ETV Bharat / state

নতুন ভাইস চেয়ারম্যান বসিয়ে আস্থা ভোটে সময় নিলেন প্রশান্ত মিত্র - Arpita Ghosh

গঙ্গারামপুর পৌরসভায় নতুন ভাইস চেয়ারম্যান মনোনীত করলেন প্রশান্ত মিত্র । বুধবার তুলসী প্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । নতুন ভাইস চেয়ারম্যান আস্থা ভোটের দিনক্ষণ 21 দিন পিছিয়ে দিয়েছেন । রাজনৈতিক ওয়াকবহাল মহলের মতে, তুলসীবাবুকে ভাইস চেয়ারম্যান করে আস্থা ভোটের জন্য সময় আরও কিছুটা সময় নিলেন প্রশান্তবাবু ।

প্রশান্ত মিত্র
author img

By

Published : Jul 18, 2019, 11:53 PM IST

গঙ্গারামপুর , 18 জুলাই : গঙ্গারামপুর পৌরসভায় নতুন ভাইস চেয়ারম্যান মনোনীত করলেন প্রশান্ত মিত্র । গতকাল তুলসী প্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । নতুন ভাইস চেয়ারম্যান আস্থা ভোটের দিনক্ষণ 21 দিন পিছিয়ে দিয়েছেন । রাজনৈতিক মহলের মতে, তুলসীবাবুকে ভাইস চেয়ারম্যান করে আস্থা ভোটের জন্য সময় আরও কিছুটা সময় নিলেন প্রশান্তবাবু ।

গঙ্গারামপুর পৌরসভায় 18 জন কাউন্সিলর । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে বোর্ডগঠন করেছে তৃণমূল কংগ্রেস । বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত মিত্র তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের ভাই । বিপ্লববাবুর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পরেই তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রশান্ত মিত্রর । 25 জুন অর্পিতা ঘোষ প্রশান্ত মিত্রকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন । তবে সেই ঘোষণা উপেক্ষা করে নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবি করেন প্রশান্তবাবু ।

অর্পিতা প্রশান্তবাবুকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণার পরই পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ আরও 9 জন তৃণমূল কাউন্সিলর প্রশান্তবাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন । পরবর্তীতে প্রশান্তবাবু অমলেন্দু সরকারকে অপসারণ করেন । আস্থা ভোটের সময়সীমা ছিল মঙ্গলবার । প্রশান্তবাবু আস্থা ভোটে জিততে পারবেন না ধরে নিয়ে 24 জুলাই তলবি সভার মধ্যে দিয়ে তাঁকে পদ থেকে অপসারণ করার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল ।

কিন্তু বুধবার বিশেষ কৌশল নেন প্রশান্ত মিত্র । 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । গতকাল তাঁকে দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেন । প্রশান্ত ঘনিষ্ঠ তুলসীবাবু তাঁর পদাধিকার বলে আস্থা ভোটের সময়সীমা বাড়িয়ে 5 অগাস্ট করেছেন । যার জেরে আস্থা ভোটের জন্য আরও 21 দিন সময় পেলেন তিনি ।

অন্য দিকে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "(প্রশান্ত মিত্র) যাই করুন কেন তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হবে । এই সব করে পুরো পদ্ধতিটিকে দেরি করানো হচ্ছে আর কিছু না । "

গঙ্গারামপুর , 18 জুলাই : গঙ্গারামপুর পৌরসভায় নতুন ভাইস চেয়ারম্যান মনোনীত করলেন প্রশান্ত মিত্র । গতকাল তুলসী প্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । নতুন ভাইস চেয়ারম্যান আস্থা ভোটের দিনক্ষণ 21 দিন পিছিয়ে দিয়েছেন । রাজনৈতিক মহলের মতে, তুলসীবাবুকে ভাইস চেয়ারম্যান করে আস্থা ভোটের জন্য সময় আরও কিছুটা সময় নিলেন প্রশান্তবাবু ।

গঙ্গারামপুর পৌরসভায় 18 জন কাউন্সিলর । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে বোর্ডগঠন করেছে তৃণমূল কংগ্রেস । বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত মিত্র তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের ভাই । বিপ্লববাবুর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পরেই তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রশান্ত মিত্রর । 25 জুন অর্পিতা ঘোষ প্রশান্ত মিত্রকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন । তবে সেই ঘোষণা উপেক্ষা করে নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবি করেন প্রশান্তবাবু ।

