ETV Bharat / state

বালুরঘাটে রেস্তরাঁয় অভিযান চালিয়ে উদ্ধার পচা মাংস - rotten meat found in restaurent Balurghat

বালুরঘাটের একাধিক রেস্তরাঁ থেকে উদ্ধার পচা মাংস । সতর্ক করা হল দোকান মালিকদের ।

উদ্ধার হওয়া পচা মাংস
author img

By

Published : Oct 24, 2019, 3:18 PM IST

Updated : Oct 24, 2019, 3:31 PM IST

বালুরঘাট, 24 অক্টোবর : বালুরঘাটের নামী রেস্তরাঁয় হানা দিয়ে উদ্ধার হল পচা মাংস । খাদ্যে ভেজাল অভিযানে নেমে খাদ্য সুরক্ষা দপ্তর ও বালুরঘাট পৌরসভার আধিকারিকরা রঘুনাথপুর এলাকায় একটি নামী রেস্তরাঁ থেকে পচা মাংস বাজেয়াপ্ত করে । এছাড়াও আরও বেশ কয়েকটি হোটেল থেকে উদ্ধার হয়েছে পচা খাদ্য সামগ্রী । যদিও আপাতত রেস্তরাঁগুলিকে সর্তক করেই ছেড়ে দেওয়া হয় । পরে এমন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

balurghat
মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী

বালুরঘাট পৌরসভা ও খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে শহরের ছ'টি হোটেল ও রেস্তরাঁয় যৌথভাবে অভিযান চালায় । মোট 13 জনের ওই দলে ছিলেন খাদ্য সুরক্ষা আধিকারিক সৌরভ বসাক, কৃতি তামাংসহ পৌরসভার কর্মীরা । বালুরঘাট পৌরসভা সংলগ্ন হোটেল ও রেষ্টুরেন্ট, ট্যাঙ্ক মোড়ের কাছে একটি প্রেক্ষাগৃহের সাথে লাগানো আরও একটি রেস্তরাঁয় পৌঁছতেই পাওয়া যায় পচা মাংস । মাংস গুলি তিন-চারদিনের পুরোনো । সেগুলো থেকে গন্ধও বের হচ্ছিল বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধাকারিকরা । এরপরই বেলতাল পার্ক এলাকায় পর পর রেস্তরাঁয় অভিযান চালিয়ে মেলে পচা টমেটো, মেয়াদ উত্তীর্ণ সস এবং ভিনিগার ।রান্নার জায়গাও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায় । এছাড়া কলেজপাড়া এলাকার দু'টি দোকানে অভিযান চালিয়ে পচা মাংস উদ্ধার হয় । সতর্ক করা হয় হোটেল রেষ্টুরেন্ট মালিক ও কর্তৃপক্ষকে । আগামীদিনেও এভাবেই সারপ্রাইজ় অভিযান চলবে বলে জানিয়েছে আধিকারিকরা । এক্ষেত্রে হোটেল মালিক ও কর্তৃপক্ষের ট্রেড লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

balurghat
তিন-চারদিনের পুরোনো মাংস, এই দিয়েই চলছে রান্না

এবিষয়ে জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক সৌরভ বসাক বলেন, "একটি দোকানে পচা মাংস পাওয়া গেছে । এবার প্রথম ধাপে সতর্ক করা হল ৷ খতিয়ে দেখা হয়েছে রেস্তরাঁর কাগজপত্র ও ট্রেড লাইসেন্সও ।

balurghat
কাবাব দেখলে মনেই হবে না এগুলো খেলে শরীরে ঠিক কী হতে পারে

বালুরঘাট পৌরসভার আধিকারিক দীপঙ্কর সাহা একইভাবে জানান, ছ'টি রেস্তরাঁ ও হোটেলে হানা দিয়ে পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে । এছাড়াও রান্নার জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশও দেখতে পাওয়া গেছে । সকলকে সতর্ক করা হয়েছে ।

