ETV Bharat / state

আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার পতিরামে - Atrai river

নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে গভীর জলে তলিয়ে যান কৌশিক নাথ নামে ওই ব্যবস্য়ায়ী ৷ পুলিশ সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে ৷ গতকাল ভোরে পতিরাম বিএসএফ ক্যাম্পের কাছে আত্রেয়ী নদীতে তাঁর দেহ উদ্ধার হয় ৷

The body of a trader who drowned in the Atrai river was recovered at Patiram
the body of a trader who drowned in the Atrai river was recovered at Patiram
author img

By

Published : May 28, 2021, 7:29 AM IST

বালুরঘাট , 28 মে : পতিরাম বিএসএফ ক্যাম্পের কাছে আত্রেয়ী নদীতে থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ ৷ মৃতের নাম কৌশিক নাথ (35) ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই ব্যবসায়ী । প্রথমে স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালালেও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার পুলিশ ৷ ডুবুরির সাহায্যে উদ্ধারকার্য চালালেও ওইদিন কোনও খোঁজ পাওয়া যায়নি ওই ব্যবসায়ীর ৷ গতকাল ভোরে তাঁর দেহ ভেসে ওঠে ৷

আরও পড়ুন : একদিনে সংক্রমণ কমল 3 হাজার, নিম্নগামী মৃত্যু হারও

মৃতের জামাইবাবু দুলাল সরকার জানান, নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে গভীর জলে তলিয়ে গিয়েছিলেন কৌশিক নাথ । আজ ভেসে উঠলে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ।

ইতিমধ্যেই মৃতদেহটিকে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুরো ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

বালুরঘাট , 28 মে : পতিরাম বিএসএফ ক্যাম্পের কাছে আত্রেয়ী নদীতে থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ ৷ মৃতের নাম কৌশিক নাথ (35) ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই ব্যবসায়ী । প্রথমে স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালালেও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার পুলিশ ৷ ডুবুরির সাহায্যে উদ্ধারকার্য চালালেও ওইদিন কোনও খোঁজ পাওয়া যায়নি ওই ব্যবসায়ীর ৷ গতকাল ভোরে তাঁর দেহ ভেসে ওঠে ৷

আরও পড়ুন : একদিনে সংক্রমণ কমল 3 হাজার, নিম্নগামী মৃত্যু হারও

মৃতের জামাইবাবু দুলাল সরকার জানান, নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে গভীর জলে তলিয়ে গিয়েছিলেন কৌশিক নাথ । আজ ভেসে উঠলে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ।

ইতিমধ্যেই মৃতদেহটিকে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুরো ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.