বংশীহারী, 29 জুন : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী ।বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর থেকে উত্তর লক্ষ্মীপুর পর্যন্ত একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে । ওই রাস্তা সংস্কারের দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে পথ অবরোধ । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ । অবরোধের জেরে বালুঘাট-রায়গঞ্জ রুটের যান চলাচল বন্ধ হয়ে যায় । বুনিয়াদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু ঘটনাস্থানে পৌঁছলে অবরোধকারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । অবশেষে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডলের আশ্বাসে অবরোধ উঠে যায় ।
বুনিয়াদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড নারায়ণপুর । সেখান থেকে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে । বাসিন্দাদের অভিযোগ, বারবার আবেদন করার পরেও রাস্তা সংস্কার করেনি প্রশাসন । ওই রাস্তা দিয়ে প্রায় পাঁচ হাজার লোক যাতায়াত করেন । বর্ষার সময় ওই রাস্তা দিয়ে যেতে সমস্যা হয় । বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা । তাঁরা আরও অভিযোগ করেন, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান 1 নম্বর ওয়ার্ডের কোনও রাস্তার কাজ করতে অস্বীকার করেন । সেকারণে এলাকাবাসীরা আরও উত্তপ্ত হয়ে ওঠেন ।
2014 সালের পর থেকে ওই রাস্তার কোন সংস্কারের কাজ হয়নি । আজ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে যান বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ দাস । কার সঙ্গে বিশাল পুলিশবাহিনী ছিল । অন্যদিকে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল সেখানে পৌঁছন । ডেপুটি ম্যাজিস্ট্রেট কথা দেন, আগামী সাতদিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে । এরপর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা যোগেন মাহাতো বলেন, “আমরা 2014 সাল থেকে BDO এবং SDO-কে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছি । তারা দু'জন এলাকা পরিদর্শন করে যান এবং কথা দেন দ্রুত রাস্তার কাজ হবে । 2019 সালে BDO শুভজিত দাস কথা দেন, বর্ষার আগে 50 গাড়ি মাটি ফেলা হবে । কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি । রাস্তা খারাপ থাকার জন্য আমাদের এলাকায় কোনও গাড়ি ঢোকে না । রোগী নিয়ে যেতে সমস্যা হয় ।” রবিউল ইসলাম নামে আরও এক বাসিন্দা জানান, “বুনিয়াদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন রাস্তায় বর্ষার সময় খারাপ অবস্থায় থাকে । প্রশাসনের পক্ষ থেকে আমাদের রাস্তা দেখে যাক । মহাকুমা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করে গেছেে । কিন্তু এখনও পর্যন্ত রাস্তা ঠিক না হয়নি । আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি রাস্তা করা হোক ।”