ETV Bharat / state

নিষিদ্ধ তামাকযুক্ত দ্রব্য বন্ধ করতে 14 জনকে জরিমানা - stop using banned tobacco products at balurghat

তামাকজাত দ্রব্যর ক্রয়-বিক্রয় বন্ধের জন্য বৃহস্পতিবার 10জন ব্যবসায়ী ও চারজন ধূমপায়ীকে জরিমানা করল জেলা প্রশাসন ৷ সকলকেই 200 টাকা করে স্পট জরিমানা করা হয় ৷

তামাকযুক্ত দ্রব্য বন্ধ করতে 14জনকে জরিমানা
author img

By

Published : Nov 11, 2019, 2:58 AM IST

Updated : Nov 11, 2019, 3:07 PM IST

বালুরঘাট, 11 নভেম্বর : তামাকজাত দ্রব্যর ক্রয়-বিক্রয় বন্ধের জন্য বৃহস্পতিবার 10 জন ব্যবসায়ী ও চারজন ধূমপায়ীকে জরিমানা করল জেলা প্রশাসন ৷ সকলকেই 200 টাকা করে স্পট জরিমানা করা হয় ৷ নিষেধের পরও দোকানে বিক্রি করায় শতাধিক তামাকযুক্ত পানমশলা ও গুটখার প্যাকেট বাজেয়াপ্ত করা হয় ৷ জরিমানার মাধ্যমে বিক্রেতা ও সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করে জেলা প্রশাসন ৷

বছর দুয়েক আগেই রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলাকে ধূমপান নিষিদ্ধ জেলা হিসেবে ঘোষণা করা হয় ৷ 7 নভেম্বর থেকে রাজ্যেও নিষিদ্ধ করা হয়েছে তামাকযুক্ত পানমশলা ও গুটখা ৷ তারপরও এই সমস্ত সামগ্রী বালুরঘাটের বিভিন্ন দোকানে ঝুলতে ও বিক্রি হতে দেখা যায় ৷ সরকারের এই নিষেধাজ্ঞাকে কার্যকর করতে বৃহস্পতিবার সকাল থেকেই বালুরঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরে অভিযানে যায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর ৷

অভিযানে সামিল ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবজিৎ বোস, জেলা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে আধিকারিক কাকলি মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরাও ৷ জেলায় পুরোপুরি তামাকযুক্ত দ্রব্যর বিক্রি বন্ধের জন্যই এই অভিযান ৷ বালুরঘাট শহরের বেশ কয়েকটি দোকানে অভিযান চালান আধিকারিকরা ৷ শুধুমাত্র অভিযান নয়, তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির জন্য 10 জন ব্যবসায়ীকে 200 টাকা করে জরিমানাও করা হয় ৷ পাশাপাশি, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হয়ে যাওয়ার পরও রাস্তায় ধূমপান করায় চারজনকে জরিমানা করা হয় ৷ স্কুল চত্বরে নেশার সামগ্রী বিক্রি করা যাবে না বলেও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

ব্যবসায়ী দেবী সরকার বলেন, "বিষয়টি জানা ছিল না ৷ আমার খুব ছোটো দোকান ৷ এসব দোকানে পান, বিড়ি সিগারেটই বেশি বিক্রি হয় ৷ এসব বিক্রি বন্ধ হলে সমস্যায় পড়তে হবে ৷"

এবিষয়ে দেবজিৎ বোস জানান, নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও বালুরঘাটে গুটখা বিক্রি চলছিল ৷ অভিযান চালিয়ে সেগুলি বাজেয়াপ্ত করা হয় ৷ তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির জন্য 10জন দোকানদারকে 200 টাকা করে স্পট জরিমানা করা হয় ৷ জরিমানা নেওয়াটা উদ্দেশ্য নয়, সতর্ক ও সচেতন করাটাই প্রধান উদ্দেশ্য ৷ এছাড়া, স্কুল কলেজের পাশের দোকানগুলোতে সিগারেট বিক্রি ও প্রকাশ্যে খাওয়া নিষেধ করা হয়েছে ৷ এরপর থেকে এনিয়ে নিয়মিত অভিযান চালানো হবে ৷

বালুরঘাট, 11 নভেম্বর : তামাকজাত দ্রব্যর ক্রয়-বিক্রয় বন্ধের জন্য বৃহস্পতিবার 10 জন ব্যবসায়ী ও চারজন ধূমপায়ীকে জরিমানা করল জেলা প্রশাসন ৷ সকলকেই 200 টাকা করে স্পট জরিমানা করা হয় ৷ নিষেধের পরও দোকানে বিক্রি করায় শতাধিক তামাকযুক্ত পানমশলা ও গুটখার প্যাকেট বাজেয়াপ্ত করা হয় ৷ জরিমানার মাধ্যমে বিক্রেতা ও সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করে জেলা প্রশাসন ৷

বছর দুয়েক আগেই রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলাকে ধূমপান নিষিদ্ধ জেলা হিসেবে ঘোষণা করা হয় ৷ 7 নভেম্বর থেকে রাজ্যেও নিষিদ্ধ করা হয়েছে তামাকযুক্ত পানমশলা ও গুটখা ৷ তারপরও এই সমস্ত সামগ্রী বালুরঘাটের বিভিন্ন দোকানে ঝুলতে ও বিক্রি হতে দেখা যায় ৷ সরকারের এই নিষেধাজ্ঞাকে কার্যকর করতে বৃহস্পতিবার সকাল থেকেই বালুরঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরে অভিযানে যায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর ৷

