ETV Bharat / state

পর্যাপ্ত গাড়ি না থাকায় বালুরঘাটে অবরোধ ভোটকর্মীদের - election

পর্যাপ্ত গাড়ি না থাকায় বালুরঘাটে পথ অবরোধ করল ভোটকর্মীরা । অবশেষে পুলিশি পদক্ষেপে ওঠে অবরোধ ।

বালুরঘাটে অবরোধ ভোটকর্মীদের
author img

By

Published : Apr 22, 2019, 11:26 AM IST

Updated : Apr 22, 2019, 11:34 AM IST

বালুরঘাট, 22 এপ্রিল : নেই পর্যাপ্ত গাড়ি । নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না ভোটকর্মীরা । প্রতিবাদে আজ সকালে বালুরঘাট বাসস্ট্যান্ডে পথ অবরোধ করলেন শতাধিক ভোটকর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় বালুরঘাট থানার পুলিশ । আধিকারিকদের আশ্বাসে ওঠে অবরোধ ।

আগামীকাল তৃতীয় দফার ভোট । আজ সকাল থেকেই DCRC থেকে শুরু হয়েছে EVM সহ অন্যান্য জিনিস দেওয়ার কাজ । সকাল থেকেই ভোটকর্মীরা রওনা দিতে শুরু করেছেন ভোটকেন্দ্রের উদ্দেশে । অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটকর্মীরা পাচ্ছেন না পর্যাপ্ত গাড়ি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি । অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো ভোটকর্মী । তাদের দাবি, সকলের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না হলে তারা কোনও গাড়িই যেতে দেবেন না । পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিকারিকরা । এরপর তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য
এবিষয়ে ক্ষুব্ধ ভোটকর্মী সুবীর চ্যাটার্জি বলেন, "এর আগেও ভোটের ডিউটি করেছি । তবে এবারের মত অব্যবস্থা কোনওবার দেখিনি । না আছে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না আছে জলের ব্যবস্থা । ভোটকেন্দ্রে যাওয়ার সময় এমন পরিস্থিতি আগে কখনও হয়নি । তবে হ্যাঁ কখনও কখনও ভোট নিয়ে ফেরার সময় গাড়ির সমস্যা দেখা দিত । গাড়ি পাওয়া যেত না ।" তিনি আরও বলেন, "আমরা সময় মতো এসেও দেখেছি গাড়ি নেই । এরপরই পথ অবরোধ করা হয় । সকলের জন্য গাড়ির ব্যবস্থা না হলে পথ অবরোধ তোলা হবে না । সুষ্ঠ ব্যবস্থা করুক প্রশাসন ।"

বালুরঘাট, 22 এপ্রিল : নেই পর্যাপ্ত গাড়ি । নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না ভোটকর্মীরা । প্রতিবাদে আজ সকালে বালুরঘাট বাসস্ট্যান্ডে পথ অবরোধ করলেন শতাধিক ভোটকর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় বালুরঘাট থানার পুলিশ । আধিকারিকদের আশ্বাসে ওঠে অবরোধ ।

আগামীকাল তৃতীয় দফার ভোট । আজ সকাল থেকেই DCRC থেকে শুরু হয়েছে EVM সহ অন্যান্য জিনিস দেওয়ার কাজ । সকাল থেকেই ভোটকর্মীরা রওনা দিতে শুরু করেছেন ভোটকেন্দ্রের উদ্দেশে । অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটকর্মীরা পাচ্ছেন না পর্যাপ্ত গাড়ি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি । অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো ভোটকর্মী । তাদের দাবি, সকলের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না হলে তারা কোনও গাড়িই যেতে দেবেন না । পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিকারিকরা । এরপর তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য
এবিষয়ে ক্ষুব্ধ ভোটকর্মী সুবীর চ্যাটার্জি বলেন, "এর আগেও ভোটের ডিউটি করেছি । তবে এবারের মত অব্যবস্থা কোনওবার দেখিনি । না আছে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না আছে জলের ব্যবস্থা । ভোটকেন্দ্রে যাওয়ার সময় এমন পরিস্থিতি আগে কখনও হয়নি । তবে হ্যাঁ কখনও কখনও ভোট নিয়ে ফেরার সময় গাড়ির সমস্যা দেখা দিত । গাড়ি পাওয়া যেত না ।" তিনি আরও বলেন, "আমরা সময় মতো এসেও দেখেছি গাড়ি নেই । এরপরই পথ অবরোধ করা হয় । সকলের জন্য গাড়ির ব্যবস্থা না হলে পথ অবরোধ তোলা হবে না । সুষ্ঠ ব্যবস্থা করুক প্রশাসন ।"
Intro:পর্যাপ্ত গাড়ি না থাকায় বালুরঘাটে পথ অবরোধ ভোট কর্মীদের।।

বালুরঘাট, ২২ এপ্রিল: নেই পর্যাপ্ত গাড়ি। নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারছেন না ভোটকর্মীরা। অবশেষে সকলের জন্য গাড়ির দাবিতে সোমবার সকালে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করলেন শতাধিক ভোটকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। যদিও নিজেদের দাবি থেকে অনড় ভোটকর্মীরা। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে ওঠে পথ অবরোধ শুরু হয় যানচলাচল।

আগামীকাল তৃতীয় দফায় ভোট। আজ সকাল থেকে ডিসিআরসি থেকে শুরু হয়েছে ইভিএম সহ অন্যান্য জিনিস দেওয়ার কাজ। ডিসিআরসি থেকে ভোট কর্মীরা রওনা দিয়েছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। সকাল থেকে ভোট কর্মীরা রওনা দিতে শুরু করেছেন। অভিযোগ, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোট কর্মীরা পাচ্ছেন না পর্যাপ্ত গাড়ি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারংবার জানিয়েও কোন লাভ হয়নি। অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো ভোট কর্মী। তাদের দাবি সকলের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না হলে তারা কোন গাড়িকেই ছাড়বেন না। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। ঘটনাস্থলে আসতেই তাদের কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ভোট কর্মীরা।

এবিষয়ে ক্ষুব্ধ ভোট কর্মী সুবীর চ্যাটার্জি জানান, এর আগেও ভোটের ডিউটি করেছেন। তবে এবারের মত অব্যবস্থা কোন বার দেখেননি তারা। না আছে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না আছে জলের ব্যবস্থা। ভোট কেন্দ্রে যাওয়ার সময় এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। তবে হ্যাঁ কখনো কখনো ভোট নিয়ে ফেরার সময় গাড়ির সমস্যা দেখা দিত। তারা সময় মত এসেও দেখছেন নেই গাড়ি। এরপরেই তারা পথ অবরোধ করেন। তাদের দাবি সকলের।জন্য গাড়ির ব্যবস্থা না হলে তারা পথ অবরোধ তুলবেন না। তাদের জন্য সুষ্ঠ ব্যবস্থা করুক প্রশাসন।Body:BalurghatConclusion:Balurghat
Last Updated : Apr 22, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.