অর্পিতা প্রশান্তবাবুকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণার পরই পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ আরও 9 জন তৃণমূল কাউন্সিলর প্রশান্তবাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন । পরবর্তীতে প্রশান্তবাবু অমলেন্দু সরকারকে অপসারণ করেন । আস্থা ভোটের সময়সীমা ছিল মঙ্গলবার । প্রশান্তবাবু আস্থা ভোটে জিততে পারবেন না ধরে নিয়ে 24 জুলাই তলবি সভার মধ্যে দিয়ে তাঁকে পদ থেকে অপসারণ করার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল ।

কিন্তু বুধবার বিশেষ কৌশল নেন প্রশান্ত মিত্র । 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন তিনি । গতকাল তাঁকে দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেন । প্রশান্ত ঘনিষ্ঠ তুলসীবাবু তাঁর পদাধিকার বলে আস্থা ভোটের সময়সীমা বাড়িয়ে 5 অগাস্ট করেছেন । যার জেরে আস্থা ভোটের জন্য আরও 21 দিন সময় পেলেন তিনি ।

অন্য দিকে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "(প্রশান্ত মিত্র) যাই করুন কেন তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হবে । এই সব করে পুরো পদ্ধতিটিকে দেরি করানো হচ্ছে আর কিছু না । "

Intro:দুই চেয়ারম্যানের দড়ি টানাটানিতে গঙ্গারামপুর পুরসভার কাজ ব্যাহত ।।
গঙ্গারামপুর ; ০9 জুলাই ; গঙ্গারামপুর পূরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দরি টানাটানিতে পুর এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গেছে । গঙ্গারামপুর পুরসভায় উন্নয়নের কাজে বাঁধা ও কাউন্সিলারদের মধ্যে বিভেদ তৈরী করা সহ একাধিক কারণে পুরআইন অনুসারে ভাইস চেয়ারম্যান কে অপসারণ করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত বাবু এর আগেই কাউন্সিলারদের অবস্থান নিয়ে লিখিত ঘোষণা পত্র পেশ ও ভাইস চেয়ারম্যান কে পদ থেকে অপসারণ করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন। এলাকাবাসিদের অভিযোগ ভাইস চেয়ারম্যান এলাকার লোকজনের সাথে খারাপ ব্যাবহার কজগ,এছারাও ভাইস চেয়ারম্যানের ঘরে যে সমস্ত মানুষ আসতো তাদের সাথেও খারাপ ব্যাবফার করত বলে অভিযোগ । গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান অমল বাবুকে বের করে দেওয়ায় খুশী পুরবাসী ।ভাইস চেয়ারম্যান বের করে দেবার জন্য দুরদুরান্ত থেকে কাজ করাতে আসা পুরবাসিকে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে ।
বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় গত ২৫ তারিখ প্রশান্ত মিত্র সহ তিন তৃণমূল নেতাকে বহিস্কার করেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ও ২৫ তারিখেই প্রশান্ত বাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন ভাইস চেয়ারম্যান সহ নয়জন কাউন্সিলার ।
ভাইস চেয়ারম্যানের কাছে কাজ করতে ভোদন পাড়ার এক বাসিন্দা চন্দনা দাস বলেন লেবার কার্ড করার জন্য ভাইস চেয়ারম্যানের সই ছাড়া হবে না ,কিন্তু অনেক্ষন ধরে বসে থেকেও কাজ না হওয়ায় মন খারাপ করে এক প্রকার চলে জেতে হচ্ছে পুরবাসিকে ।
নামিতা রাজ বংশী নামে অন্য এক মহিলা জানান আমি প্যান কার্ড করবো বলে ভাইস চেয়ারম্যানের কাছে এসেছি ,কিন্তু এসে শুনলাম আসবে না ,কিন্তু কখন আসবে তার ঠিক নেই ।এই সই ছাড়া কোন কাজ হবে না । তাই শোবার একটায় প্রশ্ন কবে এই সমস্যার সমাধান হবে ।


গঙ্গারামপুর পুরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন আমাদের গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু বাবু কে আমি নিয়োগ করেছিলাম ভাইস চেয়ারম্যান পদে। গত বৃহস্পতিবার সরকারি নিয়ম মেনে পুর আইন অনুযায়ী আমি ভাইস চেয়ারম্যান অমল সরকার কে অপসারণ করে লিখিত চিঠি পাঠিয়েছি। গত কয়েকদিন যাবৎ ভাইস চেয়ারম্যান গঙ্গারামপুর পুরসভায় অচলা অবস্থা তৈরী করে রেখেছে। যার কারণে গঙ্গারামপুর পুরবাসী উন্নয়নের কাজে বাঁধা প্রাপ্ত হচ্ছে। বিভিন্য রকম কাজ কর্মের জন্য যারা ভাইস চেয়ারম্যানের আসতো তাদের সঙ্গে খারাপ ব্যাবহার করত বলে অভিযোগ ।বিভিন্য এলাকার লোকজন ভাইস চেয়ারম্যান সম্পরকে পুরসভার চেয়ারমান্যের কাছে অভিযোগ করত । ভাইস চেয়ারম্যান কে পদ থেকে বের করে দেওয়ায় খুশী পুরবাসী । গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র আরও বলেন গত ২৫ তারিখ ৯ জন কাউন্সিলারেরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে। পুর আইন অনুযায়ী সাত দিনের মধ্যে কাউন্সিলদের চিঠি করে পনেরো দিনের মধ্যে মিটিং সম্পন্ন করতে হবে ।এখন আরও দুদিন সময় আছে আমি খুব তাড়াতাড়ি অনাস্থার মিটিং ডাকবো ।

