তপন, 28 মে: পথ দুর্ঘটনায় তপনের BDO-র মৃত্যুর পরেই নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন । রাজ্য সড়কের উপর যেখানে সেখানে ধান শুকানোর ঘটনায় দু'জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল তপন থানার পুলিশ । গতকাল রাতে ভগীরথ বর্মণ ও আজিজুর রহমান নামে দুই ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত ওই দু'জনকে ব্যক্তিগত বেল বন্ডে পুলিশ ছেড়েও দেয় । এদিকে রাস্তার উপর কোনওভাবেই ধান শুকানো যাবে না বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।
রবিবার দুপুরে আমতলীঘাট থেকে গাড়ি করে তপন ব্লক অফিসে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তপনের BDO ছোগেল মোক্তান তামাংয়ের । রাস্তার মধ্যে শুকানো ধানে গাড়ির চাকা পিছলে যাওয়ার জন্য পথ দুর্ঘটনাটি ঘটে । এদিকে BDO-র মৃত্যুর একদিন পরেই নড়েচড়ে বসে তপন ব্লক পুলিশ প্রশাসন। মঙ্গলবার তপন ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। মূলত যাঁরা রাস্তায় ধান শুকোচ্ছেন তাঁদেরকে সতর্ক করে পুলিশ । এদিকে পুলিশ অভিযানে নেমে গতকাল রাতে তপন থানার পাতখোলা ও নাজিরপুর থেকে ভগীরথ বর্মণ এবং আজিজুর রহমানকে গ্রেপ্তার করে । যদিও দু'জনই বিকেলে তপন থানা থেকে বেল বন্ডে ছাড়া পান । বোরো ধান কাটার পর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়কের উপর ধান শুকোছেন কৃষকরা । এদিকে রাস্তার উপর ধান শুকানোর জন্য পথ দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় । যেমনটা গত রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তপনের BDO-র। তাই রাস্তার উপর ধান শুকানো বন্ধ করতে নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ।
এই বিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানিয়েছেন, রাস্তায় ধান শুকানো বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছেন তাঁরা । সেই অভিযানেই গতকাল দু'জনকে গ্রেপ্তার করা হয় । পরে তাঁরা ব্যক্তিগত বেল বন্ডে ছাড়া পান।"
পথ দুর্ঘটনায় তপনের BDO-র মৃত্যুর পর কড়া পদক্ষেপ প্রশাসনের - BDO death
রাস্তার উপর শুকোতে দেওয়া ধানে গাড়ির চাকা পিছলে দুর্ঘটনায় মৃত্যু হয় তপনের BDO-র । এই ঘটনার পর কড়া পদক্ষেপ করল প্রশাসন । রাস্তার উপর ধান শুকোনো যাবে না বলে সাফ জানাল তারা ।
তপন, 28 মে: পথ দুর্ঘটনায় তপনের BDO-র মৃত্যুর পরেই নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন । রাজ্য সড়কের উপর যেখানে সেখানে ধান শুকানোর ঘটনায় দু'জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল তপন থানার পুলিশ । গতকাল রাতে ভগীরথ বর্মণ ও আজিজুর রহমান নামে দুই ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত ওই দু'জনকে ব্যক্তিগত বেল বন্ডে পুলিশ ছেড়েও দেয় । এদিকে রাস্তার উপর কোনওভাবেই ধান শুকানো যাবে না বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।
রবিবার দুপুরে আমতলীঘাট থেকে গাড়ি করে তপন ব্লক অফিসে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তপনের BDO ছোগেল মোক্তান তামাংয়ের । রাস্তার মধ্যে শুকানো ধানে গাড়ির চাকা পিছলে যাওয়ার জন্য পথ দুর্ঘটনাটি ঘটে । এদিকে BDO-র মৃত্যুর একদিন পরেই নড়েচড়ে বসে তপন ব্লক পুলিশ প্রশাসন। মঙ্গলবার তপন ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। মূলত যাঁরা রাস্তায় ধান শুকোচ্ছেন তাঁদেরকে সতর্ক করে পুলিশ । এদিকে পুলিশ অভিযানে নেমে গতকাল রাতে তপন থানার পাতখোলা ও নাজিরপুর থেকে ভগীরথ বর্মণ এবং আজিজুর রহমানকে গ্রেপ্তার করে । যদিও দু'জনই বিকেলে তপন থানা থেকে বেল বন্ডে ছাড়া পান । বোরো ধান কাটার পর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়কের উপর ধান শুকোছেন কৃষকরা । এদিকে রাস্তার উপর ধান শুকানোর জন্য পথ দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় । যেমনটা গত রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তপনের BDO-র। তাই রাস্তার উপর ধান শুকানো বন্ধ করতে নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ।
এই বিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানিয়েছেন, রাস্তায় ধান শুকানো বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছেন তাঁরা । সেই অভিযানেই গতকাল দু'জনকে গ্রেপ্তার করা হয় । পরে তাঁরা ব্যক্তিগত বেল বন্ডে ছাড়া পান।"