ETV Bharat / state

Rabindra Jayanti 2022 : কবিগুরুর জন্মদিনে দেওয়ালে ও ক্যানভাসে ছবি এঁকে শ্রদ্ধা বালুরঘাটে - বালুরঘাটে রবীন্দ্র জয়ন্তী পালন

বালুরঘাটে পালিত হল এক অন্য রবীন্দ্রজয়ন্তী (Rabindra Jayanti 2022) ৷ দেওয়ালে ও ক্যানভাসে ফুটিয়ে তোলা হল কবিগুরুকে ৷ ব্যাকগ্রাউন্ডে তখন রবীন্দ্র সঙ্গীতের সুর "যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে ৷"

Rabindra Jayanti 2022
রবীন্দ্র জয়ন্তীতে অভিনব উদ্যোগ বালুরঘাটে
author img

By

Published : May 10, 2022, 11:07 AM IST

বালুরঘাট, 10 মে : একটু অন্যরকমভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করল বালুরঘাটের আতস শিল্প গোষ্ঠী (Rabindra Jayanti Celebrations at Balurghat)। কবিগুরুর প্রতিকৃতি ও তাঁর বিভিন্ন রচনার ছবি দেওয়ালে এঁকে বিশ্বকবিকে স্মরণ করল বালুরঘাটের শিল্পীরা । দেওয়ালের পাশাপাশি ক্যানভাসেও আঁকা হল রবি ঠাকুরের নানান ছবি ।

rabindra jayanti
ক্যানভাসে শিল্পীর তুলিতে কবিগুরু

দেওয়াল চিত্রের জন্য বালুরঘাট শহরে পরিচিত আতস শিল্প গোষ্ঠী ৷ দেওয়ালে আঁকা চিত্রের মাধ্যমে শহর জুড়ে বিভিন্ন বার্তা ছড়িয়ে দিচ্ছে তাঁরা । কবিগুরুর জন্মদিনে বেশ কিছু চিত্রশিল্পীরা একত্রিত হয়ে বালুরঘাট শহরের দেওয়ালগুলিকে রাঙিয়ে তুলতে উদ্যোগী হন । শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি দেওয়ালে রবি ঠাকুর সংক্রান্ত নানান চিত্র তুলে ধরেন শিল্পীরা । কেউ বা পরম্পরাগত রবি ঠাকুর আঁকছেন । আবার কেউ নিজের কাল্পনিক চিন্তা ধারা থেকে বিশ্বকবিকে প্রস্ফুটিত করছেন নিজেদের ক্যানভাসে ৷

রবীন্দ্র জয়ন্তীতে অভিনব উদ্যোগ বালুরঘাটে

এদিন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বিভিন্ন সৃষ্টির চিত্র রূপান্তর বালুরঘাট শহরের দেওয়ালে তুলে ধরেন নেপাল, রানা, শুভদীপ, অর্ণব, শুভাশিস-সহ একাধিক শিল্পীরা । প্রথাগত রবীন্দ্র জয়ন্তীর বাইরে বেরিয়ে আতস শিল্প গোষ্ঠীর এই একটু অন্যভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপনকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী ।

balurghat
দেওয়ালে রবীন্দ্রনাথ

আরও পড়ুন : Rabindra Jayanti Celebration in Bus : কোচবিহারে এনবিএসটিসির দোতলা বাসে কবিগুরুকে স্মরণ

বালুরঘাট, 10 মে : একটু অন্যরকমভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করল বালুরঘাটের আতস শিল্প গোষ্ঠী (Rabindra Jayanti Celebrations at Balurghat)। কবিগুরুর প্রতিকৃতি ও তাঁর বিভিন্ন রচনার ছবি দেওয়ালে এঁকে বিশ্বকবিকে স্মরণ করল বালুরঘাটের শিল্পীরা । দেওয়ালের পাশাপাশি ক্যানভাসেও আঁকা হল রবি ঠাকুরের নানান ছবি ।

rabindra jayanti
ক্যানভাসে শিল্পীর তুলিতে কবিগুরু

দেওয়াল চিত্রের জন্য বালুরঘাট শহরে পরিচিত আতস শিল্প গোষ্ঠী ৷ দেওয়ালে আঁকা চিত্রের মাধ্যমে শহর জুড়ে বিভিন্ন বার্তা ছড়িয়ে দিচ্ছে তাঁরা । কবিগুরুর জন্মদিনে বেশ কিছু চিত্রশিল্পীরা একত্রিত হয়ে বালুরঘাট শহরের দেওয়ালগুলিকে রাঙিয়ে তুলতে উদ্যোগী হন । শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি দেওয়ালে রবি ঠাকুর সংক্রান্ত নানান চিত্র তুলে ধরেন শিল্পীরা । কেউ বা পরম্পরাগত রবি ঠাকুর আঁকছেন । আবার কেউ নিজের কাল্পনিক চিন্তা ধারা থেকে বিশ্বকবিকে প্রস্ফুটিত করছেন নিজেদের ক্যানভাসে ৷

রবীন্দ্র জয়ন্তীতে অভিনব উদ্যোগ বালুরঘাটে

এদিন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বিভিন্ন সৃষ্টির চিত্র রূপান্তর বালুরঘাট শহরের দেওয়ালে তুলে ধরেন নেপাল, রানা, শুভদীপ, অর্ণব, শুভাশিস-সহ একাধিক শিল্পীরা । প্রথাগত রবীন্দ্র জয়ন্তীর বাইরে বেরিয়ে আতস শিল্প গোষ্ঠীর এই একটু অন্যভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপনকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী ।

balurghat
দেওয়ালে রবীন্দ্রনাথ

আরও পড়ুন : Rabindra Jayanti Celebration in Bus : কোচবিহারে এনবিএসটিসির দোতলা বাসে কবিগুরুকে স্মরণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.