Body:দুই চেয়ারম্যানের দড়ি টানাটানিতে গঙ্গারামপুর পুরসভার কাজ ব্যাহত ।।
গঙ্গারামপুর ; ০9 জুলাই ; গঙ্গারামপুর পূরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দরি টানাটানিতে পুর এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গেছে । গঙ্গারামপুর পুরসভায় উন্নয়নের কাজে বাঁধা ও কাউন্সিলারদের মধ্যে বিভেদ তৈরী করা সহ একাধিক কারণে পুরআইন অনুসারে ভাইস চেয়ারম্যান কে অপসারণ করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত বাবু এর আগেই কাউন্সিলারদের অবস্থান নিয়ে লিখিত ঘোষণা পত্র পেশ ও ভাইস চেয়ারম্যান কে পদ থেকে অপসারণ করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন। এলাকাবাসিদের অভিযোগ ভাইস চেয়ারম্যান এলাকার লোকজনের সাথে খারাপ ব্যাবহার কজগ,এছারাও ভাইস চেয়ারম্যানের ঘরে যে সমস্ত মানুষ আসতো তাদের সাথেও খারাপ ব্যাবফার করত বলে অভিযোগ । গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান অমল বাবুকে বের করে দেওয়ায় খুশী পুরবাসী ।ভাইস চেয়ারম্যান বের করে দেবার জন্য দুরদুরান্ত থেকে কাজ করাতে আসা পুরবাসিকে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে ।
বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় গত ২৫ তারিখ প্রশান্ত মিত্র সহ তিন তৃণমূল নেতাকে বহিস্কার করেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ও ২৫ তারিখেই প্রশান্ত বাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন ভাইস চেয়ারম্যান সহ নয়জন কাউন্সিলার ।
ভাইস চেয়ারম্যানের কাছে কাজ করতে ভোদন পাড়ার এক বাসিন্দা চন্দনা দাস বলেন লেবার কার্ড করার জন্য ভাইস চেয়ারম্যানের সই ছাড়া হবে না ,কিন্তু অনেক্ষন ধরে বসে থেকেও কাজ না হওয়ায় মন খারাপ করে এক প্রকার চলে জেতে হচ্ছে পুরবাসিকে ।
নামিতা রাজ বংশী নামে অন্য এক মহিলা জানান আমি প্যান কার্ড করবো বলে ভাইস চেয়ারম্যানের কাছে এসেছি ,কিন্তু এসে শুনলাম আসবে না ,কিন্তু কখন আসবে তার ঠিক নেই ।এই সই ছাড়া কোন কাজ হবে না । তাই শোবার একটায় প্রশ্ন কবে এই সমস্যার সমাধান হবে ।


গঙ্গারামপুর পুরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন আমাদের গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু বাবু কে আমি নিয়োগ করেছিলাম ভাইস চেয়ারম্যান পদে। গত বৃহস্পতিবার সরকারি নিয়ম মেনে পুর আইন অনুযায়ী আমি ভাইস চেয়ারম্যান অমল সরকার কে অপসারণ করে লিখিত চিঠি পাঠিয়েছি। গত কয়েকদিন যাবৎ ভাইস চেয়ারম্যান গঙ্গারামপুর পুরসভায় অচলা অবস্থা তৈরী করে রেখেছে। যার কারণে গঙ্গারামপুর পুরবাসী উন্নয়নের কাজে বাঁধা প্রাপ্ত হচ্ছে। বিভিন্য রকম কাজ কর্মের জন্য যারা ভাইস চেয়ারম্যানের আসতো তাদের সঙ্গে খারাপ ব্যাবহার করত বলে অভিযোগ ।বিভিন্য এলাকার লোকজন ভাইস চেয়ারম্যান সম্পরকে পুরসভার চেয়ারমান্যের কাছে অভিযোগ করত । ভাইস চেয়ারম্যান কে পদ থেকে বের করে দেওয়ায় খুশী পুরবাসী । গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র আরও বলেন গত ২৫ তারিখ ৯ জন কাউন্সিলারেরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে। পুর আইন অনুযায়ী সাত দিনের মধ্যে কাউন্সিলদের চিঠি করে পনেরো দিনের মধ্যে মিটিং সম্পন্ন করতে হবে ।এখন আরও দুদিন সময় আছে আমি খুব তাড়াতাড়ি অনাস্থার মিটিং ডাকবো ।

