ETV Bharat / state

বালুরঘাট আদালত চত্বর থেকে আসামির পালানোর চেষ্টা, ধরে ফেলে পুলিশ - south dinajpur

বালুরঘাট জেলা আদালতে তোলা আসামিদের সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় আসামির পালানোর চেষ্টা বিফলে গেল । পালানোর কিছুক্ষণ পরই তাকে ধরে ফেলল পুলিশ ।

আসামির পালানোর চেষ্টা
author img

By

Published : Nov 15, 2019, 11:58 PM IST

বালুরঘাট, ১৫ নভেম্বর : আদালত চত্বর থেকে আসামির পালানোর চেষ্টা বিফলে গেল । পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামিকে ধরে ফেলল পুলিশ । বালুরঘাট জেলা আদালত চত্বরের ঘটনা । আসামির নাম, ঠিকানা প্রকাশ্যে আনেনি পুলিশ । পরে তাকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

আজ বিকেলে বালুরঘাট জেলা আদালতে তোলা আসামিদের সংশোধনাগারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল । পুলিশি নিরাপত্তায় আসামিদের আদালত চত্বর থেকে গাড়িতে তোলা হচ্ছিল । সেই সময় ২৯০ মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যায় । আদালত চত্বর থেকে পালিয়ে পাশের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে লুকিয়ে থাকে সে । ততক্ষণে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ । এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে তাকে ধরে ফেলে ।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিষ্ণু নিয়োগী জানান, ঘটনার সময় তিনি অফিস থেকে ফিরছিলেন । সেই সময় আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু বাদেই ধরে ফেলে পুলিশ ।

এই বিষয়ে বালুরঘাট জেলা আদালতের পুলিশ আধিকারিকদের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

বালুরঘাট, ১৫ নভেম্বর : আদালত চত্বর থেকে আসামির পালানোর চেষ্টা বিফলে গেল । পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামিকে ধরে ফেলল পুলিশ । বালুরঘাট জেলা আদালত চত্বরের ঘটনা । আসামির নাম, ঠিকানা প্রকাশ্যে আনেনি পুলিশ । পরে তাকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

আজ বিকেলে বালুরঘাট জেলা আদালতে তোলা আসামিদের সংশোধনাগারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল । পুলিশি নিরাপত্তায় আসামিদের আদালত চত্বর থেকে গাড়িতে তোলা হচ্ছিল । সেই সময় ২৯০ মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যায় । আদালত চত্বর থেকে পালিয়ে পাশের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে লুকিয়ে থাকে সে । ততক্ষণে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ । এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে তাকে ধরে ফেলে ।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিষ্ণু নিয়োগী জানান, ঘটনার সময় তিনি অফিস থেকে ফিরছিলেন । সেই সময় আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু বাদেই ধরে ফেলে পুলিশ ।

এই বিষয়ে বালুরঘাট জেলা আদালতের পুলিশ আধিকারিকদের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

Intro:বালুরঘাট আদালত চত্বর থেকে আসামির পালানোর চেষ্টা, কিছু বাদেই ধরে ফেলে পুলিশ।।

বালুরঘাট, ১৫ নভেম্বর: আদালত চত্বর থেকে আসামির পালানোর চেষ্টা বিফলে গেল। পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামিকে ধরে ফেলল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট জেলা আদালত চত্বরে। তবে পালানোর চেষ্টা করা ওই আসামির নাম ঠিকানা প্রকাশ্যে আনেনি পুলিশ। পরে ওই আসামিকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, অন্যান্য দিনের মতো শুক্রবার বিকেলে বালুরঘাট জেলা আদালতে তোলা আসামিদের সংশোধনাগারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল। এক এক করে আসামিদের আদালত চত্বর থেকে বের করে গাড়িতে তোলা হচ্ছিল। পুলিশি নিরাপত্তার মধ্যেই আসামিদের গাড়িতে তোলার কাজ চলছিল। অভিযোগ ওই সময় ২৯০ মামলায় গ্রেফতার হওয়া এক আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যায়। আদালত চত্বর থেকে পালিয়ে পাশের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে লুকিয়ে থাকে ওই ব্যক্তি। এদিকে ততক্ষনে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আদালত চত্বর থেকে সংলগ্ন এলাকা তন্নতন্ন করে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরে লুকিয়ে থাকা ওই আসামিকে ধরে ফেলে পুলিশ। ধৃত ওই আসামির নাম পরিচয় জানা গেলও ওই ব্যক্তি ২৯০(মদ্যপ) মামলায় গ্রেফতার হয়েছিল বলে সূত্রের খবর। এদিকে আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী জিষ্ণু নিয়োগী জানান, যখন ঘটনাটি ঘটে তিনি তখন অফিস থেকে ফিরছিলেন। আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু বাদেই তাকে ধরে ফেলে পুলিশ। পুলিশের হাত ছিটকে পালানোর চেষ্টা করেছিল ওই আসামি বলে শুনেছেন। তবে এবিষয়ে পুলিশকে আরো সজাগ থাকতে হবে বলে তিনি জানান।

যদিও এবিষয়ে বালুরঘাট জেলা আদালতের পুলিশ কর্মী থেকে আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে কোনো মুখ খোলেননি।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.