ETV Bharat / state

পোশাক তৈরির বরাত দিতে ঘুষ চাইছেন প্রাথমিক শিক্ষকরা ! - স্বনির্ভর গোষ্ঠীর মহিলা

প্রসঙ্গত, প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক দেয় সরকার । প্রাথমিক স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের । কয়েক বছর থেকেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বরাত পেয়ে আসছেন । অভিযোগ, চলতি অর্থবর্ষে স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত দেওয়া হয়নি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের । কাজের বরাত পেতে গেলে প্রাথমিক শিক্ষকরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ঘুষ চাইছেন বলে অভিযোগ । প্রত্যেক পোশাক কিছু 100 থেকে 150 টাকা পর্যন্ত চাওয়া ঘুষ চাওয়া হচ্ছে । টাকা দিতে না পারায় মিলছে না পোশাক বানানোর বরাত ।

স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের বিক্ষোভ
author img

By

Published : Aug 28, 2019, 9:31 PM IST

Updated : Aug 28, 2019, 11:56 PM IST

বালুরঘাট, ২৮ অগাস্ট : স্কুল পড়ুয়াদের ড্রেস বানানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ঘুষ চাইছেন প্রাথমিক শিক্ষকরা । ঘুষের টাকা দিতে না পারায় পাচ্ছেন না কাজের বরাত । এই অভিযোগ তুলে আজ বালুরঘাট জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা । তাঁদের দাবি, স্কুল ড্রেস বানানোর জন্য প্রাথমিক শিক্ষকদের ঘুষ দিতে পারবেন না তাঁরা । দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হঁশিয়ারি দিয়েছেন ।

প্রসঙ্গত, প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক দেয় সরকার । প্রাথমিক স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের । কয়েক বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বরাত পেয়ে আসছেন । অভিযোগ, চলতি অর্থবর্ষে স্কুল পড়ুয়াদের পোশাক বানানোর বরাত দেওয়া হয়নি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের । কাজের বরাত পেতে গেলে প্রাথমিক শিক্ষকরা তাঁদের কাছ থেকে ঘুষ চাইছেন বলে অভিযোগ । পোশাক পিছু 100 থেকে 150 টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে । টাকা দিতে না পারায় মিলছে না পোশাক বানানোর বরাত ।

দেখুন ভিডিয়ো

এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 2 লাখ 9 হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য রয়েছেন । 29 হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । 64টি সংঘ রয়েছে । 2017 ও 2018 সালেও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক বানানোর বরাত এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই পেয়েছিলেন । এবার সেই পোশাক তৈরির বরাত পাননি । ঘুষ দিয়ে বরাত পেতে চান না তাঁরা । পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনতে আজ বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান । ঘণ্টা দেড়েক চলে বিক্ষোভ । পরে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে নিজেদের দাবি-দাওয়া পেশ করেন ।

এবিষয়ে আন্দোলনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা বনশ্রী সরকার জানান, সরকার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তাঁদের মাধ্যমেই সরবরাহ করত । এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও অর্থ উপার্জন করে উপকৃত হতেন । তবে এবার তাঁরা পোশাক তৈরির কোনও বরাতই পাননি । ঘুষের বদলে কোনও রকম কাজ করতে রাজি নন । এই দাবিতে আজ জেলাশাসকের কাছে যান । দাবি-দাওয়া জানান । তিনি বলেন, "স্কুল ড্রেসের যে টেন্ডার দেওয়া হয়েছে সেই টেন্ডারে কেন সংঘ সমবায়কে অর্ডার দেওয়া হচ্ছে না ? যদিও বা অর্ডার দেওয়া হয় তাহলে কেন শিক্ষকরা টাকা চাইছেন আমাদের কাছে ? এই বিষয়টা আমরা মানতে পারছি না ৷ টাকা দেব না ৷ টাকা না দিলে আমাদের অর্ডার দেওয়া হবে না কেন ? জেলাশাসকের কাছে আমাদের একটাই দাবি তিনি এই বিষয়টির বিরুদ্ধে পদক্ষেপ নিন ৷"

যদিও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন কয়েকজন প্রাথমিক শিক্ষক । পোশাক তৈরির জন্য কোনও রকম ঘুষ চাওয়া হয়নি বলে দাবি তাঁদের । অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল ।

বালুরঘাট, ২৮ অগাস্ট : স্কুল পড়ুয়াদের ড্রেস বানানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ঘুষ চাইছেন প্রাথমিক শিক্ষকরা । ঘুষের টাকা দিতে না পারায় পাচ্ছেন না কাজের বরাত । এই অভিযোগ তুলে আজ বালুরঘাট জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা । তাঁদের দাবি, স্কুল ড্রেস বানানোর জন্য প্রাথমিক শিক্ষকদের ঘুষ দিতে পারবেন না তাঁরা । দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হঁশিয়ারি দিয়েছেন ।

প্রসঙ্গত, প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক দেয় সরকার । প্রাথমিক স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের । কয়েক বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বরাত পেয়ে আসছেন । অভিযোগ, চলতি অর্থবর্ষে স্কুল পড়ুয়াদের পোশাক বানানোর বরাত দেওয়া হয়নি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের । কাজের বরাত পেতে গেলে প্রাথমিক শিক্ষকরা তাঁদের কাছ থেকে ঘুষ চাইছেন বলে অভিযোগ । পোশাক পিছু 100 থেকে 150 টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে । টাকা দিতে না পারায় মিলছে না পোশাক বানানোর বরাত ।