balurghat
বালুরঘাটের একাধিক রেস্তরাঁয় এভাবেই চলে রান্না

বালুরঘাট, 24 অক্টোবর : বালুরঘাটের নামী রেস্তরাঁয় হানা দিয়ে উদ্ধার হল পচা মাংস । খাদ্যে ভেজাল অভিযানে নেমে খাদ্য সুরক্ষা দপ্তর ও বালুরঘাট পৌরসভার আধিকারিকরা রঘুনাথপুর এলাকায় একটি নামী রেস্তরাঁ থেকে পচা মাংস বাজেয়াপ্ত করে । এছাড়াও আরও বেশ কয়েকটি হোটেল থেকে উদ্ধার হয়েছে পচা খাদ্য সামগ্রী । যদিও আপাতত রেস্তরাঁগুলিকে সর্তক করেই ছেড়ে দেওয়া হয় । পরে এমন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

balurghat
মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী

বালুরঘাট পৌরসভা ও খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে শহরের ছ'টি হোটেল ও রেস্তরাঁয় যৌথভাবে অভিযান চালায় । মোট 13 জনের ওই দলে ছিলেন খাদ্য সুরক্ষা আধিকারিক সৌরভ বসাক, কৃতি তামাংসহ পৌরসভার কর্মীরা । বালুরঘাট পৌরসভা সংলগ্ন হোটেল ও রেষ্টুরেন্ট, ট্যাঙ্ক মোড়ের কাছে একটি প্রেক্ষাগৃহের সাথে লাগানো আরও একটি রেস্তরাঁয় পৌঁছতেই পাওয়া যায় পচা মাংস । মাংস গুলি তিন-চারদিনের পুরোনো । সেগুলো থেকে গন্ধও বের হচ্ছিল বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধাকারিকরা । এরপরই বেলতাল পার্ক এলাকায় পর পর রেস্তরাঁয় অভিযান চালিয়ে মেলে পচা টমেটো, মেয়াদ উত্তীর্ণ সস এবং ভিনিগার ।রান্নার জায়গাও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায় । এছাড়া কলেজপাড়া এলাকার দু'টি দোকানে অভিযান চালিয়ে পচা মাংস উদ্ধার হয় । সতর্ক করা হয় হোটেল রেষ্টুরেন্ট মালিক ও কর্তৃপক্ষকে । আগামীদিনেও এভাবেই সারপ্রাইজ় অভিযান চলবে বলে জানিয়েছে আধিকারিকরা । এক্ষেত্রে হোটেল মালিক ও কর্তৃপক্ষের ট্রেড লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

balurghat
তিন-চারদিনের পুরোনো মাংস, এই দিয়েই চলছে রান্না

এবিষয়ে জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক সৌরভ বসাক বলেন, "একটি দোকানে পচা মাংস পাওয়া গেছে । এবার প্রথম ধাপে সতর্ক করা হল ৷ খতিয়ে দেখা হয়েছে রেস্তরাঁর কাগজপত্র ও ট্রেড লাইসেন্সও ।

balurghat
কাবাব দেখলে মনেই হবে না এগুলো খেলে শরীরে ঠিক কী হতে পারে

বালুরঘাট পৌরসভার আধিকারিক দীপঙ্কর সাহা একইভাবে জানান, ছ'টি রেস্তরাঁ ও হোটেলে হানা দিয়ে পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে । এছাড়াও রান্নার জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশও দেখতে পাওয়া গেছে । সকলকে সতর্ক করা হয়েছে ।

balurghat
বালুরঘাটের একাধিক রেস্তরাঁয় এভাবেই চলে রান্না
Intro:খাদ্য সুরক্ষা দফতরের হানায় বালুরঘাটের নামি রেষ্টুরেন্টে উদ্ধার পচা মাংস ও টমেটো, সর্তক করল প্রশাসন।।

