ETV Bharat / state

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আমরণ অনশন বালুরঘাট কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীদের - স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আমরণ অনশন বালুরঘাট কলেজে

রাজ্যে সাড়ে আট হাজারেরও বেশি অস্থায়ী কলেজ কর্মী রয়েছেন । দক্ষিণ দিনাজপুর এই সংখ্যাটি 100 বেশি । কোরোনা ও লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতেই গত মাস থেকে নিজেদের দাবি নিয়ে আন্দোলন শুরু করে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা ।

বালুরঘাট
বালুরঘাট
author img

By

Published : Oct 10, 2020, 7:40 PM IST

বালুরঘাট, 10 অক্টোবর: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আজ বালুরঘাট কলেজের সামনে আমরণ অনশনে বসল কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা । এদিন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ় সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার জেলার সদস্যরা বালুরঘাট কলেজে একত্রিত হয়ে অনশনে বসেন । অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ় সমিতির রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলি । যতদিন না সরকার তাদের দাবি-দাওয়া মানছেন ততদিন পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলতেই থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ।

গোটা রাজ্যে সাড়ে আট হাজারেরও বেশি অস্থায়ী কলেজ কর্মী রয়েছেন । দক্ষিণ দিনাজপুর এই সংখ্যাটি 100 বেশি । কোরোনা ও লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতেই গত মাস থেকে নিজেদের দাবি নিয়ে আন্দোলন শুরু করে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা । দাবিগুলোর মধ্যে রয়েছে 60 বছর পর্যন্ত চাকরির নিশীয়তা, বেতন বৃদ্ধি ও পিটু লাগু করা সহ একাধিক বিষয়৷ ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা । তবে এখনও কোনও ফল মেলেনি বলে অভিযোগ করেন তারা ।

এবিষয়ে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ় সমিতির রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলি বলেন, "বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন তারা । এই আন্দোলন পূর্ব মেদিনীপুর থেকে শুরু হয়েছে । ধীরে ধীরে রাজ্যের প্রতিটি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে । আজ থেকে দক্ষিণ দিনাজপুরে এই আন্দোলন শুরু হল । যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন এই অনশন চলবে ।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনওরকম সুরাহা করা হয়নি । কিছুদিন আগেই যারা কলেজের গেস্ট টিচার বা অতিথি শিক্ষক ছিলেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং স্থায়ীকরণ করা হয়েছে । মুখ্যমন্ত্রী শিক্ষকদের নিয়ে চলতে চাইছেন । কিন্তু কোনও কলেজে অস্থায়ী কর্মী ছাড়া চলবে না । কলেজের গেট খোলা থেকে সবকিছুই করে অস্থায়ী কর্মীরা। তাই তাদের দাবি না মানা হলে আমরণ অনশন চালিয়ে যাবেন । যদি তাদের মৃত্যু হয় স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন তারা ।"

বালুরঘাট, 10 অক্টোবর: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আজ বালুরঘাট কলেজের সামনে আমরণ অনশনে বসল কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা । এদিন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ় সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার জেলার সদস্যরা বালুরঘাট কলেজে একত্রিত হয়ে অনশনে বসেন । অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ় সমিতির রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলি । যতদিন না সরকার তাদের দাবি-দাওয়া মানছেন ততদিন পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলতেই থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ।

গোটা রাজ্যে সাড়ে আট হাজারেরও বেশি অস্থায়ী কলেজ কর্মী রয়েছেন । দক্ষিণ দিনাজপুর এই সংখ্যাটি 100 বেশি । কোরোনা ও লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতেই গত মাস থেকে নিজেদের দাবি নিয়ে আন্দোলন শুরু করে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা । দাবিগুলোর মধ্যে রয়েছে 60 বছর পর্যন্ত চাকরির নিশীয়তা, বেতন বৃদ্ধি ও পিটু লাগু করা সহ একাধিক বিষয়৷ ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা । তবে এখনও কোনও ফল মেলেনি বলে অভিযোগ করেন তারা ।

এবিষয়ে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ় সমিতির রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলি বলেন, "বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন তারা । এই আন্দোলন পূর্ব মেদিনীপুর থেকে শুরু হয়েছে । ধীরে ধীরে রাজ্যের প্রতিটি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে । আজ থেকে দক্ষিণ দিনাজপুরে এই আন্দোলন শুরু হল । যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন এই অনশন চলবে ।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনওরকম সুরাহা করা হয়নি । কিছুদিন আগেই যারা কলেজের গেস্ট টিচার বা অতিথি শিক্ষক ছিলেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং স্থায়ীকরণ করা হয়েছে । মুখ্যমন্ত্রী শিক্ষকদের নিয়ে চলতে চাইছেন । কিন্তু কোনও কলেজে অস্থায়ী কর্মী ছাড়া চলবে না । কলেজের গেট খোলা থেকে সবকিছুই করে অস্থায়ী কর্মীরা। তাই তাদের দাবি না মানা হলে আমরণ অনশন চালিয়ে যাবেন । যদি তাদের মৃত্যু হয় স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন তারা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.