ETV Bharat / state

কুশমণ্ডিতে হস্তশিল্প মেলা - South Dinajpur Handcraft fair

মালদার ডুমনি নাচের মাধ্যমে মেয়েদের অপ্রাপ্তবয়সে বিয়ের জেরে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে বার্তা দেন শিল্পীরা ৷ এই বিষয়ে মালদার ডুমনি নাচের সম্পাদক ভগবান চন্দ্র মণ্ডল বলেন," আমরা এই জেলায় প্রথম এসেছি । এই মেলায় সাধারণ মানুষকে আমরা একটা বার্তা দিলাম ৷ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেবেন না ৷ এটি আইনত অপরাধ ৷ "

malda
author img

By

Published : Nov 12, 2019, 11:37 PM IST

কুশমন্ডি ,12 নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি মহিষবাথানে তিন দিনব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় ৷ মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতির সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয় । উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্প সামগ্রী এই মেলার অন্য আকর্ষণ । শেষ দিনে মেলায় মালদার ডুমনি এবং পুরুলিয়ার ছৌ নাচের আয়োজন করে কর্তৃপক্ষ ।


মালদার ডুমনি নাচের মাধ্যমে মেয়েদের অপ্রাপ্তবয়সে বিয়ের জেরে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে বার্তা দেন শিল্পীরা ৷ এই বিষয়ে মালদার ডুমনি নাচের সম্পাদক ভগবান চন্দ্র মণ্ডল বলেন," আমরা এই জেলায় প্রথম এসেছি । এই মেলায় সাধারণ মানুষকে আমরা একটা বার্তা দিলাম ৷ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেবেন না ৷ এটি আইনত অপরাধ ৷ "

দেখুন ভিডিয়ো...

মহিষবাথান সমবায় সমিতির সম্পাদক পরেশ সরকার বলেন , "এই মেলার মাধ্যমে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্পীদের সঙ্গে সাধারণ মানুষ ও বহিরাগত শিল্পীদের মেলবন্ধন ঘটানো সম্ভব ৷ এর মাধ্যমে শিল্পীরা তাদের শিল্পকে তুলে ধরতে পারেন ৷ শিল্পীরা মেলায় তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করে উপার্জন করেন ৷ জেলার শিল্পীরা শুধু দেশে নয় বিদেশেও সুনাম অর্জন করেছেন । "

কুশমন্ডি ,12 নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি মহিষবাথানে তিন দিনব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় ৷ মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতির সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয় । উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্প সামগ্রী এই মেলার অন্য আকর্ষণ । শেষ দিনে মেলায় মালদার ডুমনি এবং পুরুলিয়ার ছৌ নাচের আয়োজন করে কর্তৃপক্ষ ।


মালদার ডুমনি নাচের মাধ্যমে মেয়েদের অপ্রাপ্তবয়সে বিয়ের জেরে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে বার্তা দেন শিল্পীরা ৷ এই বিষয়ে মালদার ডুমনি নাচের সম্পাদক ভগবান চন্দ্র মণ্ডল বলেন," আমরা এই জেলায় প্রথম এসেছি । এই মেলায় সাধারণ মানুষকে আমরা একটা বার্তা দিলাম ৷ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেবেন না ৷ এটি আইনত অপরাধ ৷ "

দেখুন ভিডিয়ো...

মহিষবাথান সমবায় সমিতির সম্পাদক পরেশ সরকার বলেন , "এই মেলার মাধ্যমে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্পীদের সঙ্গে সাধারণ মানুষ ও বহিরাগত শিল্পীদের মেলবন্ধন ঘটানো সম্ভব ৷ এর মাধ্যমে শিল্পীরা তাদের শিল্পকে তুলে ধরতে পারেন ৷ শিল্পীরা মেলায় তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করে উপার্জন করেন ৷ জেলার শিল্পীরা শুধু দেশে নয় বিদেশেও সুনাম অর্জন করেছেন । "

Intro:হস্তশিল্প মেলায় কম বয়সে মেয়েদের যেন বিয়ে না হয়,সেই বিষয়ে বার্তা দিল মালদার ডুমনি নাচের মাধ্যমে।।

