ETV Bharat / state

Suspected Al Qaeda Terrorists Arrested ছেলের জঙ্গিযোগ মানতে নারাজ আল কায়দা সন্দেহে ধৃত আবদুর রকিবের পরিবার

আল কায়দা যোগ সন্দেহে বুধবার 24 পরগনার শাসন খড়িবাড়ি এলাকা থেকে আবদুর রকিব সরকার ও কাজি আহসানউল্লাহ নামে দুজনকে গ্রেফতার করেছে (Suspected Al Qaeda Terrorists Arrested) পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) ৷

Suspected Al Qaeda Terrorists from gangarampur
ETV Bharat
author img

By

Published : Aug 18, 2022, 6:51 PM IST

Updated : Aug 18, 2022, 7:40 PM IST

গঙ্গারামপুর, 18 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF)-এর হাতে গ্রেফতার হয়েছে আবদুর রকিব সরকার নামে এক যুবক ৷ বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার শাসন খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় (Suspected Al Qaeda Terrorists Arrest) ৷

ধৃত আবদুর রকিব সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রাম এলাকার আউশা গ্রামে । গঙ্গারামপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আউশা গ্রামেই বড় হয়ে উঠেছিল আবদুর রকিব (Suspected Al Qaeda Terrorists from Gangarampur)। তারপর কর্মসূত্র সে চলে যায় বাইরে । মাঝে মাঝে গ্রামে আসত । তার বৃদ্ধ মা, বাবা দাবি করছেন ছেলে নির্দোষ । কোনওভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে । আল-কায়েদার মতো একটি জঙ্গি সংগঠনের সঙ্গে ছেলের যোগ থাকতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না তাঁরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপদে মানুষের পাশে দাঁড়ানো বা গ্রামের বিভিন্ন কাজে এগিয়ে আসতো আবদুর রকিব ৷

ছেলের জঙ্গিযোগ মানতে নারাজ আল কায়দা সন্দেহে ধৃত আবদুর রকিবের পরিবার

আরও পড়ুন: আহসানউল্লাহর গ্রেফতারিতে হতবাক আত্মীয়, প্রতিবেশীরা

বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গঙ্গারামপুরের এই এলাকায় ৷ জানা গিয়েছে, ধৃত আবদুর রকিবের বয়স 37 বছর ৷ গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা রফিউদ্দিন আহমেদ । তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে আবদুর রকিব । পরিবার সূত্রে খবর, আউশা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ফুলবাড় উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয় সে । সেখান থেকে আউশা মাদ্রাসা এবং পরে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট জয়দেবপুর মাদ্রাসায় শিক্ষালাভ করে আবদুর ৷ পরে উত্তরপ্রদেশে 3 বছর পড়াশোনা করে মৌলানা ডিগ্রি অর্জন করে । এরপর পুলিন্দা মাদ্রাসা এবং বাগানবাড়ি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে । শিক্ষকতার জন্য সে কলকাতা ও কোচবিহারেও যায় ৷

জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখে বাড়ি থেকে বারাসাতে যায় আবদুর রাকিব । এরই মাঝে বুধবার আবদুর ও কাজি আহসানউল্লাহ নামে আরেক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে এসটিএফ ৷

গঙ্গারামপুর, 18 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF)-এর হাতে গ্রেফতার হয়েছে আবদুর রকিব সরকার নামে এক যুবক ৷ বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার শাসন খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় (Suspected Al Qaeda Terrorists Arrest) ৷

ধৃত আবদুর রকিব সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রাম এলাকার আউশা গ্রামে । গঙ্গারামপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আউশা গ্রামেই বড় হয়ে উঠেছিল আবদুর রকিব (Suspected Al Qaeda Terrorists from Gangarampur)। তারপর কর্মসূত্র সে চলে যায় বাইরে । মাঝে মাঝে গ্রামে আসত । তার বৃদ্ধ মা, বাবা দাবি করছেন ছেলে নির্দোষ । কোনওভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে । আল-কায়েদার মতো একটি জঙ্গি সংগঠনের সঙ্গে ছেলের যোগ থাকতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না তাঁরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপদে মানুষের পাশে দাঁড়ানো বা গ্রামের বিভিন্ন কাজে এগিয়ে আসতো আবদুর রকিব ৷

ছেলের জঙ্গিযোগ মানতে নারাজ আল কায়দা সন্দেহে ধৃত আবদুর রকিবের পরিবার

আরও পড়ুন: আহসানউল্লাহর গ্রেফতারিতে হতবাক আত্মীয়, প্রতিবেশীরা

বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গঙ্গারামপুরের এই এলাকায় ৷ জানা গিয়েছে, ধৃত আবদুর রকিবের বয়স 37 বছর ৷ গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা রফিউদ্দিন আহমেদ । তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে আবদুর রকিব । পরিবার সূত্রে খবর, আউশা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ফুলবাড় উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয় সে । সেখান থেকে আউশা মাদ্রাসা এবং পরে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট জয়দেবপুর মাদ্রাসায় শিক্ষালাভ করে আবদুর ৷ পরে উত্তরপ্রদেশে 3 বছর পড়াশোনা করে মৌলানা ডিগ্রি অর্জন করে । এরপর পুলিন্দা মাদ্রাসা এবং বাগানবাড়ি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে । শিক্ষকতার জন্য সে কলকাতা ও কোচবিহারেও যায় ৷

জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখে বাড়ি থেকে বারাসাতে যায় আবদুর রাকিব । এরই মাঝে বুধবার আবদুর ও কাজি আহসানউল্লাহ নামে আরেক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে এসটিএফ ৷

Last Updated : Aug 18, 2022, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.