ETV Bharat / state

হিন্দি বলয়ে বিজেপির জয়ে উচ্ছ্বসিত সুকান্ত, এরাজ্যেও ক্ষমতা দখলের আশা - সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে বিধানসভা ভোটে জয় বিজেপিকে এরাজ্যে বাড়তি অক্সিজেন দিতে পারে বলে আশাবাদী সুকান্ত মজুমদার ৷

Etv Bharat
সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 9:11 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

বালুরঘাট, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এই তিন রাজ্যে বিজেপির ভালো ফলাফলের পর এবারে পশ্চিমবঙ্গ দলের ভালো ফল নিয়ে আশাবাদী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । রবিবার চার রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ তেলেঙ্গানায় বিআরএসকে হারিয়ে কংগ্রেস জিতলেও দক্ষিণের এই রাজ্যেও ভোট বেড়েছে বিজেপির ৷ পেয়েছে প্রায় 14 শতাংশ ভোট ৷ সুকান্ত মজুমদারের আশা, আগামিতে এই রাজ্যেও সরকার গড়বে বিজেপি, 1 থেকে বেড়ে এবারে 8 হয়েছে তাদের বিধায়ক সংখ্যা ৷

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রবিবার । ভিন রাজ্যেগুলিতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই উৎসবের মেতে উঠেছেন রাজ্য বিজেপির নেতা-কর্মীরা ৷ তিন রাজ্যে বিজেপির জয়ের খবর পেয়ে এদিন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তর বোল্লারক্ষা কালী মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি । পরে তিনি জানান, 2024 এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার আর্জি নিয়ে এদিন পুজো দিয়েছেন ৷

পরে দক্ষিণ দিনাজপুরের জেলা বিজেপি পার্টি অফিসে গিয়ে বিকেলে বিজয় উৎসব পালন করেন সুকান্ত মজুমদার। এদিনের এই জয় প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মানুষের প্রতি ভরসা ছিল। নরেন্দ্র মোদি যেভাবে উন্নয়ন করেছেন, তাঁর কাজ কথা বলবে । সেটাই হয়েছে । মধ্যপ্রদেশে তৃতীয়বারের জন্য সরকারে এসেছি আমরা । মধ্যপ্রদেশে এবার 49 শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছি । রাজস্থানেও ক্ষমতায় এসেছি । ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার কথা নয় এমনটা বলা হচ্ছিল, সেখানেও বিজেপি জয়লাভ করেছে । এমন কী তেলেঙ্গানাতে বিজেপি প্রায় 14 শতাংশ ভোট পেয়েছে । এবার দক্ষিণের রাজ্যগুলিতেও বিজেপির উত্থান হচ্ছে । যেভাবে ভারতের মানুষ আশীর্বাদ করেছেন সেই জায়গা থেকে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হচ্ছেন।" এই ফল আগামী দিনে এরাজ্যের বিজেপি কর্মীদের উৎসাহিত করবে ও রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করবে বলেও মনে করেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন:

  1. এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর
  2. তিন রাজ্যে ভরাডুবি কংগ্রেসের, 'ইন্ডিয়া'র বৈঠকের আগেই হাত শিবিরের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
  3. পরজীবী মানসিকতা না-ছাড়লে ভারত একদিন কংগ্রেস মুক্ত হবে, দলকে তীব্র কটাক্ষ কৌস্তভের

সুকান্ত মজুমদারের বক্তব্য

বালুরঘাট, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এই তিন রাজ্যে বিজেপির ভালো ফলাফলের পর এবারে পশ্চিমবঙ্গ দলের ভালো ফল নিয়ে আশাবাদী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । রবিবার চার রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ তেলেঙ্গানায় বিআরএসকে হারিয়ে কংগ্রেস জিতলেও দক্ষিণের এই রাজ্যেও ভোট বেড়েছে বিজেপির ৷ পেয়েছে প্রায় 14 শতাংশ ভোট ৷ সুকান্ত মজুমদারের আশা, আগামিতে এই রাজ্যেও সরকার গড়বে বিজেপি, 1 থেকে বেড়ে এবারে 8 হয়েছে তাদের বিধায়ক সংখ্যা ৷

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রবিবার । ভিন রাজ্যেগুলিতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই উৎসবের মেতে উঠেছেন রাজ্য বিজেপির নেতা-কর্মীরা ৷ তিন রাজ্যে বিজেপির জয়ের খবর পেয়ে এদিন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তর বোল্লারক্ষা কালী মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি । পরে তিনি জানান, 2024 এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার আর্জি নিয়ে এদিন পুজো দিয়েছেন ৷

পরে দক্ষিণ দিনাজপুরের জেলা বিজেপি পার্টি অফিসে গিয়ে বিকেলে বিজয় উৎসব পালন করেন সুকান্ত মজুমদার। এদিনের এই জয় প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মানুষের প্রতি ভরসা ছিল। নরেন্দ্র মোদি যেভাবে উন্নয়ন করেছেন, তাঁর কাজ কথা বলবে । সেটাই হয়েছে । মধ্যপ্রদেশে তৃতীয়বারের জন্য সরকারে এসেছি আমরা । মধ্যপ্রদেশে এবার 49 শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছি । রাজস্থানেও ক্ষমতায় এসেছি । ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার কথা নয় এমনটা বলা হচ্ছিল, সেখানেও বিজেপি জয়লাভ করেছে । এমন কী তেলেঙ্গানাতে বিজেপি প্রায় 14 শতাংশ ভোট পেয়েছে । এবার দক্ষিণের রাজ্যগুলিতেও বিজেপির উত্থান হচ্ছে । যেভাবে ভারতের মানুষ আশীর্বাদ করেছেন সেই জায়গা থেকে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হচ্ছেন।" এই ফল আগামী দিনে এরাজ্যের বিজেপি কর্মীদের উৎসাহিত করবে ও রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করবে বলেও মনে করেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন:

  1. এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর
  2. তিন রাজ্যে ভরাডুবি কংগ্রেসের, 'ইন্ডিয়া'র বৈঠকের আগেই হাত শিবিরের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
  3. পরজীবী মানসিকতা না-ছাড়লে ভারত একদিন কংগ্রেস মুক্ত হবে, দলকে তীব্র কটাক্ষ কৌস্তভের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.