ETV Bharat / state

বংশীহারীতে কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ - ভিনরাজ্য ফেরত শ্রমিক

নিম্নমানের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে দুপুর এবং রাতে । ভাতে পোকা, ডাল তো না যেন জল, সবজি নিম্নমানের, সকালে নেই প্রাতরাশের ব্যবস্থাও । অভিযোগ আবাসিকদের ৷

বংশীহারি
বংশীহারি
author img

By

Published : Jun 7, 2020, 1:39 AM IST

বংশীহারী, 6 জুন : কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ৷ বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বংশীহারী ITI কলেজের কোয়ারানটিনে এই অভিযোগ তুলেছেন সেখানকার আবাসিকরা ৷এই কোয়ারানটিন সেন্টারে বর্তমানে 26 জন ভিনরাজ্য ফেরত শ্রমিক রয়েছেন ৷ তাঁদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে যে খাবার দেওয়া হচ্ছে তা খুবই নিম্নমানের, সকালে নেই প্রাতরাশের ব্যবস্থা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান । যদিও মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে ওই আবাসিকদের ।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ITI কলেজে সরকারি কোয়ারানটিনে রয়েছেন মোট 26 জন ৷ তাঁদের মধ্যে রয়েছেন শিশু, মহিলাও । তাঁদের অভিযোগ নিম্নমানের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে দুপুর এবং রাতে । ভাতে পোকা,ডাল, সবজি নিম্নমানের বলেও আবাসিকদের অভিযোগ । এবিষয়ে টুকাই মণ্ডল নামে ওই কোয়ারানটিনের এক আবাসিক জানান, "আমরা কয়েকজন গোয়া থেকে ফিরেছি ৷ গত কয়েকদিন আগে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে । কিন্ত পৌরসভার তরফে যে খাবার দেওয়া হচ্ছে তা খুব খারাপ । ভাতে পোকা পাওয়া দিয়েছে, ডাল একদম জলের মত, কাঁচা সবজি এবং ডিম আধা সিদ্ধ ।"

জাহাঙ্গীর আলম নামে অন্য এক আবাসিক বসেন, "বুনিয়াদপুর পৌরসভা থেকে আমাদের ITI কলেজে খাবার আসছে । দুপুরে ও রাতে খাওয়ার দেওয়া হচ্ছে । কিন্তু সকালে কোন রকম খাবার দেওয়া হচ্ছে না ৷ আমাদের খিদে পেয়ে যাচ্ছে ।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ ৷ তিনি বলেন, "দু'বেলা ভালো খাবার দেওয়া হচ্ছে । দু'জন কাউন্সিলর সব সময় দেখাশুনা করছেন । পাশাপাশি জল খাবার হিসাবে মুড়ি চানাচুর ,এবং শিশুদের জন্য বিস্কুট দেওয়া হচ্ছে ।" এবিষয়ে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানান, "বিষয়টি তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।"

বংশীহারী, 6 জুন : কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ৷ বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বংশীহারী ITI কলেজের কোয়ারানটিনে এই অভিযোগ তুলেছেন সেখানকার আবাসিকরা ৷এই কোয়ারানটিন সেন্টারে বর্তমানে 26 জন ভিনরাজ্য ফেরত শ্রমিক রয়েছেন ৷ তাঁদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে যে খাবার দেওয়া হচ্ছে তা খুবই নিম্নমানের, সকালে নেই প্রাতরাশের ব্যবস্থা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান । যদিও মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে ওই আবাসিকদের ।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ITI কলেজে সরকারি কোয়ারানটিনে রয়েছেন মোট 26 জন ৷ তাঁদের মধ্যে রয়েছেন শিশু, মহিলাও । তাঁদের অভিযোগ নিম্নমানের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে দুপুর এবং রাতে । ভাতে পোকা,ডাল, সবজি নিম্নমানের বলেও আবাসিকদের অভিযোগ । এবিষয়ে টুকাই মণ্ডল নামে ওই কোয়ারানটিনের এক আবাসিক জানান, "আমরা কয়েকজন গোয়া থেকে ফিরেছি ৷ গত কয়েকদিন আগে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে । কিন্ত পৌরসভার তরফে যে খাবার দেওয়া হচ্ছে তা খুব খারাপ । ভাতে পোকা পাওয়া দিয়েছে, ডাল একদম জলের মত, কাঁচা সবজি এবং ডিম আধা সিদ্ধ ।"

জাহাঙ্গীর আলম নামে অন্য এক আবাসিক বসেন, "বুনিয়াদপুর পৌরসভা থেকে আমাদের ITI কলেজে খাবার আসছে । দুপুরে ও রাতে খাওয়ার দেওয়া হচ্ছে । কিন্তু সকালে কোন রকম খাবার দেওয়া হচ্ছে না ৷ আমাদের খিদে পেয়ে যাচ্ছে ।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ ৷ তিনি বলেন, "দু'বেলা ভালো খাবার দেওয়া হচ্ছে । দু'জন কাউন্সিলর সব সময় দেখাশুনা করছেন । পাশাপাশি জল খাবার হিসাবে মুড়ি চানাচুর ,এবং শিশুদের জন্য বিস্কুট দেওয়া হচ্ছে ।" এবিষয়ে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানান, "বিষয়টি তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.