কুশমন্ডি ;-10 নভেম্বর ;-রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি মহিষবাথান এ তিন দিনব্যাপী হস্তশিল্প মেলার শেষদিনে উপচে পড়া ভিড় । মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতির সহযোগিতায় এই গ্রামীণ হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় । এক কাজ করো উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্পের তৈরি করা হস্তশিল্প সামগ্রী নিয়ে মেলার আয়োজন করা হয় । মেলায় শেষ দিনে মালদার ডুমনি এবং পুরুলিয়ার ছৌ নাচের মাধ্যমে এবছরের মেলা সমাপ্ত হয় । মালদার ডুমনি লোকসংস্কৃতি নাচে তারা সাধারণ মানুষকে একটাই বার্তা দিল কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়াটা কতটা ক্ষতিকর তাদের জীবনহানি ও পর্যন্ত হতে পারে এবার তাই মালদার ডুমনি নাচের মাধ্যমে তারা দিল ।

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় । এই মেলা তিন দিন ধরে চলে, আজকে তার শেষ দিন । এই শেষ দিনে খন পালা গান মালদা ডুমনি এবং পুরুলিয়া ছৌ নাচ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।এই মেলায় প্রচুর দর্শকের ভিড় হয় চোখে পড়ার মতো ।মহিষবাথান হস্তশিল্পের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয় , এই মেলায় হস্তশিল্পীদের দ্রব্য সামগ্রী সহ বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয়ে থাকে । মালদার ডুমনি নাচ দেখতে দর্শক দের ভীড় জমে প্রচুর । লুঙ্গি নাচের সেক্রেটারি ভগবান চন্দ্র মন্ডল সহ তার কর্মীরা এই নাচের মাধ্যমে দর্শকদেরকে একটাই বার্তা দেয় কম বয়সী মেয়েদের বিয়ে যেন কোন বাবা-মা না দেয় কারণ বিয়ে দিলে তারা মা হওয়ার সময় মা এবং বাচ্চার মৃত্যু হতে পারে সেই কারণে কোন বাবা-মা যেন এই বিয়ে না দেয় তারই বার্তা দিল ডুমনি নাচের মাধ্যমে ।

এই বিষয়ে মালদা ডুম নি নাচের সেক্রেটারি ভগবান চন্দ্র মন্ডল জানান আমরা এই জেলায় প্রথম এসেছি । এই মেলাতে সাধারণ মানুষকে আমরা একটাই বার্তা দিলাম খুব কম বয়সে মেয়েদের বিয়ে যেন না দেয় যদি ধরা পরে তাহলে বাবা মা সহ পাত্র পক্ষের সবার জেল হতে পারে এছাড়াও কম বয়সেমেয়েদের বিয়ে দিলে মেয়েদের যে ক্ষতি হয় সেই বিষয়টা জানাই এই নাচের মাধ্যমে ।

মহিষবাথান সমবায় সমিতির সম্পাদক পরেশ সরকার বলেন এই মেলার মাধ্যমে আমাদের দুই জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর হস্তশিল্পীদের সাথে সাধারণ মানুষ ও বহিরাগত শিল্পীদের মেলবন্ধন ঘটানো সম্ভব এর মাধ্যমে শিল্পীরা তাদের শিল্পকে তুলে ধরতে পারে এবং শিল্পীরা মেলায় তাদের তৈরি সামগ্রী বিক্রি করে উপার্জনের পাশাপাশি কাজের বরাদ্দ পেয়ে থাকে রাজ্য সরকার হস্তশিল্পীদের যেভাবে সাহায্য করেছেন তাতে করে জেলার মুখস্ত শিল্পীরা শুধু দেশে নয় বিদেশেও সুনাম অর্জন করেছে । মালদার ডুমনি নাচের মাধ্যমে মেয়েদের উদ্দেশ্যে যে বার্তা দিল তা খুবই ভালো কারণ মমতা ব্যানার্জি মেয়েদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা গুলো দিয়েছে তা খুবই ভালো আমি চাই মেয়েরা তাড়াতাড়ি বিয়ে না করে পড়াশোনার দিকে মন দিক আরো অনেক বড় হোক ।












Body:হস্তশিল্প মেলায় কম বয়সে মেয়েদের যেন বিয়ে না হয়,সেই বিষয়ে বার্তা দিল মালদার ডুমনি নাচের মাধ্যমে।।



Conclusion:হস্তশিল্প মেলায় কম বয়সে মেয়েদের যেন বিয়ে না হয়,সেই বিষয়ে বার্তা দিল মালদার ডুমনি নাচের মাধ্যমে।।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.