Conclusion:দুই চেয়ারম্যানের দড়ি টানাটানিতে গঙ্গারামপুর পুরসভার কাজ ব্যাহত ।।
গঙ্গারামপুর ; ০9 জুলাই ; গঙ্গারামপুর পূরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দরি টানাটানিতে পুর এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গেছে । গঙ্গারামপুর পুরসভায় উন্নয়নের কাজে বাঁধা ও কাউন্সিলারদের মধ্যে বিভেদ তৈরী করা সহ একাধিক কারণে পুরআইন অনুসারে ভাইস চেয়ারম্যান কে অপসারণ করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত বাবু এর আগেই কাউন্সিলারদের অবস্থান নিয়ে লিখিত ঘোষণা পত্র পেশ ও ভাইস চেয়ারম্যান কে পদ থেকে অপসারণ করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন। এলাকাবাসিদের অভিযোগ ভাইস চেয়ারম্যান এলাকার লোকজনের সাথে খারাপ ব্যাবহার কজগ,এছারাও ভাইস চেয়ারম্যানের ঘরে যে সমস্ত মানুষ আসতো তাদের সাথেও খারাপ ব্যাবফার করত বলে অভিযোগ । গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান অমল বাবুকে বের করে দেওয়ায় খুশী পুরবাসী ।ভাইস চেয়ারম্যান বের করে দেবার জন্য দুরদুরান্ত থেকে কাজ করাতে আসা পুরবাসিকে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে ।
বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় গত ২৫ তারিখ প্রশান্ত মিত্র সহ তিন তৃণমূল নেতাকে বহিস্কার করেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ও ২৫ তারিখেই প্রশান্ত বাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন ভাইস চেয়ারম্যান সহ নয়জন কাউন্সিলার ।
ভাইস চেয়ারম্যানের কাছে কাজ করতে ভোদন পাড়ার এক বাসিন্দা চন্দনা দাস বলেন লেবার কার্ড করার জন্য ভাইস চেয়ারম্যানের সই ছাড়া হবে না ,কিন্তু অনেক্ষন ধরে বসে থেকেও কাজ না হওয়ায় মন খারাপ করে এক প্রকার চলে জেতে হচ্ছে পুরবাসিকে ।
নামিতা রাজ বংশী নামে অন্য এক মহিলা জানান আমি প্যান কার্ড করবো বলে ভাইস চেয়ারম্যানের কাছে এসেছি ,কিন্তু এসে শুনলাম আসবে না ,কিন্তু কখন আসবে তার ঠিক নেই ।এই সই ছাড়া কোন কাজ হবে না । তাই শোবার একটায় প্রশ্ন কবে এই সমস্যার সমাধান হবে ।


গঙ্গারামপুর পুরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন আমাদের গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু বাবু কে আমি নিয়োগ করেছিলাম ভাইস চেয়ারম্যান পদে। গত বৃহস্পতিবার সরকারি নিয়ম মেনে পুর আইন অনুযায়ী আমি ভাইস চেয়ারম্যান অমল সরকার কে অপসারণ করে লিখিত চিঠি পাঠিয়েছি। গত কয়েকদিন যাবৎ ভাইস চেয়ারম্যান গঙ্গারামপুর পুরসভায় অচলা অবস্থা তৈরী করে রেখেছে। যার কারণে গঙ্গারামপুর পুরবাসী উন্নয়নের কাজে বাঁধা প্রাপ্ত হচ্ছে। বিভিন্য রকম কাজ কর্মের জন্য যারা ভাইস চেয়ারম্যানের আসতো তাদের সঙ্গে খারাপ ব্যাবহার করত বলে অভিযোগ ।বিভিন্য এলাকার লোকজন ভাইস চেয়ারম্যান সম্পরকে পুরসভার চেয়ারমান্যের কাছে অভিযোগ করত । ভাইস চেয়ারম্যান কে পদ থেকে বের করে দেওয়ায় খুশী পুরবাসী । গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র আরও বলেন গত ২৫ তারিখ ৯ জন কাউন্সিলারেরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে। পুর আইন অনুযায়ী সাত দিনের মধ্যে কাউন্সিলদের চিঠি করে পনেরো দিনের মধ্যে মিটিং সম্পন্ন করতে হবে ।এখন আরও দুদিন সময় আছে আমি খুব তাড়াতাড়ি অনাস্থার মিটিং ডাকবো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.