বালুরঘাট, ২২ অক্টোবর: বালুরঘাটের নামি রেষ্টুরেন্টে হানা দিয়ে উদ্ধার পচা মাংস। মঙ্গলবার সন্ধায় খাদ্যে ভেজাল অভিযানে নেমে খাদ্য সুরক্ষা দফতর ও বালুরঘাট পৌরসভার আধিকারিকরা রঘুনাথপুর এলাকায় একটি নামি রেষ্টুরেন্টে পচা মাংস বাজেয়াপ্ত করে। এছাড়াও আরও বেশ কয়েকটি রেষ্টুরেন্ট ও হোটেলে উদ্ধার হয় পচা খাদ্য সামগ্রী। যদিও এদিন সর্তক করেই ছেড়ে দেওয়া হয় রেষ্টুরেন্ট কর্তৃপক্ষকে। আগামীকালও এই অভিযান বালুরঘাটে চলবে।

জানা গেছে, এদিন বিকেলে বালুরঘাট পৌরসভা ও খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে শহরের ছটি হোটেল ও রেষ্টুরেন্টে যৌথভাবে হানা মারা হয়। মোট ১৩ জনের ওই দলে ছিলেন খাদ্য সুরক্ষা আধিকারিক সৌরভ বসাক, কৃতি তামাং সহ পৌরসভার কর্মীরা। বালুরঘাট পৌরসভা সংলগ্ন হোটেল ও রেষ্টুরেন্ট থেকে হানা দেয় আধিকারিকরা। সন্ধায় ট্যাঙ্ক মোড়ের কাছে একটি প্রেক্ষাগৃহের সাথে লাগানো রেষ্টুরেন্টে হানা মারতেই মেলে পচা মাংস। মাংস গুলি তিন চারদিনের পুরনো। সেগুলো থেকে গন্ধও বের হচ্ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে ফেলে অভিযানকারী দল। এরপরেই বেলতাল পার্ক এলাকায় পর পর হানা মারতেই একটি হোটেলে মেলে পচা টমেটো, সস এবং ভিনিগারে সাদা কালিতে ঢাকা তৈরি ও মেয়াদ শেষের জায়গা। এরপর আরও একটি রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার জায়গা দেখা যায়। সেখান থেকে কলেজ পাড়া এলাকার দুটি দোকানে হানা মারা হয়। পচা সব সামগ্রী বাজেয়াপ্ত করার সাথে সাথে সতর্ক করা হয় হোটেল রেষ্টুরেন্ট মালিক ও কর্তৃপক্ষকে। আগামীকালও এই সারপ্রাইজ ভিসিট চলবে। ভেজাল রোখা ও ট্রেড লাইসেন্স আছে কিনা তা দেখতেই এদিনের অভিযান।

এবিষয়ে জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক সৌরভ বসাক বলেন, একটি দোকানে পচা মাংস পাওয়া গিয়েছে। প্রথমাবস্থায় সতর্ক করা হল৷ এদিন খাদ্য ও সামগ্রী সহ রান্নার জায়গা খতিয়ে দেখার পাশাপাশি তারা দোকানগুলির ট্রেড লাইসেন্স এবং কাগজপত্র খতিয়ে দেখেন। বুধবারও একভাবে অভিযান চলবে।

অন্য দিক বালুরঘাট পৌরসভার আধিকারিক দীপঙ্কর সাহা জানান, এদিন মোট ছয়টি রেষ্টুরেন্ট ও হোটেলে হানা দেওয়া হয়েছিল। বেশ কয়েকটির পরিবেশ ভাল পেয়েছেন। তেমনি আবার একটি রেষ্টুরেন্ট থেকে পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। পরে তা ফেলা দেওয়া হয়। এছাড়াও একটিতে পচা টমেটো বাজেয়াপ্ত করেন ও অস্বাস্থ্যকর রান্নার পরিবেশ লক্ষ্য করেন। আজ প্রাথমিক ভাবে তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়। আগামীতে এমন হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Oct 24, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.