গঙ্গারামপুর, 24 মে : আমফানের জেরে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় গঙ্গারামপুরের বিভিন্ন জায়গায় । চারদিন পরও সেই তার ঠিক না হওয়ায় গতকাল পথ অবরোধ করেন গ্রামবাসীরা । পরে বিদ্যুৎকর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করেন। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার।
আমফান ঘূর্ণিঝড় দক্ষিণ দিনাজপুরে না হলেও এর ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণে ধানের ক্ষতির পাশাপাশি বহু গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক এলাকায় । নয়াবাজার পশ্চিম পাড়ায় ঝড়ে তার ছিঁড়ে গেলেও প্রথমে তা ঠিক করা হয়নি ।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার গঙ্গারামপুর বিদ্যুৎ বিভাগে জানানো সত্ত্বেও তা ঠিক না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে পথে অবরোধে নামেন । দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধের পর ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে বোঝানোর পর অবরোধ তুলে নেওয়া হয় । পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল । বিদ্যুৎকর্মীরা এসে বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক করেন।