ETV Bharat / state

রায়গঞ্জের একাধিক বাজারে স্যানিটাইজ়ার-ফিনাইল স্প্রে দমকলের

কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চললেও প্রতিদিনই ক্রেতা বিক্রেতারা তাদের পন্য সামগ্রী নিয়ে এসে ভিড় জমায় বাজারগুলিতে । মানা হয় না কোনও সামাজিক বিধিনিষেধ ও সোশ্যাল ডিসট্যান্সিং । ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায় ৷ একারণেই উদ্যোগ নেওয়া হয় দমকলের তরফে ৷

Raiganj firebrigade against corona, sanitizer finyle sprayed in markets
কোরোনা মোকাবিলায় রায়গঞ্জে উদ্যোগী দমকল, বাজারগুলিতে স্যানিটাইজ়ার ফিনাইল স্প্রে
author img

By

Published : Mar 28, 2020, 9:59 PM IST

রায়গঞ্জ, 28 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও ৷ সংক্রমণ এড়াতে দমকলের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজ় করা হল ৷ দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজ়ার মিশিয়ে স্প্রে করা হল রায়গঞ্জের মোহনবাটি বাজার, গোশালা বাজার, দেবীনগর বাজার ও বন্দর বাজারগুলিতে । বাজারের সমস্ত দোকান ফুটপাথ হোস পাইপের মাধ্যমে স্প্রে করল রায়গঞ্জ দমকলবাহিনী ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চললেও প্রতিদিনই বিক্রেতারা তাঁদের পণ্য সামগ্রী নিয়ে এসে ভিড় জমায় বাজারগুলিতে । মানা হয় না সোশ্যাল ডিসট্যান্সিং । ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায় ৷ একারণেই উদ্যোগ নেওয়া হয় দমকলের তরফে ৷ আজ রায়গঞ্জ শহরের বাজারগুলির সমস্ত দোকানপাট ও রাস্তাঘাটে দমকলের দু'টি ইঞ্জিন দিয়ে করা হল স্যানিটাইজ়ার স্প্রে ৷

Raiganj firebrigade against corona, sanitizer finyle sprayed in markets
কোরোনা মোকাবিলায় রায়গঞ্জে উদ্যোগী দমকল, বাজারগুলিতে স্যানিটাইজ়ার ফিনাইল স্প্রে

রায়গঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইন-চার্জ নন্দ কুমার মণ্ডল বলেন, " বাজারগুলিতে বহু মানুষের সমাগম হওয়ার পাশাপাশি প্রচুর নোংরা আবর্জনা হচ্ছে । এর ফলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে । সংক্রমণ এড়াতেই বাজারগুলিতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্যানিটাইজ়ার ফিনাইল দিয়ে স্প্রে করা হচ্ছে । মূলত কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ "

রায়গঞ্জ, 28 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও ৷ সংক্রমণ এড়াতে দমকলের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজ় করা হল ৷ দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজ়ার মিশিয়ে স্প্রে করা হল রায়গঞ্জের মোহনবাটি বাজার, গোশালা বাজার, দেবীনগর বাজার ও বন্দর বাজারগুলিতে । বাজারের সমস্ত দোকান ফুটপাথ হোস পাইপের মাধ্যমে স্প্রে করল রায়গঞ্জ দমকলবাহিনী ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চললেও প্রতিদিনই বিক্রেতারা তাঁদের পণ্য সামগ্রী নিয়ে এসে ভিড় জমায় বাজারগুলিতে । মানা হয় না সোশ্যাল ডিসট্যান্সিং । ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায় ৷ একারণেই উদ্যোগ নেওয়া হয় দমকলের তরফে ৷ আজ রায়গঞ্জ শহরের বাজারগুলির সমস্ত দোকানপাট ও রাস্তাঘাটে দমকলের দু'টি ইঞ্জিন দিয়ে করা হল স্যানিটাইজ়ার স্প্রে ৷

Raiganj firebrigade against corona, sanitizer finyle sprayed in markets
কোরোনা মোকাবিলায় রায়গঞ্জে উদ্যোগী দমকল, বাজারগুলিতে স্যানিটাইজ়ার ফিনাইল স্প্রে

রায়গঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইন-চার্জ নন্দ কুমার মণ্ডল বলেন, " বাজারগুলিতে বহু মানুষের সমাগম হওয়ার পাশাপাশি প্রচুর নোংরা আবর্জনা হচ্ছে । এর ফলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে । সংক্রমণ এড়াতেই বাজারগুলিতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্যানিটাইজ়ার ফিনাইল দিয়ে স্প্রে করা হচ্ছে । মূলত কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.