গঙ্গারামপুর, 18 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF)-এর হাতে গ্রেফতার হয়েছে আবদুর রকিব সরকার নামে এক যুবক ৷ বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার শাসন খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় (Suspected Al Qaeda Terrorists Arrest) ৷
ধৃত আবদুর রকিব সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রাম এলাকার আউশা গ্রামে । গঙ্গারামপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আউশা গ্রামেই বড় হয়ে উঠেছিল আবদুর রকিব (Suspected Al Qaeda Terrorists from Gangarampur)। তারপর কর্মসূত্র সে চলে যায় বাইরে । মাঝে মাঝে গ্রামে আসত । তার বৃদ্ধ মা, বাবা দাবি করছেন ছেলে নির্দোষ । কোনওভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে । আল-কায়েদার মতো একটি জঙ্গি সংগঠনের সঙ্গে ছেলের যোগ থাকতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না তাঁরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপদে মানুষের পাশে দাঁড়ানো বা গ্রামের বিভিন্ন কাজে এগিয়ে আসতো আবদুর রকিব ৷
আরও পড়ুন: আহসানউল্লাহর গ্রেফতারিতে হতবাক আত্মীয়, প্রতিবেশীরা
বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গঙ্গারামপুরের এই এলাকায় ৷ জানা গিয়েছে, ধৃত আবদুর রকিবের বয়স 37 বছর ৷ গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা রফিউদ্দিন আহমেদ । তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে আবদুর রকিব । পরিবার সূত্রে খবর, আউশা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ফুলবাড় উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয় সে । সেখান থেকে আউশা মাদ্রাসা এবং পরে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট জয়দেবপুর মাদ্রাসায় শিক্ষালাভ করে আবদুর ৷ পরে উত্তরপ্রদেশে 3 বছর পড়াশোনা করে মৌলানা ডিগ্রি অর্জন করে । এরপর পুলিন্দা মাদ্রাসা এবং বাগানবাড়ি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে । শিক্ষকতার জন্য সে কলকাতা ও কোচবিহারেও যায় ৷
জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখে বাড়ি থেকে বারাসাতে যায় আবদুর রাকিব । এরই মাঝে বুধবার আবদুর ও কাজি আহসানউল্লাহ নামে আরেক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে এসটিএফ ৷