কুশমন্ডি ,12 নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি মহিষবাথানে তিন দিনব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় ৷ মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতির সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয় । উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্প সামগ্রী এই মেলার অন্য আকর্ষণ । শেষ দিনে মেলায় মালদার ডুমনি এবং পুরুলিয়ার ছৌ নাচের আয়োজন করে কর্তৃপক্ষ ।
মালদার ডুমনি নাচের মাধ্যমে মেয়েদের অপ্রাপ্তবয়সে বিয়ের জেরে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে বার্তা দেন শিল্পীরা ৷ এই বিষয়ে মালদার ডুমনি নাচের সম্পাদক ভগবান চন্দ্র মণ্ডল বলেন," আমরা এই জেলায় প্রথম এসেছি । এই মেলায় সাধারণ মানুষকে আমরা একটা বার্তা দিলাম ৷ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেবেন না ৷ এটি আইনত অপরাধ ৷ "
মহিষবাথান সমবায় সমিতির সম্পাদক পরেশ সরকার বলেন , "এই মেলার মাধ্যমে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্পীদের সঙ্গে সাধারণ মানুষ ও বহিরাগত শিল্পীদের মেলবন্ধন ঘটানো সম্ভব ৷ এর মাধ্যমে শিল্পীরা তাদের শিল্পকে তুলে ধরতে পারেন ৷ শিল্পীরা মেলায় তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করে উপার্জন করেন ৷ জেলার শিল্পীরা শুধু দেশে নয় বিদেশেও সুনাম অর্জন করেছেন । "