অভিযানে সামিল ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবজিৎ বোস, জেলা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে আধিকারিক কাকলি মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরাও ৷ জেলায় পুরোপুরি তামাকযুক্ত দ্রব্যর বিক্রি বন্ধের জন্যই এই অভিযান ৷ বালুরঘাট শহরের বেশ কয়েকটি দোকানে অভিযান চালান আধিকারিকরা ৷ শুধুমাত্র অভিযান নয়, তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির জন্য 10 জন ব্যবসায়ীকে 200 টাকা করে জরিমানাও করা হয় ৷ পাশাপাশি, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হয়ে যাওয়ার পরও রাস্তায় ধূমপান করায় চারজনকে জরিমানা করা হয় ৷ স্কুল চত্বরে নেশার সামগ্রী বিক্রি করা যাবে না বলেও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

ব্যবসায়ী দেবী সরকার বলেন, "বিষয়টি জানা ছিল না ৷ আমার খুব ছোটো দোকান ৷ এসব দোকানে পান, বিড়ি সিগারেটই বেশি বিক্রি হয় ৷ এসব বিক্রি বন্ধ হলে সমস্যায় পড়তে হবে ৷"

এবিষয়ে দেবজিৎ বোস জানান, নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও বালুরঘাটে গুটখা বিক্রি চলছিল ৷ অভিযান চালিয়ে সেগুলি বাজেয়াপ্ত করা হয় ৷ তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির জন্য 10জন দোকানদারকে 200 টাকা করে স্পট জরিমানা করা হয় ৷ জরিমানা নেওয়াটা উদ্দেশ্য নয়, সতর্ক ও সচেতন করাটাই প্রধান উদ্দেশ্য ৷ এছাড়া, স্কুল কলেজের পাশের দোকানগুলোতে সিগারেট বিক্রি ও প্রকাশ্যে খাওয়া নিষেধ করা হয়েছে ৷ এরপর থেকে এনিয়ে নিয়মিত অভিযান চালানো হবে ৷

Intro:তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রি বন্ধ করতে ১৪ জনকে জরিমানা করল জেলা প্রশাসন।।

বালুরঘাট, ৭ নভেম্বর: তামাকযুক্ত পানমশলা ও গুটখা ক্রয় বিক্রয় বন্ধ করতে বৃহস্পতিবার ১০ জন ব্যবসায়ী ও ৪ জন ধূমপায়ীকে জরিমানা করল জেলা প্রশাসন। সকলকেই ২০০ টাকা করে তৎক্ষনাৎ জরিমানা করা হয়। পাশাপাশি নিষেধের পরও দোকানে বিক্রি করায় বাজেয়াপ্ত করা হয় শতাধিক তামাকযুক্ত পানমশলা ও গুটখা'র প্যাকেট। জরিমানার মধ্যে দিয়ে বিক্রেতা ও সাধারণ মানুষকে সতর্ক এবং সচেতন করে জেলা প্রশাসন।

প্রসঙ্গত, বছর দুয়েক আগেই রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলাকে ধূমপান নিষিদ্ধ জেলা ঘোষণা করা হয়। এদিকে ৭ নভেম্বর থেকে রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে তামাকযুক্ত পানমশলা ও গুটখা। অভিযোগ, তারপরেও নিষিদ্ধ এই সামগ্রী বালুরঘাটের বিভিন্ন দোকানে ঝুলতে ও বিক্রি হতে দেখা যায়। সরকারি সেই নিষেধাজ্ঞাকে কার্যকর করতে নির্ধারিত দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই বালুরঘাট থানার পুলিশকে নিয়ে শহরে অভিযানে নামে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর। এদিনের অভিযানে সামিল ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবজিৎ বোস, জেলা স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট বিভাগে আধিকারিক কাকলি মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে পুরোপুরি ভাবে তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রি বন্ধে এবার বালুরঘাটের বিভিন্ন দোকানে অভিযান চালায় জেলা প্রশাসন। বালুরঘাট শহরের বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় আধিকারিকরা। শুধুমাত্র অভিযান চালানো নয় ১০ তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির অভিযোগে ২০০ টাকা করে জরিমানা করা হয়। এমনকি প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হয়ে যাওয়ার পরও রাস্তায় ধূমপান করায় ৪ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি স্কুল চত্বরে নেশার সামগ্রী কোন কিছুই বিক্রি করা যাবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়৷

এবিষয়ে ব্যবসায়ী দেবী সরকার জানান, বিষয়টি জানা ছিল না। খুব ছোটো দোকান। এই সব দোকানে পান বিড়ি সিগারেটই বিক্রি হয় বেশী। এই সব বিক্রি বন্ধ হলে সমস্যায় পড়বেন তারা।

অন্য দিকে এবিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবজিৎ বোস জানান, নিষিদ্ধ ঘোষণা স্বত্বেও বালুরঘাটে চলছিল গুটখা বিক্রি। তারা অভিযান চালিয়ে সেগুলি বাজেয়াপ্ত করেন। তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির জন্য ১০ টি দোকানকে ২০০ টাকা করে তৎক্ষনাৎ জরিমানা করা হয়। জরিমানা নেওয়াটা উদ্দেশ্য নয়, সতর্ক এবং সচেতন করাটাই উদ্দেশ্য। এছাড়া স্কুল কলেজের পাশের দোকান গুলিতে সিগারেট বিক্রি ও প্রকাশ্যে খাওয়া নিষেধ করা হয়েছে। এরপরেও তার এনিয়ে নিয়মিত অভিযান চালাবেন।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Nov 11, 2019, 3:07 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.