গঙ্গারামপুর , 18 জুলাই : গঙ্গারামপুর পৌরসভায় নতুন ভাইস চেয়ারম্যান মনোনীত করলেন প্রশান্ত মিত্র । গতকাল তুলসী প্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । নতুন ভাইস চেয়ারম্যান আস্থা ভোটের দিনক্ষণ 21 দিন পিছিয়ে দিয়েছেন । রাজনৈতিক মহলের মতে, তুলসীবাবুকে ভাইস চেয়ারম্যান করে আস্থা ভোটের জন্য সময় আরও কিছুটা সময় নিলেন প্রশান্তবাবু ।
গঙ্গারামপুর পৌরসভায় 18 জন কাউন্সিলর । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে বোর্ডগঠন করেছে তৃণমূল কংগ্রেস । বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত মিত্র তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের ভাই । বিপ্লববাবুর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পরেই তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রশান্ত মিত্রর । 25 জুন অর্পিতা ঘোষ প্রশান্ত মিত্রকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন । তবে সেই ঘোষণা উপেক্ষা করে নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবি করেন প্রশান্তবাবু ।
অর্পিতা প্রশান্তবাবুকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণার পরই পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ আরও 9 জন তৃণমূল কাউন্সিলর প্রশান্তবাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন । পরবর্তীতে প্রশান্তবাবু অমলেন্দু সরকারকে অপসারণ করেন । আস্থা ভোটের সময়সীমা ছিল মঙ্গলবার । প্রশান্তবাবু আস্থা ভোটে জিততে পারবেন না ধরে নিয়ে 24 জুলাই তলবি সভার মধ্যে দিয়ে তাঁকে পদ থেকে অপসারণ করার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল ।
কিন্তু বুধবার বিশেষ কৌশল নেন প্রশান্ত মিত্র । 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । গতকাল তাঁকে দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেন । প্রশান্ত ঘনিষ্ঠ তুলসীবাবু তাঁর পদাধিকার বলে আস্থা ভোটের সময়সীমা বাড়িয়ে 5 অগাস্ট করেছেন । যার জেরে আস্থা ভোটের জন্য আরও 21 দিন সময় পেলেন তিনি ।
অন্য দিকে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "(প্রশান্ত মিত্র) যাই করুন কেন তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হবে । এই সব করে পুরো পদ্ধতিটিকে দেরি করানো হচ্ছে আর কিছু না । "