ETV Bharat / state

স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন - district administration felicitated health workers

আজ প্রথম ধাপে বালুরঘাট ও হিলি ব্লকের 15 জন স্বাস্থ্যকর্মীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 8:39 PM IST

বালুরঘাট, 13 মে : কোরোনা মোকাবিলায় নির্ভীকভাবে দিনরাত লড়েছেন স্বাস্থ্যকর্মীরা । এবার তাঁদের সংবর্ধনা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আজ মোট 15 জন স্বাস্থ্যকর্মীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে।

জরুরি পরিষেবার যুক্ত তাঁরা । এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ে চলেছেন । চিকিৎসক, নার্সদের পাশাপাশি এই স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় সদা তৎপর । চিকিৎসক, নার্সরা যখন হাসপাতালে পরিষেবা দিচ্ছেন, ঠিক তখনই বাড়ি বাড়ি গিয়ে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের তথ্য সংগ্রহ করছেন আশাকর্মী, সেকেন্ড ANM, HA(F) এবং হেলথ সুপার ভাইজ়ার কর্মীরা । সংক্রমণের ভয়কে জয় করে রোজ বাড়ি বাড়ি, এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । এইসব স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের । প্রথম ধাপে মোট 15 জন স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে । বালুরঘাট ও হিলি ব্লক মিলিয়ে ছ'জন আশা কর্মী, চারজন HA(F) কর্মী, চারজন সেকেন্ড ANM ও একজন হেলথ সুপার ভাইজ়ারকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DIG প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্য আধিকারিকরা।

এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল বলেন, "কোরোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের দক্ষিণ জেলা প্রশাসনের তরফে সংবর্ধনার দেওয়া হচ্ছে । সকলকে এই সংবর্ধনা দেওয়া হবে। আজ প্রথম ধাপে টোকেন হিসেবে বালুরঘাট ও হিলি ব্লকের 15 জন স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা ও শংসাপত্র দেওয়া হয়েছে । বাকিদের ধীরে ধীরে দেওয়া হবে।"

সংবর্ধনা পাওয়ার পর এক স্বাস্থ্যকর্মী ঝুমা দাস বলেন, "এটি গর্বের বিষয়। তবে শুধু আমরা নই, ঊর্ধ্বতন স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছেন তা অনস্বীকার্য। এই বিপদ থেকে সকলকে যেন উদ্ধার করতে পারি । সেই লক্ষ্যেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

বালুরঘাট, 13 মে : কোরোনা মোকাবিলায় নির্ভীকভাবে দিনরাত লড়েছেন স্বাস্থ্যকর্মীরা । এবার তাঁদের সংবর্ধনা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আজ মোট 15 জন স্বাস্থ্যকর্মীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে।

জরুরি পরিষেবার যুক্ত তাঁরা । এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ে চলেছেন । চিকিৎসক, নার্সদের পাশাপাশি এই স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় সদা তৎপর । চিকিৎসক, নার্সরা যখন হাসপাতালে পরিষেবা দিচ্ছেন, ঠিক তখনই বাড়ি বাড়ি গিয়ে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের তথ্য সংগ্রহ করছেন আশাকর্মী, সেকেন্ড ANM, HA(F) এবং হেলথ সুপার ভাইজ়ার কর্মীরা । সংক্রমণের ভয়কে জয় করে রোজ বাড়ি বাড়ি, এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । এইসব স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের । প্রথম ধাপে মোট 15 জন স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে । বালুরঘাট ও হিলি ব্লক মিলিয়ে ছ'জন আশা কর্মী, চারজন HA(F) কর্মী, চারজন সেকেন্ড ANM ও একজন হেলথ সুপার ভাইজ়ারকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DIG প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্য আধিকারিকরা।

এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল বলেন, "কোরোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের দক্ষিণ জেলা প্রশাসনের তরফে সংবর্ধনার দেওয়া হচ্ছে । সকলকে এই সংবর্ধনা দেওয়া হবে। আজ প্রথম ধাপে টোকেন হিসেবে বালুরঘাট ও হিলি ব্লকের 15 জন স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা ও শংসাপত্র দেওয়া হয়েছে । বাকিদের ধীরে ধীরে দেওয়া হবে।"

সংবর্ধনা পাওয়ার পর এক স্বাস্থ্যকর্মী ঝুমা দাস বলেন, "এটি গর্বের বিষয়। তবে শুধু আমরা নই, ঊর্ধ্বতন স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছেন তা অনস্বীকার্য। এই বিপদ থেকে সকলকে যেন উদ্ধার করতে পারি । সেই লক্ষ্যেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.