ETV Bharat / state

গ্রামে ফিরে তাঁবুতে আশ্রয় পরিযায়ীদের, অপেক্ষা সরকারি সাহায্যের - লকডাউনে ভারতের পরিযায়ী শ্রমিক

গঙ্গারামপুর ব্লকের মাহুর কিসমত এলাকার প্রায় 40জন শ্রমিক 10মাসে আগে কেরালায় কাজের সূত্রে যান ।  শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরেন গঙ্গারামপুরের 35জন পরিযায়ী শ্রমিক । তাঁরা গ্রামে পৌঁছাতেই গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা । বাধ্য হয়ে তাঁরা গ্রাম থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে তাঁবু টাঙিয়ে থাকা শুরু করেন ।

gangarampur
gangarampur
author img

By

Published : Jun 14, 2020, 6:46 AM IST

গঙ্গারামপুর, 13 জুন : মাঠের অস্থায়ী তাঁবুতে আশ্রয় হল কেরালা ফেরত 35 শ্রমিকের । আটদিন ধরে রোদ, ঝড়, বৃষ্টির মধ্যে তাঁবুতেই তাঁদের দিন কাটছে । গত কয়েকদিন ধরে তাঁবুতে থাকলেও কোনও সরকারি সাহায্য পাননি বলে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ ।

গ্রামবাসীরা পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করেন । করা হয়েছে বিদ্যুতের ব্যবস্থাও । সেই সঙ্গে বসানো হয়েছে টিউবওয়েল । কিন্তু প্রশাসনের তরফে কোনও সাহায্য না পাওয়ায় ক্ষোভ জমেছে পরিযায়ী শ্রমিকদের মনে ।

গঙ্গারামপুর ব্লকের মাহুর কিসমত এলাকার প্রায় 40জন শ্রমিক 10মাসে আগে কাজের সূত্রে কেরালায় যান । লকডাউনের জেরে দুইমাসের বেশি সময় ধরে কর্মহীন । রাজ্য সরকারের প্রচেষ্টায় শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরেন গঙ্গারামপুরের 35জন পরিযায়ী শ্রমিক । তাঁরা গ্রামে পৌঁছাতেই গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা । বাধ্য হয়ে তাঁরা গ্রাম থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করেন ।

এই বিষয়ে পরিযায়ী শ্রমিক স্বপন রায় বলেন, “আমরা সবাই কেরালায় গিয়েছিলাম প্রায় দশ মাস আগে । মার্চ মাসে লকডাউন ঘোষণা হয় । প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনেক দেরিতে বাড়িতে ফেরত আনা হয় । গঙ্গারামপুর হাসপাতালে কোনও প্রকার পরীক্ষা না করেই আমাদের ছেড়ে দেয় । আমাদের মাহুর কিসমত এলাকার 35জন শ্রমিক বাড়িতে না ঢুকে গ্রামের শেষ প্রান্তে মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে আছি । প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসলেন না । সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্রামের কয়েকজন যুবক । আমরা চাই প্রশাসন আমাদের সাহায্য করুক ।”

বিধান রায় নামে এলাকার এক যুবক বলেন, “35জন শ্রমিক মাঠের শেষ প্রান্তে তাঁবু খাটিয়ে রয়েছেন । পঞ্চায়েত বা ব্লকের পক্ষ থেকে কোনও ব্যাবস্থা করা হয়নি । আমি চাই প্রশাসনের পক্ষ থেকে এই পরিযায়ী শ্রমিকদের খাওয়ার ব্যাবস্থা করুক । ”


গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক বলেন, “আমি জানতাম না । সাংবাদিকদের থেকে জানতে পারলাম । আমি খোঁজ নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করছি ।”

গঙ্গারামপুর, 13 জুন : মাঠের অস্থায়ী তাঁবুতে আশ্রয় হল কেরালা ফেরত 35 শ্রমিকের । আটদিন ধরে রোদ, ঝড়, বৃষ্টির মধ্যে তাঁবুতেই তাঁদের দিন কাটছে । গত কয়েকদিন ধরে তাঁবুতে থাকলেও কোনও সরকারি সাহায্য পাননি বলে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ ।

গ্রামবাসীরা পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করেন । করা হয়েছে বিদ্যুতের ব্যবস্থাও । সেই সঙ্গে বসানো হয়েছে টিউবওয়েল । কিন্তু প্রশাসনের তরফে কোনও সাহায্য না পাওয়ায় ক্ষোভ জমেছে পরিযায়ী শ্রমিকদের মনে ।

গঙ্গারামপুর ব্লকের মাহুর কিসমত এলাকার প্রায় 40জন শ্রমিক 10মাসে আগে কাজের সূত্রে কেরালায় যান । লকডাউনের জেরে দুইমাসের বেশি সময় ধরে কর্মহীন । রাজ্য সরকারের প্রচেষ্টায় শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরেন গঙ্গারামপুরের 35জন পরিযায়ী শ্রমিক । তাঁরা গ্রামে পৌঁছাতেই গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা । বাধ্য হয়ে তাঁরা গ্রাম থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করেন ।

এই বিষয়ে পরিযায়ী শ্রমিক স্বপন রায় বলেন, “আমরা সবাই কেরালায় গিয়েছিলাম প্রায় দশ মাস আগে । মার্চ মাসে লকডাউন ঘোষণা হয় । প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনেক দেরিতে বাড়িতে ফেরত আনা হয় । গঙ্গারামপুর হাসপাতালে কোনও প্রকার পরীক্ষা না করেই আমাদের ছেড়ে দেয় । আমাদের মাহুর কিসমত এলাকার 35জন শ্রমিক বাড়িতে না ঢুকে গ্রামের শেষ প্রান্তে মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে আছি । প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসলেন না । সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্রামের কয়েকজন যুবক । আমরা চাই প্রশাসন আমাদের সাহায্য করুক ।”

বিধান রায় নামে এলাকার এক যুবক বলেন, “35জন শ্রমিক মাঠের শেষ প্রান্তে তাঁবু খাটিয়ে রয়েছেন । পঞ্চায়েত বা ব্লকের পক্ষ থেকে কোনও ব্যাবস্থা করা হয়নি । আমি চাই প্রশাসনের পক্ষ থেকে এই পরিযায়ী শ্রমিকদের খাওয়ার ব্যাবস্থা করুক । ”


গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক বলেন, “আমি জানতাম না । সাংবাদিকদের থেকে জানতে পারলাম । আমি খোঁজ নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করছি ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.