ETV Bharat / state

বিপ্লব মিত্রকে বেইমান বলে কটাক্ষ - বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল

বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ৷ পালটা তাঁর মেন্টর পদ নিয়ে কটাক্ষ করেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷

শুভাশিস পাল
author img

By

Published : Aug 30, 2019, 9:14 AM IST

হরিরামপুর, 30 অগাস্ট : বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ৷ পালটা তাঁর মেন্টর পদ নিয়ে কটাক্ষ করেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷ গতকাল হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতা ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, হরিরামপুর ব্লকের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল-সহ আরও অনেকে ৷

Subhashis Pal attacks Biplab Mitra in Harirampur South Dinajpur
হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন...

শুভাশিসবাবু বলেন, "ওই বেইমান লোকটার জন্য আমি কী করিনি ৷ আমাকে বাদ দিয়ে কোনও নির্বাচনে জিতেছে? আমার পরিবারের উপর লাঞ্ছনা ৷ দুষ্কৃতী দিয়ে আমার দাদাকে খুন করে জলে ফেলে দিয়েছে ৷ " শুভাশিসবাবুকে আক্রমণ করে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, " তাঁর মুখে এই ধরনের কথা মানায় না ৷ বিপ্লব মিত্রের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছিলেন ৷"

Subhashis Pal attacks Biplab Mitra in Harirampur South Dinajpur
প্রশান্ত মিত্র, প্রাক্তন চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভা

হরিরামপুর, 30 অগাস্ট : বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ৷ পালটা তাঁর মেন্টর পদ নিয়ে কটাক্ষ করেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷ গতকাল হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতা ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, হরিরামপুর ব্লকের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল-সহ আরও অনেকে ৷

Subhashis Pal attacks Biplab Mitra in Harirampur South Dinajpur
হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন...

শুভাশিসবাবু বলেন, "ওই বেইমান লোকটার জন্য আমি কী করিনি ৷ আমাকে বাদ দিয়ে কোনও নির্বাচনে জিতেছে? আমার পরিবারের উপর লাঞ্ছনা ৷ দুষ্কৃতী দিয়ে আমার দাদাকে খুন করে জলে ফেলে দিয়েছে ৷ " শুভাশিসবাবুকে আক্রমণ করে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, " তাঁর মুখে এই ধরনের কথা মানায় না ৷ বিপ্লব মিত্রের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছিলেন ৷"

Subhashis Pal attacks Biplab Mitra in Harirampur South Dinajpur
প্রশান্ত মিত্র, প্রাক্তন চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভা
Intro:হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতায় বিপ্লব মিত্রকে করা ভাসায় আক্রমণ করলেন জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ।।
হরিরামপুর ; ২৯ আগস্ট ;- হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় মোট 18 টি জেলার ছেলেরা অংশগ্রহণ করেছে, এ অনুষ্ঠানের শুভ সূচনা হয় তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষের প্রদীপ প্রজ্জ্বলন এবং পায়রা উড়িয়ে. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, হরিরামপুর ব্লক এর বিডিও শ্রীমান ব্যানার্জি, জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল সহ আরো অনেকে এই প্রতিযোগিতা আজ এবং আগামীকাল ধরে অনুষ্ঠিত হবে । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল তৃনমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া বিপ্লব মিত্রকে করা ভাসায় আক্রমণ করে ।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর হাই স্কুল মাঠে ৬৫ তম রাজ্য স্তরের পুরুষ বিভাগের কবাডি খেলা অনুষ্ঠিত হলো। সকাল থেকে হরিরামপুর স্কুলে কবাডি খেলা শুরু হয়ে যায় জেলার সঙ্গে জেলার । প্রদীপ জ্বালিয়ে খেলার উদ্বোধন করেন অর্পিতা দেবী এরপর বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে জেলার পতাকা উত্তলোন করা হয়। হাই স্কুল মাঠে দুটি সেড করে কবাডি খেলা হয় রাত্রি পর্যন্ত ,দুদিন ধরে খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার ফাইনাল কবাডি খেলা হয়ে পুরস্কার বিতরণ করবেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা । প্রথম দিনে আঠেরোটি জেলার মধ্যে কবাডি খেলা হয়ে পয়েন্টের বিচারে সেমিফাইনাল পর্যন্ত উঠবে শুক্র বার যেসব জেলার দলকে নিয়ে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠের পরিস্থিতি খারাপ হয়ে যায় খেলা দেখতে এসে ভোগান্তিতে পড়েন ক্রীড়া প্রেমীরা। যদিও সমস্ত ধরণের ব্যবস্থা রেখেছেন কবাডি খেলা কমিটি ।
জেলা পরিষদের মেন্টর শুভাশীষ পাল (সোনা ) বলেন আমাদের ব্লকে রাজ্য স্তরের কবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের গর্বের বিষয়। আমরা পরিচালনার দায়িত্বে রয়েছি বহিরাগত জেলার খেলোয়াড়দের যাতে কোনো ধরণের সমস্যা না হয় তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি। এই রাজ্য স্তরের খেলা এই প্রথম অনুষ্ঠিত হলো জেলায়। আগামী দিনে জেলায় আরো বড় ধরণের খেলা করা যায় তার জন্য আমরা চেষ্টা করবো ।এছাড়াও বিপ্লব মিত্র কে বেইমান বলে কটাক্ষ করেন ।তিনি আরও ব্লেন হরিরামপুরে আমাকে ছাড়া কোন ভোটে তিনি কি জিতেছেন ,আমার পরিবারকে শেষ করেছে ,তার কোন ক্ষমা নেই ,সেই কারনে ঐ বেইমান কে তৃনমূল দল থেকে সারাজিবনের জন্য বের করে দেওয়া হয়েছে , তার সাত ভাই চম্পা কেও দল থেকে ,এমন কি জেলার সব ধরনের দায়িত্ত থেকে বের করে দেওয়া হয়েছে । মমতা ব্যানারজির দল হাসছে ।আমি জেলা পরিষদের দায়িত্ত নেবার পর থেকে দক্ষিণ দিনাজপুর জেলাকে রাজ্যের মধ্যে এক নুম্বারে নিয়ে যাবার চেষ্টা করছি ,যেটা বিপ্লব মিত্র চাইতো না ।আমি সেই কাজ করে দেখাবো ।
গঙ্গারামপুর পুরসভার প্রাত্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন জেলায় তৃনমূলের রাজনীতি খুব বাজে ভাবে চলছে ।আমি সোনা পালের বক্ত্যব্যে জানতে পারলাম তিনি সবাইকে কাবাডি প্রতিযোগিতার জন্য আমন্ত্রন জানিয়েছেন ,কিন্তু দেখা গেল আজকের অনুষ্ঠানে হাজির নেই জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ।বালুরঘাট বিধান সভার সাংসদ সুকান্ত মজুমদারের নাম নেই ।মুষ্টিমেয় কয়েকজন কে নিয়ে তিনি চলতে চান । তবে তিনি যে মেন্টর পদ পেয়েছেন ,তিনি উন্যয়ন করবেন কি ভাবে ,তারা কোন খমতাই নেই ,উন্যয়নের ক্ষমতা একমাত্র আছে সভাধিপতির ।তিনিই যতই চেঁচামেচি করুক না কেন তাতে কোন লাভ নেই ।


Body:হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতায় বিপ্লব মিত্রকে করা ভাসায় আক্রমণ করলেন জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ।। Conclusion:হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতায় বিপ্লব মিত্রকে করা ভাসায় আক্রমণ করলেন জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ।।

For All Latest Updates

TAGGED:

TMC
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.