ETV Bharat / state

ছাত্রীকে কুকথা, দু'পক্ষের হাতাহাতি গঙ্গারামপুর কলেজে - Gangarampur collage

কলেজে ছাত্রীকে কুকথা ৷ উত্তেজনা গঙ্গারামপুরে । আহত বেশ কয়েকজন পড়ুয়া ।

গঙ্গারামপুর
author img

By

Published : Sep 17, 2019, 6:34 PM IST

গঙ্গারামপুর, 17 সেপ্টেম্বর : কলেজ ছাত্রীকে কুকথা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর কলেজে । হাতাহাতিও হয়েছে বলে জানা যায় । ঘটনায় আহত বেশ কয়েকজন পড়ুয়া । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ।

জানা যায়, গতকাল পরীক্ষা দিতে যাওয়ার পথে একই টোটোতে বসেছিল বালুরঘাটের এক ছাত্রী ও তপনের এক ছাত্র । অভিযোগ, সেই সময় ছাত্রীকে কুকথা বলে ওই ছাত্র । এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । যদিও সাময়িকভাবে বিষয়টি বন্ধ হয় । কিন্তু আজ ফের বচসা শুরু হয় উভয়পক্ষের মধ্যে । পরীক্ষা শেষে দুই পক্ষের মধ্যে বিবাদ চরম আকার নেয় । হাতাহাতিও শুরু হয় । ঘটনায় মারধর করা হয় গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদকে ।

আজ স্নাতক স্তরের প্রথম বর্ষের শেষ পরীক্ষা ছিল । পরীক্ষা শেষে গতকালের ঘটনার প্রেক্ষিতে তপনের ছাত্রকে মারধর করে বালুরঘাটের ছাত্রীর বন্ধুরা বলে অভিযোগ । ওই ছাত্রকে বাঁচাতে ঘটনাস্থানে যান গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদ । অভিযোগ, তাঁকেও মারধর করা হয় ।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, "বিষয়টি শুনেছি । শিক্ষা ক্ষেত্রে এমন ঘটনা কখনই কাম্য নয় । এমন ঘটনাকে কখনও প্রশ্রয় দেওয়া উচিত নয় । পরীক্ষার সময় পড়াশুনায় মনযোগ দেওয়া দরকার ।" এ বিষয়ে মুখ খুলতে চায়নি গঙ্গারামপুর কলেজ কর্তৃপক্ষ ।

গঙ্গারামপুর, 17 সেপ্টেম্বর : কলেজ ছাত্রীকে কুকথা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর কলেজে । হাতাহাতিও হয়েছে বলে জানা যায় । ঘটনায় আহত বেশ কয়েকজন পড়ুয়া । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ।

জানা যায়, গতকাল পরীক্ষা দিতে যাওয়ার পথে একই টোটোতে বসেছিল বালুরঘাটের এক ছাত্রী ও তপনের এক ছাত্র । অভিযোগ, সেই সময় ছাত্রীকে কুকথা বলে ওই ছাত্র । এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । যদিও সাময়িকভাবে বিষয়টি বন্ধ হয় । কিন্তু আজ ফের বচসা শুরু হয় উভয়পক্ষের মধ্যে । পরীক্ষা শেষে দুই পক্ষের মধ্যে বিবাদ চরম আকার নেয় । হাতাহাতিও শুরু হয় । ঘটনায় মারধর করা হয় গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদকে ।

আজ স্নাতক স্তরের প্রথম বর্ষের শেষ পরীক্ষা ছিল । পরীক্ষা শেষে গতকালের ঘটনার প্রেক্ষিতে তপনের ছাত্রকে মারধর করে বালুরঘাটের ছাত্রীর বন্ধুরা বলে অভিযোগ । ওই ছাত্রকে বাঁচাতে ঘটনাস্থানে যান গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদ । অভিযোগ, তাঁকেও মারধর করা হয় ।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, "বিষয়টি শুনেছি । শিক্ষা ক্ষেত্রে এমন ঘটনা কখনই কাম্য নয় । এমন ঘটনাকে কখনও প্রশ্রয় দেওয়া উচিত নয় । পরীক্ষার সময় পড়াশুনায় মনযোগ দেওয়া দরকার ।" এ বিষয়ে মুখ খুলতে চায়নি গঙ্গারামপুর কলেজ কর্তৃপক্ষ ।

Intro:পরীক্ষা দিতে আসা ছাত্রীকে কটূক্তি ও গায়ে হাত, গঙ্গারামপুর কলেজে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ।।

গঙ্গারামপুর, ১৭ সেপ্টেম্বর: গঙ্গারামপুর কলেজে পরীক্ষা দিতে আসা একছাত্রীকে কটূক্তি ও গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। দুই পক্ষের সংঘর্ষে অল্প বিস্তত আহত হয়েছে বেশ কয়েকজন কলেজ পড়ুয়া। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার বিএ প্রথম বর্ষের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুই পক্ষের মধ্যে বিবাদ চরম আকার নেয়। মারধর করা হয় গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদকেও। গোটা ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

জানা গেছে, ঘটনার সূত্রপাত্র সোমবার ঘটে। পরীক্ষা দিতে যাওয়ার সময় একই টোটোতে বসেছিল বালুরঘাটের এক ছাত্রী ও তপনের এক ছাত্র। অভিযোগ, সেই সময় ওই ছাত্রীকে কটূক্তি ও গায়ে হাত দেয় তপনের ওই পড়ুয়া। এনিয়েই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরীক্ষা দিয়ে বেরিয়েই ফের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা হাতাহাতিতে পৌঁছায়। এদিকে পুলিশ গেলে ঘটনাস্থল থেলে চলে যায় দুই পক্ষই। এদিকে আজ বিএ প্রথম বর্ষের ইলেকটিভ (ঐচ্ছিক) বাংলার দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তপনের অভিযোগ ওঠা পড়ুয়ার এক বন্ধুকে পেয়ে ফের একবার অন্য পক্ষের অর্থাৎ মেয়ের বন্ধুরা চড়াও হয় ওই যুবকের উপর। এদিকে কলেজের সামনে রাস্তায় ফেলে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর কলেজের বিদায়ী জিএস প্রভু প্রসাদ। তাকেও ধাক্কা ও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসতেই সকলে পালিয়ে যায়। যদিও ঘটনায় দু'পক্ষের কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে। এদিকে আহতদের নাম জানা যায়নি।

এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় জানান, বিষয়টি তিনি শুনেছেন। শিক্ষা ক্ষেত্রে এমন ঘটনা কখনই কাম্য নয়। এমন ঘটনাকে কখনও প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরীক্ষার সময় পড়াশুনায় মনযোগ দেওয়া দরকার বলে অতনু রায় জানিয়েছেন।

অন্য দিকে এবিষয়ে গঙ্গারামপুর কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে চান নি। কলেজে এমন কোন ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

( ফাইল ছবি) Body:Gangarampur Conclusion:Gangarampur
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.