দেখুন ভিডিয়ো

এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 2 লাখ 9 হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য রয়েছেন । 29 হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । 64টি সংঘ রয়েছে । 2017 ও 2018 সালেও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক বানানোর বরাত এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই পেয়েছিলেন । এবার সেই পোশাক তৈরির বরাত পাননি । ঘুষ দিয়ে বরাত পেতে চান না তাঁরা । পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনতে আজ বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান । ঘণ্টা দেড়েক চলে বিক্ষোভ । পরে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে নিজেদের দাবি-দাওয়া পেশ করেন ।

এবিষয়ে আন্দোলনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা বনশ্রী সরকার জানান, সরকার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তাঁদের মাধ্যমেই সরবরাহ করত । এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও অর্থ উপার্জন করে উপকৃত হতেন । তবে এবার তাঁরা পোশাক তৈরির কোনও বরাতই পাননি । ঘুষের বদলে কোনও রকম কাজ করতে রাজি নন । এই দাবিতে আজ জেলাশাসকের কাছে যান । দাবি-দাওয়া জানান । তিনি বলেন, "স্কুল ড্রেসের যে টেন্ডার দেওয়া হয়েছে সেই টেন্ডারে কেন সংঘ সমবায়কে অর্ডার দেওয়া হচ্ছে না ? যদিও বা অর্ডার দেওয়া হয় তাহলে কেন শিক্ষকরা টাকা চাইছেন আমাদের কাছে ? এই বিষয়টা আমরা মানতে পারছি না ৷ টাকা দেব না ৷ টাকা না দিলে আমাদের অর্ডার দেওয়া হবে না কেন ? জেলাশাসকের কাছে আমাদের একটাই দাবি তিনি এই বিষয়টির বিরুদ্ধে পদক্ষেপ নিন ৷"

যদিও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন কয়েকজন প্রাথমিক শিক্ষক । পোশাক তৈরির জন্য কোনও রকম ঘুষ চাওয়া হয়নি বলে দাবি তাঁদের । অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল ।

Intro:পড়ুয়াদের পোশাক তৈরির বরাত পেতে শিক্ষকরা চাইছেন ঘুষ, প্রতিবাদে জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার।।

বালুরঘাট, ২৮ আগস্ট: স্কুল পড়ুয়াদের ড্রেস বানানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ঘুষ চাইছে প্রাথমিক শিক্ষকরা। ঘুষের টাকা দিতে না পারায় স্বনির্ভর গোষ্ঠী মহিলারা পাচ্ছেন না কাজের বরাত। ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা। তাদের দাবি স্কুল ড্রেস বানানোর জন্য প্রাথমিক শিক্ষকদের কোন রকম ঘুষ দিতে পারবেন না তারা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন।

প্রসঙ্গত, প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক দেয় সরকার। প্রাথমিক স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের। বিগত কয়েক বছর থেকেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই বরাত পেয়ে আসছেন। অভিযোগ, চলতি অর্থবর্ষে স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত দেওয়া হয়নি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। কাজের বরাত পেতে গেলে প্রাথমিক শিক্ষকরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে চাইছেন ঘুষ বলে অভিযোগ। প্রত্যেক পোশাক কিছু ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ঘুষের টাকা দিতে না পারায় মিলছে না পোশাক বানানোর বরাত।

এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ২ লাখ ৯ হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য রয়েছেন। ২৯ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এবং ৬৪ টি সংঘ রয়েছে। ২০১৭ ও ২০১৮ সালেও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক বানানোর বরাত এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই পেয়েছিলেন। এবার সেই পোশাক তৈরির বরাত পাননি। ঘুষ দিয়ে বরাত পেতে চান না তারা। পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনতে এদিন বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাই ঘন্টা দেড়েক ধরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। পরে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের প্রতিনিধিদল জেলা শাসকের কাছে নিজেদের দাবি-দাওয়া পেশ করেন।

এবিষয়ে আন্দোলনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সমিতি সরকার জানান, সরকার প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীদের পোশাক তাদের মাধ্যমেই সরবরাহ করত। এর ফলে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারাও অর্থ উপার্জন করে উপকৃত হতেন। তবে এবার তারা পোষাক তৈরীর কোন বরাতই পাননি। তাদের ছাড়া অন্য কেউ কাউকে এই বরাত দেওয়া হবে না। আর তারা ঘুষের বদলে কোন রকম কাজ করবেন না। এই দাবিতে আজ তারা জেলা শাসকের কাছে এসেছেন। জেলা শাসককে তাদের দাবি-দাওয়া জানাবেন। তাদেরকে কাজ দিতে হবে এবং তাদের সঙ্গে কেন এমনটা করা হচ্ছে তাও জানতে চাইবেন তারা। পাশাপাশি তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।

যদিও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন। পোশাক তৈরির জন্য কোনরকম ঘুষ চাওয়া হয়নি বলে সাফ জানিয়েছেন তারা।

অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Aug 28, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.