ETV Bharat / state

বিপ্লব মিত্রকে মন্ত্রী হিসাবে দেখতে চান দক্ষিণ দিনাজপুরবাসী - বিপ্লব মিত্র

উদয়াস্ত খেটে তাঁরা প্রিয় নেতাকে জিতিয়েছেন তাঁরা ৷ এবার সেই নেতাকেই তাঁরা মন্ত্রী হিসাবে দেখতে চান ৷ সেই দাবিতে এদিন দুপুরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মীরা একত্রিত হয়ে বিপ্লব মিত্রকে মন্ত্রিপদ দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন ৷ তবে বিপ্লব মিত্র নিজে জানান, এই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷

বিপ্লব মিত্রকে মন্ত্রী হিসাবে দেখতে চান দক্ষিণ দিনাজপুরবাসী
বিপ্লব মিত্রকে মন্ত্রী হিসাবে দেখতে চান দক্ষিণ দিনাজপুরবাসী
author img

By

Published : May 3, 2021, 10:34 PM IST

Updated : May 3, 2021, 11:07 PM IST

বংশীহারি, ৩ মে : রবিবার বুনিয়াদপুর কলেজে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রচুর ভোটের ব্যবধানে জেতেন । দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও মন্ত্রী নেই ৷ তাই বুনিয়াদপুর পুরসভা-সহ সমস্ত হরিরামপুর বিধানসভা এলাকার লোকজন বিপ্লব মিত্রকে মন্ত্রিপদে দেখতে চাইছেন । তিনি মন্ত্রী হলে জেলার প্রচুর উন্নতি হবে বলে আশা তাঁরা ।

দু'বারের বিধায়ক বিপ্লব মিত্রকে মন্ত্রী হিসাবে দেখতে চান দক্ষিণ দিনাজপুরবাসী । 2021 সালে বিধানসভা নির্বাচনে বিপ্লব মিত্র হরিরামপুর বিধানসভায় ঘাসফুল ফুটিয়েছেন । দু'বারের বিধায়ককে মন্ত্রী করা হোক, এই দাবি হরিরামপুর বিধানসভা-সহ দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ-সহ তৃণমূল কর্মীদের । সোমবার দুপুরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মীরা একত্রিত হয়ে বিপ্লব মিত্রকে মন্ত্রিপদ দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন ৷

গতকাল ভোটের ফল ঘোষণার পর বিপ্লব মিত্র আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা উড়ে গেলেন দলীয় বৈঠকে যোগ দিতে ৷ সকাল থেকে প্রচুর শুভাকাঙ্খী ও দলীয় কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় করতে থাকেন । কিন্তু প্রিয় নেতা বাড়িতে না থাকায় একপ্রকার নিরাশ হয়ে ফিরতে হয় তাঁদের । 22 হাজার 671 ভোটে বিজেপির নীলাঞ্জন রায়কে পরাজিত করেছেন বিপ্লববাবু ৷

বিপ্লব মিত্রকে মন্ত্রিপদ দেওয়ার দাবি জানালেন কর্মী-সমর্থকরা ৷

প্রতাপ প্রামাণিক নামে এক তৃণমূল কর্মী বলেন, "2011 সালে বিপ্লব মিত্রকে জিতিয়েছিলাম । কিন্তু 2016 সালে কর্মীদের ব্যর্থতার জন্য হেরে গিয়েছিলেন । এবার 2021 সালে দলীয় কর্মীদের পরিশ্রমে বিপ্লব মিত্র প্রচুর ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়েছেন ৷ আমাদের দাবি, বিপ্লব মিত্রকে পূর্ণ মন্ত্রী হিসাবে সম্মান দেওয়া হোক ৷ আমরা খুব খুশি যে এবারের নির্বাচনে বিপ্লব মিত্র প্রচুর ভোটের ব্যবধানে জিতেছেন ।"

যদিও বিপ্লব মিত্র জানিয়েছেন, তাঁকে মন্ত্রীত্ব দেওয়ার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন । যা কাজ করেছেন, এবার আরও বেশি কাজ করতে চান তিনি ৷

আরও পড়ুন: ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা

বংশীহারি, ৩ মে : রবিবার বুনিয়াদপুর কলেজে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রচুর ভোটের ব্যবধানে জেতেন । দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও মন্ত্রী নেই ৷ তাই বুনিয়াদপুর পুরসভা-সহ সমস্ত হরিরামপুর বিধানসভা এলাকার লোকজন বিপ্লব মিত্রকে মন্ত্রিপদে দেখতে চাইছেন । তিনি মন্ত্রী হলে জেলার প্রচুর উন্নতি হবে বলে আশা তাঁরা ।

দু'বারের বিধায়ক বিপ্লব মিত্রকে মন্ত্রী হিসাবে দেখতে চান দক্ষিণ দিনাজপুরবাসী । 2021 সালে বিধানসভা নির্বাচনে বিপ্লব মিত্র হরিরামপুর বিধানসভায় ঘাসফুল ফুটিয়েছেন । দু'বারের বিধায়ককে মন্ত্রী করা হোক, এই দাবি হরিরামপুর বিধানসভা-সহ দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ-সহ তৃণমূল কর্মীদের । সোমবার দুপুরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মীরা একত্রিত হয়ে বিপ্লব মিত্রকে মন্ত্রিপদ দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন ৷

গতকাল ভোটের ফল ঘোষণার পর বিপ্লব মিত্র আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা উড়ে গেলেন দলীয় বৈঠকে যোগ দিতে ৷ সকাল থেকে প্রচুর শুভাকাঙ্খী ও দলীয় কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় করতে থাকেন । কিন্তু প্রিয় নেতা বাড়িতে না থাকায় একপ্রকার নিরাশ হয়ে ফিরতে হয় তাঁদের । 22 হাজার 671 ভোটে বিজেপির নীলাঞ্জন রায়কে পরাজিত করেছেন বিপ্লববাবু ৷

বিপ্লব মিত্রকে মন্ত্রিপদ দেওয়ার দাবি জানালেন কর্মী-সমর্থকরা ৷

প্রতাপ প্রামাণিক নামে এক তৃণমূল কর্মী বলেন, "2011 সালে বিপ্লব মিত্রকে জিতিয়েছিলাম । কিন্তু 2016 সালে কর্মীদের ব্যর্থতার জন্য হেরে গিয়েছিলেন । এবার 2021 সালে দলীয় কর্মীদের পরিশ্রমে বিপ্লব মিত্র প্রচুর ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়েছেন ৷ আমাদের দাবি, বিপ্লব মিত্রকে পূর্ণ মন্ত্রী হিসাবে সম্মান দেওয়া হোক ৷ আমরা খুব খুশি যে এবারের নির্বাচনে বিপ্লব মিত্র প্রচুর ভোটের ব্যবধানে জিতেছেন ।"

যদিও বিপ্লব মিত্র জানিয়েছেন, তাঁকে মন্ত্রীত্ব দেওয়ার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন । যা কাজ করেছেন, এবার আরও বেশি কাজ করতে চান তিনি ৷

আরও পড়ুন: ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা

Last Updated : May 3, 2021, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.