বংশীহারী, 6 জুন : কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ৷ বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বংশীহারী ITI কলেজের কোয়ারানটিনে এই অভিযোগ তুলেছেন সেখানকার আবাসিকরা ৷এই কোয়ারানটিন সেন্টারে বর্তমানে 26 জন ভিনরাজ্য ফেরত শ্রমিক রয়েছেন ৷ তাঁদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে যে খাবার দেওয়া হচ্ছে তা খুবই নিম্নমানের, সকালে নেই প্রাতরাশের ব্যবস্থা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান । যদিও মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে ওই আবাসিকদের ।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ITI কলেজে সরকারি কোয়ারানটিনে রয়েছেন মোট 26 জন ৷ তাঁদের মধ্যে রয়েছেন শিশু, মহিলাও । তাঁদের অভিযোগ নিম্নমানের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে দুপুর এবং রাতে । ভাতে পোকা,ডাল, সবজি নিম্নমানের বলেও আবাসিকদের অভিযোগ । এবিষয়ে টুকাই মণ্ডল নামে ওই কোয়ারানটিনের এক আবাসিক জানান, "আমরা কয়েকজন গোয়া থেকে ফিরেছি ৷ গত কয়েকদিন আগে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে । কিন্ত পৌরসভার তরফে যে খাবার দেওয়া হচ্ছে তা খুব খারাপ । ভাতে পোকা পাওয়া দিয়েছে, ডাল একদম জলের মত, কাঁচা সবজি এবং ডিম আধা সিদ্ধ ।"
জাহাঙ্গীর আলম নামে অন্য এক আবাসিক বসেন, "বুনিয়াদপুর পৌরসভা থেকে আমাদের ITI কলেজে খাবার আসছে । দুপুরে ও রাতে খাওয়ার দেওয়া হচ্ছে । কিন্তু সকালে কোন রকম খাবার দেওয়া হচ্ছে না ৷ আমাদের খিদে পেয়ে যাচ্ছে ।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ ৷ তিনি বলেন, "দু'বেলা ভালো খাবার দেওয়া হচ্ছে । দু'জন কাউন্সিলর সব সময় দেখাশুনা করছেন । পাশাপাশি জল খাবার হিসাবে মুড়ি চানাচুর ,এবং শিশুদের জন্য বিস্কুট দেওয়া হচ্ছে ।" এবিষয়ে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানান, "বিষয়টি তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।"