ETV Bharat / state

মিড ডে মিলের চাল-আলু নিতে স্কুলে ভিড় পড়ুয়াদের - দক্ষিণ দিনাজপুর

মিড ডে মিলের চাল ও আলু যাতে পড়ুয়াদের বাড়িতে পৌঁছে যায়, তা নির্দিষ্ট করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷

rice distribution due to corona in west bengal school
স্কুলে চাল-আলু বিতরণ
author img

By

Published : Mar 23, 2020, 8:44 PM IST

বংশীহারী, 23 মার্চ : সরকারের পক্ষ থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে বলা হয়েছে ৷ কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই বংশীহারীর স্কুলে পড়ুয়াদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হল ৷ আজ কুশকারি কেবিবিএস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোরোনার পরিস্থিতির উপর নজর রেখে শিক্ষকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷

কোরোনার সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভিড় না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বংশীহারীর কুশকারি কেবিবিএস স্কুলে দেদার চাল ও আলু বিতরণ করা হল ৷ স্কুল ইউনিফর্মে পড়ুয়ারা এক জায়গায় হাজির হয়ে সেসব গ্রহণ করল ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাল ও আলু নিতে যাওয়ার কথা ছিল অভিভাবকদের ৷ তার পরিবর্তে পড়ুয়াদের মধ্যে সেগুলি বিলি করা হয় ৷ ইউনিফর্ম পরে স্কুলে জমায়েত করে তারা ৷ মাত্র পাঁচ-ছ’জন অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন ৷

সতর্কতা না মেনেই মিড মিলের চাল নিতে স্কুলে ভিড় পড়ুয়াদের

স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার দত্ত জানান, ‘‘খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে অর্ডার এসেছে যে, 23 তারিখের মধ্যে সমস্ত মিড ডে মিলের চাল এবং আলু দিয়ে দিতে হবে । কিন্তু আমরা স্কুলের পক্ষ থেকে অভিভাবকদেরকে খবরটা দিয়েছি । ছাত্র-ছাত্রীদের আসতে বারণ করেছি ৷ তাদের জায়গায় আসবে তাদের অভিভাবকরা । সেই জায়গায় বেশিরভাগ ছাত্র-ছাত্রী এসেছে । ফলে আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করেছি ।’’

বংশীহারী, 23 মার্চ : সরকারের পক্ষ থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে বলা হয়েছে ৷ কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই বংশীহারীর স্কুলে পড়ুয়াদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হল ৷ আজ কুশকারি কেবিবিএস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোরোনার পরিস্থিতির উপর নজর রেখে শিক্ষকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷

কোরোনার সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভিড় না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বংশীহারীর কুশকারি কেবিবিএস স্কুলে দেদার চাল ও আলু বিতরণ করা হল ৷ স্কুল ইউনিফর্মে পড়ুয়ারা এক জায়গায় হাজির হয়ে সেসব গ্রহণ করল ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাল ও আলু নিতে যাওয়ার কথা ছিল অভিভাবকদের ৷ তার পরিবর্তে পড়ুয়াদের মধ্যে সেগুলি বিলি করা হয় ৷ ইউনিফর্ম পরে স্কুলে জমায়েত করে তারা ৷ মাত্র পাঁচ-ছ’জন অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন ৷

সতর্কতা না মেনেই মিড মিলের চাল নিতে স্কুলে ভিড় পড়ুয়াদের

স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার দত্ত জানান, ‘‘খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে অর্ডার এসেছে যে, 23 তারিখের মধ্যে সমস্ত মিড ডে মিলের চাল এবং আলু দিয়ে দিতে হবে । কিন্তু আমরা স্কুলের পক্ষ থেকে অভিভাবকদেরকে খবরটা দিয়েছি । ছাত্র-ছাত্রীদের আসতে বারণ করেছি ৷ তাদের জায়গায় আসবে তাদের অভিভাবকরা । সেই জায়গায় বেশিরভাগ ছাত্র-ছাত্রী এসেছে । ফলে আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করেছি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.