হরিরামপুর, 6 অক্টোবর : মহানন্দার জলে হরিরামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত ৷ নদীর জল ঢুকেছে প্রায় 20-25 টি গ্রামে ৷ জলের তলায় চলে গেছে কয়েকশো বাড়ি ৷ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে সোমবার বিকেলে বন্যা কবলিত কালামাটি ভিলেজসহ 1 ও 2 নম্বর বুথ পরিদর্শন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন জেলা কমিটির সদস্য ফণি মাহাতসহ অন্যরা ৷ পরিদর্শন শেষে বালুরঘাটের সাংসদ বলেন, "মহানন্দার জলে ক্ষতিগ্রস্ত প্রচুর বাড়ি ৷ ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা চলছে ৷ "
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "হরিরামপুর ব্লকের শেষ প্রান্ত অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কালামাটি ভিলেজেসহ 1 ও 2 নম্বর বুথে জল জমে আছে ৷ সোমবার আমি ও জেলা কমিটির সদস্যরা প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করলাম ৷ গ্রামে এখন মহানন্দার জল জমে আছে , খুব নোংরা জমে রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গকে লন্ডন করবেন। কিন্তু কথায় গেল সেই কথা ? হরিরামপুর ব্লকের বিভিন্ন জায়গায় মহানন্দার জল জমে রয়েছে । নোংরা জলের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে চলাফেরা করতে হচ্ছে ।"
গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে । ফলে, জেলার প্রায় সব নদীতেই জলস্তর বেড়েছে । জলের চাপে গত কয়েকদিনে কয়েকটি এলাকার প্রচুর জায়গার নদীবাঁধে ফাটল দেখা দেয় ৷ ফলে, হরিরামপুরসহ বংশীহারী , গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হয় । বর্তমানে কিছু জায়গার জল নেমে গেছে। তবে, এখনও পর্যন্ত মহানন্দার জলে হরিরামপুর ব্লকের প্রচুর জায়গায় জল জমে রয়েছে ।
গতকাল নৌকায় করে চাকনগর গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ ৷ বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন সাংসদ ৷ সরকারি ত্রাণসহ অন্য সুযোগ সুবিধা মিলছে কি না তা নিয়ে খোঁজখবর নেন তিনি ।