বালুরঘাট, ১৫ নভেম্বর : আদালত চত্বর থেকে আসামির পালানোর চেষ্টা বিফলে গেল । পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামিকে ধরে ফেলল পুলিশ । বালুরঘাট জেলা আদালত চত্বরের ঘটনা । আসামির নাম, ঠিকানা প্রকাশ্যে আনেনি পুলিশ । পরে তাকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।
আজ বিকেলে বালুরঘাট জেলা আদালতে তোলা আসামিদের সংশোধনাগারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল । পুলিশি নিরাপত্তায় আসামিদের আদালত চত্বর থেকে গাড়িতে তোলা হচ্ছিল । সেই সময় ২৯০ মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যায় । আদালত চত্বর থেকে পালিয়ে পাশের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে লুকিয়ে থাকে সে । ততক্ষণে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ । এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে তাকে ধরে ফেলে ।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিষ্ণু নিয়োগী জানান, ঘটনার সময় তিনি অফিস থেকে ফিরছিলেন । সেই সময় আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু বাদেই ধরে ফেলে পুলিশ ।
এই বিষয়ে বালুরঘাট জেলা আদালতের পুলিশ আধিকারিকদের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।