সঞ্জীব দাস বলেন, ‘‘ আমি নিজেও বাসস্টপে গিয়েছিলাম ৷ দেখি এক পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ডিউটি করছেন ৷ মদ্যপ অবস্থায় কেউ রাস্তায় ঘুরলে পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে কোর্টে চালান করে । কিন্তু এখন পুলিশকে কে ধরবে । মমতা বন্দ্যোপাধ্যায় 20 টাকার পাউচ বানিয়েছেন ৷ সেই পাউচের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ।’’

মদ্যপ পুলিশকর্মীকে নিয়ে প্রতিক্রিয়া

সিপিআইএমের জেলা কমিটির সদস্য সকিরুদ্দিন আহমেদ বলেন, ‘‘ বিষয়টি খুব লজ্জার । পুলিশ এখন তৃণমূলের ক্যাডার বাহিনী হয়ে গেছে । তৃণমূলের পতাকার উপরে পুলিশকর্মী উর্দি পরে পড়ে আছে ৷ তৃণমূল পুলিশকে দলদাসে পরিণত করেছে ।

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, ‘‘বুনিয়াদপুরে রাস্তায় কোনও পুলিশকর্মী ডিউটি করতে এসে এভাবে পড়ে রয়েছে, তা আমার জানা নেই ৷ আমি বিষয়টি খোঁজ নিচ্ছি ।’’

বংশীহারী, 20 জানুয়ারি : একদিকে চলছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সভা ৷ আর সেই সভা লাগোয়া একটি স্থানে জড়ো করে রাখা তৃণমূলের দলীয় পতাকার উপর মদ্যপ ও বেহুঁশ অবস্থায় পড়ে আছেন এক পুলিশকর্মী ৷ এক দু'বার উঠে দাঁড়ানোর চেষ্টাও করলেন । তবে লাভ হল না । যদিও ক্যামেরা দেখে তা বন্ধ করার কথা বলেন । তারপর অবস্থা বেগতিক দেখে টলতে টলতেই সেই স্থান ত্যাগ করেন তিনি ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে ।

যে পুলিশ প্রশাসনের হাতে শান্তিশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, সেই পুলিশের এই মদ্যপ অবস্থা দেখে নিন্দার ঝড় বিভিন্ন মহলে ৷ মদ্যপ ওই পুলিশকর্মীর নাম সুজিত চক্রবর্তী । বাড়ি বালুরঘাট শহরের আমবাগানপাড়া এলাকায় । তিনি বর্তমানে বালুরঘাটে কর্মরত রয়েছেন । বুনিয়াদপুর বাস স্টপে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দলীয় সভা ছিল ৷ সেখানেই তাঁর ডিউটি ছিল । কিন্তু অভিযোগ ওই পুলিশকর্মী আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিলেন । পুলিশের এমন অবস্থা দেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

বংশীহারী ব্লক বিজেপির জেলা কমিটির সদস্য সঞ্জীব দাস বলেন, ‘‘ আমি নিজেও বাসস্টপে গিয়েছিলাম ৷ দেখি এক পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ডিউটি করছেন ৷ মদ্যপ অবস্থায় কেউ রাস্তায় ঘুরলে পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে কোর্টে চালান করে । কিন্তু এখন পুলিশকে কে ধরবে । মমতা বন্দ্যোপাধ্যায় 20 টাকার পাউচ বানিয়েছেন ৷ সেই পাউচের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ।’’

মদ্যপ পুলিশকর্মীকে নিয়ে প্রতিক্রিয়া

সিপিআইএমের জেলা কমিটির সদস্য সকিরুদ্দিন আহমেদ বলেন, ‘‘ বিষয়টি খুব লজ্জার । পুলিশ এখন তৃণমূলের ক্যাডার বাহিনী হয়ে গেছে । তৃণমূলের পতাকার উপরে পুলিশকর্মী উর্দি পরে পড়ে আছে ৷ তৃণমূল পুলিশকে দলদাসে পরিণত করেছে ।

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, ‘‘বুনিয়াদপুরে রাস্তায় কোনও পুলিশকর্মী ডিউটি করতে এসে এভাবে পড়ে রয়েছে, তা আমার জানা নেই ৷ আমি বিষয়টি খোঁজ নিচ্ছি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.