গঙ্গারামপুর, 17 সেপ্টেম্বর : কলেজ ছাত্রীকে কুকথা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর কলেজে । হাতাহাতিও হয়েছে বলে জানা যায় । ঘটনায় আহত বেশ কয়েকজন পড়ুয়া । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ।
জানা যায়, গতকাল পরীক্ষা দিতে যাওয়ার পথে একই টোটোতে বসেছিল বালুরঘাটের এক ছাত্রী ও তপনের এক ছাত্র । অভিযোগ, সেই সময় ছাত্রীকে কুকথা বলে ওই ছাত্র । এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । যদিও সাময়িকভাবে বিষয়টি বন্ধ হয় । কিন্তু আজ ফের বচসা শুরু হয় উভয়পক্ষের মধ্যে । পরীক্ষা শেষে দুই পক্ষের মধ্যে বিবাদ চরম আকার নেয় । হাতাহাতিও শুরু হয় । ঘটনায় মারধর করা হয় গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদকে ।
আজ স্নাতক স্তরের প্রথম বর্ষের শেষ পরীক্ষা ছিল । পরীক্ষা শেষে গতকালের ঘটনার প্রেক্ষিতে তপনের ছাত্রকে মারধর করে বালুরঘাটের ছাত্রীর বন্ধুরা বলে অভিযোগ । ওই ছাত্রকে বাঁচাতে ঘটনাস্থানে যান গঙ্গারামপুর কলেজের বিদায়ী সাধারণ সম্পাদক প্রভু প্রসাদ । অভিযোগ, তাঁকেও মারধর করা হয় ।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, "বিষয়টি শুনেছি । শিক্ষা ক্ষেত্রে এমন ঘটনা কখনই কাম্য নয় । এমন ঘটনাকে কখনও প্রশ্রয় দেওয়া উচিত নয় । পরীক্ষার সময় পড়াশুনায় মনযোগ দেওয়া দরকার ।" এ বিষয়ে মুখ খুলতে চায়নি গঙ্গারামপুর কলেজ কর্তৃপক্ষ ।